ঢাবি প্রতিনিধি
প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২৪, ০৭:৫০ পিএম
অনলাইন সংস্করণ

ইনকিলাব মঞ্চের ডুম্বুর অভিমুখে লংমার্চের রোডম্যাপ প্রদান

ইনকিলাব মঞ্চের সংবাদ সম্মেলন। ছবি : কালবেলা
ইনকিলাব মঞ্চের সংবাদ সম্মেলন। ছবি : কালবেলা

বাংলাদেশ-ভারত সীমান্তে আন্তর্জাতিক আইন অমান্য করে পানিপ্রবাহে বাঁধ নির্মাণ ও সম্প্রতি কোনো পূর্বঘোষণা ছাড়া ত্রিপুরায় ডুম্বুর বাঁধ খুলে বাংলাদেশের কয়েকটি জেলা প্লাবিত করার মতো ভারতের আগ্রাসী কর্মকাণ্ড রুখে দিতে ডুম্বুর বাঁধ অভিমুখে আগামী শুক্রবার ঢাকা থেকে ছাত্র-জনতার লং মার্চ করবে ইনকিলাব মঞ্চ।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসিভিত্তিক নতুন এই সংগঠনটি লং মার্চের রোডম্যাপ প্রদান করেছে। এই রোডম্যাপ অনুযায়ী আগামী শুক্রবার সকাল ৯টায় শাহবাগ থেকে রওনা করে বিভিন্ন জায়গায় পথসভা পরবর্তীতে বিকেলে বাঁধ অভিমুখে পদযাত্রা করা হবে।

বুধবার (৪ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনে ‘বাংলাদেশের বিরুদ্ধে ভারতের ‘পানিসন্ত্রাসে’র প্রতিবাদে ও আন্তঃসীমান্ত নদীগুলোতে ভারতের ‘অবৈধ’ ও ‘একতরফা’ সকল বাঁধ উচ্ছেদের দাবিতে ঢাকা থেকে ত্রিপুরার ডুম্বুর বাঁধ অভিমুখে ছাত্র-জনতার লং মার্চ’ শীর্ষক এক সংবাদ সম্মেলনে এই রোডম্যাপ প্রদান করা হয়।

এসময় বক্তব্য প্রদান করেন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ উসমান হাদী। তিনি বলেন, আগামী শুক্রবার সকাল ৯টায় আমরা শাহবাগে জমায়েত হবো, আপনারা যারা লংমার্চে অংশ নিতে চান তারা ঠিক সময়ে শাহবাগ জমায়েত হবেন। আমরা ডুম্বুর বাঁধ অভিমুখে যাবার জন্য ১০টি ট্রাক ম্যানেজ করেছি। তবে আমাদের কেউ কেউ নিজস্ব পরিবহনে যারা কথা বলেছে। আবার কেউ চাইলে বাইকের মহড়া নিতে চাইলেও যে কেউ যেতে পারবে।

তিনি বলেন, আমরা ১০টায় যাত্রাবাড়ী চৌরাস্তায় একটি পথসভা করবো। পরে জুমার নামাজের পর কুমিল্লার চান্দিনায় পথসভা করা হবে। পরবর্তীতে বিকেল ৪টায় টাউনহলে মহাসমাবেশ করবো। মহাসমাবেশ শেষে সেখান থেকে মিছিল নিয়ে বিবির বাজার সীমান্ত পর্যন্ত পদযাত্রা করা হবে।

সংবাদ সম্মেলনে ৫ দফা দাবি তুলে ধরা হয়। সেগুলো হল- অতিদ্রুত তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের উদ্যোগ নিতে হবে; জাতিসংঘ পানিপ্রবাহ কনভেনশন - ১৯৯৭ তে অতিসত্বর অনুস্বাক্ষর করা। এ কনভেনশন অনুযায়ী ভাটির দেশ হিসাবে বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হওয়ায় উজানের দেশের কাছে ক্ষতিপূরণ দাবি করতে হবে; আন্তঃসীমান্ত নদীর নতুন তালিকা প্রণয়নের উদ্যোগ নিতে হবে; ৫৪ টি আন্তঃসীমান্ত নদীর অববাহিকা ভিত্তিক পানিবণ্টনে সকল পন্থাকে অন্তর্ভুক্ত করতে হবে এবং ভারতের সকল অবৈধ বাঁধ উচ্ছেদের দাবিতে আন্তর্জাতিক ফোরামকে অন্তর্ভুক্ত করতে হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকা উত্তর সিটিতে জন্মনিবন্ধন ছাড়াই টাইফয়েড টিকা মিলবে

শহীদ জিয়ার মাজার জিয়ারতে খালেদা জিয়া

জাতীয় পর্যায়ে রানার্স আপ নারী ফুটবল দলকে গণসংবর্ধনা

দুই বছর আগের মামলায় নতুন করে ‘আসামি’ সাংবাদিক

বদলির আদেশের ৩ সপ্তাহ পরও অফিস করছেন রাসিক সচিব

অধ্যাপক ড. তোফায়েল আহমেদ মারা গেছেন

চার দিন ধরে নিখোঁজ বিকাশ কর্মী ওমর ফারুক

ওসির বিরুদ্ধে দুর্বল ধারার অভিযোগ, আ.লীগ নেতার ৩ সন্তানের জামিন

বরিশালে মা ইলিশ রক্ষায় নৌবাহিনী, চার দিনে ১০৪ জেলের কারাদণ্ড

উচ্ছেদের পর অবৈধ স্থাপনার বৈধতা দিতে তোড়জোড়

১০

ধর্ষণের আলামত গায়েব, ওসিসহ দুজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

১১

সীমান্তে দেড় কোটি টাকার কষ্টি পাথরের মূর্তি উদ্ধার

১২

রাজধানীতে যুবলীগ নেত্রী লাবণ্য ও নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আমির হামজা গ্রেপ্তার

১৩

কাঁচা নাকি পাকা পেঁপে, কোনটি ভালো জেনে নিন

১৪

পাঁচ দফা দাবিতে নারায়ণগঞ্জ নগরভবন ঘেরাও

১৫

টাইফয়েড টিকা : যেসব উত্তর জানা জরুরি

১৬

দুদিনের কর্মসূচি নিয়ে জামায়াতের নতুন বার্তা

১৭

আফগানিস্তানের সম্পদ ফিরিয়ে দেওয়ার আহ্বান রাশিয়ার

১৮

২৮০-এর কথা বলে ২২১ রানেই শেষ বাংলাদেশ

১৯

ওমানে মাছ ধরে বাসায় ফেরা হলো না ৮ বাংলাদেশির

২০
X