জবি প্রতিনিধি
প্রকাশ : ২২ আগস্ট ২০২৪, ০৪:২৮ পিএম
অনলাইন সংস্করণ

জবি থেকে উপাচার্য নিয়োগের দাবিতে বিক্ষোভ মিছিল ও গণস্বাক্ষর কর্মসূচি

গ্রাফিক্স : কালবেলা
গ্রাফিক্স : কালবেলা

জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে উপাচার্য নিয়োগের দাবিতে বিক্ষোভ মিছিল ও গণস্বাক্ষরের আয়োজন করেছে জবি শিক্ষক শিক্ষার্থীরা। যদি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ব্যতীত বাইরের কাউকে যদি উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয় তাহলে গেটলক কর্মসূচির ঘোষণা দেন শিক্ষক-শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (২২ আগস্ট) বেলা ১১টায় শিক্ষক-শিক্ষার্থীদের আয়োজিত বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও গণস্বাক্ষর কর্মসূচিতে বক্তারা এ দাবি জানান।

বিক্ষোভ মিছিলটি শহীদ মিনার থেকে শুরু হয়ে কলা ভবন ও বিজ্ঞান অনুষদ প্রদক্ষিণ করে রফিক ভবনের সামনে এসে শেষ হয়। এ সময় শিক্ষার্থীরা ‘ভাড়াটিয়া ভিসি এলে, গেইটে তালা ঝুলবে,’ ‘জবি থেকে ভিসি চাই, দিতে হবে-দিতে হবে’ স্লোগান দেন।

এ সময় শিক্ষক-শিক্ষার্থীরা বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে একজন নির্দলীয় উপাচার্য দিতে হবে। সকল প্রকার ছাত্র ও শিক্ষক রাজনীতি বন্ধ করতে যিনি মেরুদণ্ড সোজা করে শিক্ষার্থীদের পাশে দাঁড়াতে সক্ষম হবেন, এ রকম উপাচার্য দিতে হবে। জবির বাহির থেকে উপাচার্য আসলে প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেওয়া হবে। এ সময় বহিরাগত উপাচার্যকে কোন ধরনের সহযোগিতা না করারও ঘোষণা দেন তারা।

উদ্ভিদ বিজ্ঞান বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. কাফি শাখাওয়াত হোসেন বলেন, আমাদের দাবি একটাই, জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে ভিসি চাই। জগন্নাথ বিশ্ববিদ্যালয় একটি স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়। এর গুরুত্ব এই শব্দের মধ্যেই নিহিত। অন্য বিশ্ববিদ্যালয় থেকে আমাদের বিশ্ববিদ্যালয়ে এসে শাসন করতে চায়, যার ফল হিতে বিপরীত হয়। এখানকার সমস্যা এখানকার শিক্ষকই একমাত্র বুঝতে পারে অন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষক তা বুঝতে সক্ষম নয়। তাই এই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এখান থেকেই নিয়োগ দিতে হবে।

অর্থনীতি বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. আইনুল ইসলাম বলেন, জগন্নাথের মান সম্মান সমুন্নত রাখার জন্য আজ আমরা শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী এক জায়গায় হয়েছি। আমি শুনতে পেয়েছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে লিস্ট করা হচ্ছে কাকে কোন বিশ্ববিদ্যালয়ে উপাচার্য হিসেবে পাঠানো হবে। আমাদের এখানে তা হতে দিব না। এখানে অনেক দক্ষ ও যোগ্যতা সম্পন্ন শিক্ষক রয়েছে। তাদের মধ্য থেকে উপাচার্য নিয়োগের জোর দাবি জানাচ্ছি।

ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক বেলাল হোসেন বলেন, আমরা যে দাবিতে ঐক্যবদ্ধ হয়েছি সেই দাবি পূরণ করে ছাড়বো ইনশাআল্লাহ। আমাদের শিক্ষার্থীদের প্রাণের দাবি বিশ্ববিদ্যালয় থেকে উপাচার্য নিয়োগ দেওয়া। আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিগত আন্দোলনে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে ঢাকায়। বিশ্ববিদ্যালয় সংস্কারে তাদের যে দাবি সেগুলোর মাঝে নিজ বিশ্ববিদ্যালয় থেকে উপাচার্য নিয়োগ একটি গুরুত্বপূর্ণ দাবি।

পদার্থ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মাসুদ রানা বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মধ্যে হতে গত ১৯ বছরে কোনো ভিসি নিয়োগ দেওয়া হয়নি। প্রত্যেকবার এই ভিসি নিয়োগের বিষয়ে একটি অপশক্তি কাজ করে। এবার বাইরে থেকে ভিসি এলে গেটে তালা ঝুলবে। ছাত্ররা নিজেদের অধিকার আদায় করা শিখে গেছে। এখন আর কোনো ধরনের অন্যায়, অবিচার,জুলুম আর সহ্য করা হবে না। ছাত্র জনগণ রক্ত দিতে শিখে গেছে। এখন আমাদের একটাই দাবি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মধ্য থেকে ভিসি চাই।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেদিন রাতে ডিবি কার্যালয়ে খাবার মেন্যু কী ছিল, জানালেন সাংবাদিক সোহেল

বরিশালে ডেঙ্গুতে শিশুসহ দুজনের মৃত্যু, আক্রান্ত ছাড়াল ২০ হাজারে

বিএনপির রাজনীতিতে হোন্ডা র‍্যালি নাই-গুন্ডা র‍্যালি নাই : এ্যানি

গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে কোয়ার্টার ফাইনালে অদম্য কালবেলা

রাজধানীর বিজয় সরণিতে মিনিস্টার গ্যালারির যাত্রা শুরু

মার্কিন চাপে নতি স্বীকার ভারতের

শীতে ফ্যাশনের নতুন ধরন নিয়ে এলো ভারগো

অ্যান্টিবায়োটিক বিক্রি নিয়ন্ত্রণে ঔষধ প্রশাসনের নতুন নির্দেশনা

মানুষ পুলিশের ক্ষমতা নয়, দায়িত্ব পালন দেখতে চায় : ঢাকা মহানগর দায়রা জজ  

নায়ক সোহেল রানা ও রুবেলের ভাই প্রযোজক কামাল পারভেজ আর নেই

১০

পাওনা টাকার জেরে কৃষকের গরু নিয়ে গেলেন জামায়াত নেতা

১১

অ্যাশেজ সিরিজ : হেডের বিশ্বরেকর্ড, দুদিনেই পার্থ টেস্ট অজিদের

১২

থানায় হানা দিয়ে পুলিশের কুকুরের ঘাড় কামড়ে নিয়ে গেল চিতাবাঘ

১৩

সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ জন নিহত

১৪

রক্তে জমা বিষাক্ত উপাদান কমাবে ঘরোয়া ৫ খাবার

১৫

প্রতিপক্ষের জালে বাংলাদেশ দিল ৫ গোল

১৬

বিজয়নগরে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

১৭

আমাকে ৩টি মৃত্যুদণ্ডের রায় দিয়েও হাসিনার শখ মেটেনি : বাবর

১৮

ব্রোকেন হার্ট সিন্ড্রোম

১৯

প্রাভা হেলথে বিশ্ব শিশু দিবস উদযাপন

২০
X