সিলেট ব্যুরো
প্রকাশ : ১৪ আগস্ট ২০২৪, ০৭:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

সিমেবির ভিসি, ট্রেজারার ও রেজিস্ট্রারের পদত্যাগ দাবিতে বিক্ষোভ

সিলেট নগরের চৌহাট্টার কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে আন্দোলনকারীরা। ছবি : কালবেলা
সিলেট নগরের চৌহাট্টার কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে আন্দোলনকারীরা। ছবি : কালবেলা

সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (সিমেবি) ভাইস চ্যান্সেলর, ট্রেজারার ও রেজিস্ট্রারের পদত্যাগ দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে বৈষম্যবিরোধী কর্মকর্তা-কর্মচারী পরিষদ।

বুধবার (১৪ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে ক্যাম্পাস থেকে মিছিল নিয়ে সিলেট নগরের চৌহাট্টার কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে গিয়ে জড়ো হন কর্মকর্তা-কর্মচারীরা। পরে তারা সেখানে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করেন।

এর আগে সোমবার দুপুরে সংবাদ সম্মেলনে ভাইস চ্যান্সেলর (ভিসি), রেজিস্ট্রার ও ট্রেজারারের পদত্যাগ দাবি করে ৪৮ ঘণ্টার আলটিমেটাম দেয় বিশ্ববিদ্যালয়ের বৈষম্যবিরোধী কর্মকর্তা-কর্মচারী পরিষদ। ৪৮ ঘণ্টার ভেতরে পদত্যাগ না করলে কঠোর কর্মসূচির ঘোষণা দেন।

এরই পরিপ্রেক্ষিতে বুধবার ৪৮ ঘণ্টার আলটিমেটামের সময় পার হয়ে যাওয়ায় তারা বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করেন। কর্মসূচিতে ভিসিসহ তিন কর্মকর্তার পদত্যাগের জন্য ফের ২৪ ঘণ্টার আলটিমেটাম ঘোষণা করেন।

মানববন্ধনে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের সহকারী পরিচালক মাইদুল ইসলাম চৌধুরী, সেকশন অফিসার আশরাফুল ইসলাম, প্রশাসনিক কর্মকর্তা রহমত আলী, কর্মচারীদের মধ্যে আহসান উদ্দিন, মুহাজিরুল ইসলাম, আব্দুস সামাদ চৌধুরী, আাবু হামজা, তারেক আহমদ, মনি আক্তার প্রমুখ।

বক্তারা বলেন, সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার চোখের ডাক্তার প্রফেসর ডা. এনায়েত হোসেন ও ট্রেজারার শাহ আলম এবং রেজিস্ট্রার (এডহক) স্বৈরশাসক আবুল কালাম মো. ফজলুর রহমান পদত্যাগ না করে উল্টো কর্মকর্তা-কর্মচারীদের হুমকি-ধমকি দিয়ে আসছেন। আমরা তাদের পদত্যাগের জন্য ৪৮ ঘণ্টার আলটিমেটাম দিয়েছিলাম। কিন্তু তারা আমাদের বেঁধে দেওয়া সময়ের মধ্যে পদত্যাগ করেননি। তাই অনতিবিলম্বে আবারও আমরা তাদের পদত্যাগ দাবি করছি। অন্যথায় আমরা অভিভাবক ও সিলেটবাসীকে সঙ্গে নিয়ে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করব।

প্রসঙ্গত, ২০২২ সালে (এডহক) ভিত্তিতে রেজিস্ট্রার পদে আবুল কালাম মো. ফজলুর রহমান নিয়োগ পান। এরপর থেকেই নানা অনিয়ম শুরু করেন। তার এসব দুর্নীতি ও অনিয়ম নিয়ে স্থানীয় পত্রিকা ও বিভিন্ন অনলাইন নিউজ পোর্টালে একাধিক প্রতিবেদন প্রকাশিত হয়েছে। তবু ক্ষমতার দাপট ও ভিসির একচ্ছত্র মদদে তিনি নিজ পদে বহাল রয়েছেন। শুধু তা-ই নয়, আ.লীগের প্রভাব খাটিয়ে তিনি বিশ্ববিদ্যালয়ে ত্রাসের রাজত্ব কায়েম করেন। তার ভয়ে তটস্থ ছিলেন বলে অভিযোগ কর্মকর্তা-কর্মচারীদের।

বিক্ষোভকারীরা জানান, এ ছাড়া রেজিস্ট্রার আবুল কালাম মো. ফজলুর রহমান তার পছন্দের কয়েকজন কর্মকর্তাকে দিয়ে আলাদা সিন্ডিকেট গড়ে তোলেন। এই সিন্ডিকেট দিয়েই নানা অপকর্ম করাতেন তিনি। তাকে মদদ দিতেন ভাইস চ্যান্সেলর প্রফেসর ডা. এনায়েত হোসেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুন দুই দিবস চালু সরকারের, একটি আজ

মুক্তির অপেক্ষায় দেবের ‘প্রজাপতি ২’

কিউআর কোড স্ক্যান করার আগে সতর্ক থাকুন

মাঠে নামছে ব্রাজিল ও আর্জেন্টিনা, জেনে নিন কবে কখন ম্যাচ

প্রবারণা পূর্ণিমার শোভাযাত্রায় ফানুস থেকে আগুন

প্রথম সপ্তাহে যা আয় করল ‘কান্তারা চ্যাপ্টার ১’

প্রজ্ঞাপন জারি / আইসিটিতে কারও বিরুদ্ধে অভিযোগ থাকলে অংশ নেয়া যাবে না নির্বাচনে

আজ থেকে নতুন দামে স্বর্ণ বিক্রি শুরু, ভরি কত

আজ দেশের সব শিল্পকলায় আবরার ফাহাদের প্রমাণ্যচিত্র প্রদর্শনী

স্বর্ণের দাম আকাশছোঁয়া, আসল কারণ কী

১০

নির্বাচন বিশেষজ্ঞ-নারী নেত্রীদের সঙ্গে ইসির সংলাপ আজ

১১

এলপি গ্যাসের দাম বাড়বে নাকি কমবে, জানা যাবে আজ

১২

রাতে এই ৫ লক্ষণ দেখলে সতর্ক হোন, হতে পারে কিডনি সমস্যার সংকেত

১৩

তরুণ থাকতে সকালে গড়ে তুলুন এই ৫ অভ্যাস

১৪

ইউক্রেন যুদ্ধে চীনের সহায়তা নিয়ে মুখ খুলল রাশিয়া

১৫

সকালে খালি পেটে এক মুঠো কাঁচা ছোলার যত উপকার

১৬

ঢাকায় কখন হতে পারে বৃষ্টি, জানাল আবহাওয়া অফিস

১৭

থানার সামনের দোকানে ব্যবসায়ীকে গলাকেটে হত্যা

১৮

সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ

১৯

রাজধানীতে আজ কোথায় কী

২০
X