শুক্রবার, ২২ আগস্ট ২০২৫, ৭ ভাদ্র ১৪৩২
ঢাবি প্রতিনিধি
প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৪, ০৮:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

গণভবনকে ‘জুলাই স্মৃতি জাদুঘর’ ঘোষণাসহ ৫ দফা দাবি

‘শহীদী মার্চে’ ছাত্র-জনতা। ছবি : কালবেলা
‘শহীদী মার্চে’ ছাত্র-জনতা। ছবি : কালবেলা

‘শহীদী মার্চ’ কর্মসূচি থেকে গণহত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের আওতায় আনা, গণভবনকে জুলাই স্মৃতি জাদুঘর ঘোষণা ও রাষ্ট্র পুনর্গঠনের রোডম্যাপ দ্রুত ঘোষণাসহ ৫ দফা দাবি জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

বৃহস্পতিবার (০৫ সেপ্টেম্বর) সন্ধায় কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদি মার্চের পর সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশের সমাপনী বক্তব্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আবু বাকের মজুমদার এই দাবি জানান।

তিনি বলেন, গণহত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের আওতায় আনতে হবে; শহীদ পরিবারদের আর্থিক ও আইনি সহযোগিতা দ্রুত সময়ের মধ্যে প্রধান করতে হবে; প্রশাসনে দুর্নীতিবাজ ও ফ্যাসিস্টদের দোসরদের চিহ্নিত করে অনতিবিলম্বে বিচারের আওতায় আনতে হবে; গণভবনকে জুলাই স্মৃতি যাদুঘর ঘোষণা করতে হবে; রাষ্ট্র পুনর্গঠনের রোডম্যাপ দ্রুত ঘোষণা করতে হবে।

এসময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম বলেন, নতুন স্বাধীনতার এক মাস পূর্তিতে আজ পুরো বাংলাদেশে ছাত্র জনতা জনসমুদ্র দেখানোর মাধ্যমে আবার প্রমাণ করে দিয়েছে আমার ভাইয়ের রক্ত, ছাত্র জনতার গণভ্যুত্থানের মাধ্যমে যে ২য় স্বাধীনতা অর্জিত হয়েছে সে রক্ত এবং চেতনা বৃথা যাবে না।

অনেকেই ভেবেছিল, শকুনরা সুযোগ পেলে আবার খামছে ধরবে আমার দেশের পতাকা। কিন্তু ছাত্র জনতার এই গণজোয়ার তাদের মধ্যে ভয় ঢুকিয়ে দিয়েছে। যারা ফ্যাসিস্ট এবং ফ্যাসিস্টদের চিন্তাভাবনা বিন্দুমাত্র হলেও লালন করে তাদেরকে আমরা বলে দিতে চাই, আপনারা কেউ ভুলেও ফ্যাসিস্ট সাজার বিন্দুমাত্র চেষ্টাও করবেন না। যদি কেউ এই চেষ্টা করেন তাহলে বাংলাদেশের ছাত্র-জনতা একসাথে সেই সকল ফ্যাসিস্টদের প্রতিহত করবে। আমি আরো স্পষ্ট করে বলে দিতে চাই, কোনো চাঁদাবাজ ও দূর্নীতিবাজের সিন্ডিকেটের স্থান এই বাংলাদেশে হবেনা।

তিনি আরও বলেন, আমাদের যে ভাইয়েরা এই স্বাধীনতা আনতে রক্ত দিয়েছে, আমরা তাদের রক্তের মূল্য দিতে যেকোনো সময় নিজেদের রক্ত দিতে প্রস্তুত আছি।

সমন্বয়ক আবদুল কাদের বলেন, আমাদের ভাইয়েরা এই দেশের মানুষের স্বাধীনতার জন্য ও বৈষম্য দূর করার জন্য রক্ত দিয়েছে। আমরা তাদের রক্তের সাথে কখনো বেঈমানী করতে পারিনা। বিপ্লব পরবর্তী দেশকে রক্ষার যে লড়াই প্রয়োজন, আমাদের সেই লড়াই অব্যাহত থাকবে।

তিনি আরও বলেন, সরকারের কাছে দাবি জানিয়ে বলতে চাই, জুলাই এবং আগস্ট মাসে যারা গণহত্যার সঙ্গে সম্পৃক্ত ছিল তাদের অতি দ্রুত চিহ্নিত করে শাস্তির আওতায় আনতে হবে।

উল্লেখ্য, আওয়ামী লীগ সরকারের ক্ষমতাচ্যুতির এক মাস পূর্তিতে গণজাগরণের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে সারা দেশে ডাকা ‘শহীদী মার্চ’ শেষ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

লাখো ছাত্র-জনতার অংশগ্রহণে বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে জাতীয় শহীদ মিনারে এসে থামে শহীদী মার্চের পদযাত্রা।

এর আগে বিকেল সাড়ে ৩টার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রাজু ভাস্কর্যের সামনে থেকে শহীদী মার্চ শুরু হয়। এতে রাজধানীর বিভিন্ন বিশ্ববিদ্যালয়, কলেজ, কারিগরি, মাদ্রাসা ও স্কুলের শিক্ষার্থীসহ লাখো মানুষ অংশ নেন। মার্চ চলাকালে আশপাশের দোকানিরা হাত নাড়িয়ে তাদের সঙ্গে সংহতি প্রকাশ করেছেন।

এ সময় শিক্ষার্থীরা ‘সফল হোক সফল হোক, শহীদী মার্চ সফল হোক’, ‘শহীদদের কারণে, ভয় করি না মরণে’, ‘শহীদের রক্ত, বৃথা যেতে দেব না’- এ ধরনের বিভিন্ন স্লোগান দিতে থাকেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাসিনাকে ফেরত পাঠানো নিয়ে মোদিকে ওয়েইসির প্রশ্ন

জাকসুতে প্যানেল দ্বন্দ্ব, পদত্যাগ করে বাগছাস নেতার মিষ্টি বিতরণ

সৈয়দপুর বিমানবন্দরে যাত্রীসেবা আন্তর্জাতিক মানের করতে চাই : বেবিচক চেয়ারম্যান

‘আ. লীগ বিদ্যুৎ খাতে চুরির লাইসেন্স দিয়েছিল’

আ.লীগ নেত্রী রুনু গ্রেপ্তার

ইসির ইউটিউব চ্যানেল চালু, মিলবে যেসব তথ্য

শিশু ধর্ষণচেষ্টার অভিযোগ, গ্রেপ্তারের দাবি শিক্ষার্থী

চার বিভাগে ভারী বর্ষণের সতর্কতা জারি, পাহাড়ধসের আশঙ্কা

ভোলায় পাঁচ দিন ২০ নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ, ভোগান্তি চরমে

থানা ব্যারাকে নারী পুলিশ সদস্যকে ধর্ষণ, তিনজন ক্লোজড

১০

পিআর পদ্ধতিতে সব ভোটারের মূল্যায়ন হয় : চরমোনাই পীর

১১

তিস্তায় কার্টুন বক্সে ভাসছিল নবজাতকের মরদেহ

১২

দেশের উন্নয়নে মেধাবী শিক্ষার্থীদের এগিয়ে আসতে হবে : চসিক মেয়র

১৩

কৃষক দল সম্পাদক বাবুলের মুক্তির দাবিতে রাজধানীতে বিক্ষোভ মিছিল

১৪

চট্টগ্রামে সাংবাদিকদের সতর্কবার্তা / ‘সাংবাদিকরা চুপ থাকলে সমাজ অন্ধকারে ডুবে যাবে’

১৫

যেসব অনিয়মে বাতিল হবে এজেন্সির নিবন্ধন

১৬

অবৈধ কার্যক্রম প্রতিরোধে সিলেট জেলা পুলিশ অঙ্গীকারবদ্ধ : পুলিশ সুপার

১৭

বগুড়ায় সাহিত্য উৎসব শুক্রবার, অংশ নিবে দুই শতাধিক কবি

১৮

বিমানবন্দরে যাত্রী হয়রানি রোধে নতুন নির্দেশনা

১৯

জুলাই শহীদদের স্মরণে জবিতে গ্রিন ভয়েসের বৃক্ষরোপণ ও সচেতনতামূলক ক্যাম্পেইন

২০
X