ঢাবি প্রতিনিধি
প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২৪, ০২:৫৯ পিএম
আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২৪, ০৩:২০ পিএম
অনলাইন সংস্করণ

ভবন থেকে ইট পড়ে বুয়েট শিক্ষার্থী আহত, ব্যবস্থা নেবে ঢাবি

আহত শিক্ষার্থী তাওসিফ মাহির (বাঁয়ে) এবং ঘটনাস্থলে ছাত্র-জনতার ভিড়। ছবি : কালবেলা
আহত শিক্ষার্থী তাওসিফ মাহির (বাঁয়ে) এবং ঘটনাস্থলে ছাত্র-জনতার ভিড়। ছবি : কালবেলা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের পাশে নির্মাণাধীন স্টাফ কোয়ার্টার ভবন থেকে ইট পড়ে তাওসিফ মাহির নামে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) এক শিক্ষার্থী আহত হয়েছেন। এ ঘটনার তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করার ঘোষণা দিয়েছে ঢাবি প্রশাসন।

শুক্রবার (৬ সেপ্টেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দীন আহমদ কালবেলাকে বিষয়টি জানিয়েছেন।

তিনি বলেন, জহুরুল হক হলসংলগ্ন নির্মাণাধীন টাওয়ারের ওপর থেকে ইট পড়ে বুয়েটের এক শিক্ষার্থী মারাত্মক আহত হয়ে চিকিৎসাধীন। এ ঘটনায় আমাদের বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আন্তরিকভাবে দুঃখপ্রকাশ করেছেন। তার চিকিৎসার জন্য যা কিছু করা প্রয়োজন, তাই আমাদের পক্ষ থেকে করা হবে। কেন্দ্রীয় মসজিদে জুমার নামাজের পর তার সুস্থতার জন্য দোয়া করা হয়েছে। এ ছাড়া আমরা আহত ওই শিক্ষার্থীর পরিবারের সঙ্গেও যোগাযোগ করেছি।

সাইফুদ্দীন আহমদ আরও বলেন, ঘটনার পরে আমরা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বুয়েটের শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেছি এবং আহত শিক্ষার্থীর চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। রাতে পলাশীতে অবস্থান করা বুয়েট শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে আমাদের কয়েকজন সহকারী প্রক্টর তাদের দাবিসমূহ শোনেন। আজ শুক্রবার সকালেও শিক্ষার্থীদের উপস্থিতিতে বুয়েট প্রশাসনের সঙ্গে আমরা বসেছিলাম। বৈঠকে ঘটনা খতিয়ে দেখতে সুষ্ঠু তদন্তের ব্যাপারে আমরা একমত হয়েছি। এ ঘটনায় শিগগিরই আমরা একটি তদন্ত কমিটি গঠন করব। তদন্ত চলাকালে ওই ভবনের কাজ বন্ধ থাকবে। তদন্তের পর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রসঙ্গত, বৃহস্পতিবার বিকেলে বুয়েটের কেমিকৌশল বিভাগের ২০তম ব্যাচের ওই শিক্ষার্থী রাজধানীর নীলক্ষেত থেকে পলাশীর দিকে যাওয়ার পথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নির্মাণাধীন ভবন থেকে ইট পড়ে মাথায় আঘাতপ্রাপ্ত হন। এ সময় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়।

এ বিষয়ে বুয়েটের ২০তম ব্যাচের শিক্ষার্থীরা বলেন, তাওসিফ কয়েক মিনিট রাস্তায় পড়েছিলেন। আশপাশে থাকা মানুষ সবাই ভিডিও করায় ব্যস্ত ছিল। এমনকি পুলিশের সার্জেন্টও সেখানে উপস্থিত ছিলেন কিন্তু তারাও নিষ্ক্রিয় ভূমিকা পালন করে। এরপর ঘটনাস্থল থেকে দুজন তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলের ইমার্জেন্সি বিভাগে ভর্তি করে বুয়েটে এসে খবর দেন।

তারা বলেন, ইটের আঘাতে তাওসিফের প্রচুর রক্তক্ষরণ হয়েছে এবং মাথার খুলির হাড় ব্রেইনে ঢুকে গিয়েছে। তাওসিফ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে আছে। ডাক্তাররা বলেছেন, ৪৮ থেকে ৭২ ঘণ্টার আগে তাওসিফকে আশঙ্কামুক্ত বলা যাচ্ছে না।

এ ঘটনায় বুয়েট শিক্ষার্থীরা কয়েক দফা দাবি জানান। সেগুলো হলো, যাদের অবহেলার জন্য তাওসিফ দুর্ঘটনার শিকার তাদের জবাবদিহির আওতায় এনে দ্রুত শাস্তি নিশ্চিত করতে হবে; সুষ্ঠু তদন্তসাপেক্ষে তাওসিফকে ক্ষতিপূরণসহ উন্নত চিকিৎসার সব খরচ সংশ্লিষ্ট কতৃপক্ষকে বহন করতে হবে; সব নির্মাণাধীন প্রকল্পে ইঞ্জিনিয়ারিং সেফটি এবং জনগণের সেফটি নিশ্চিত করতে হবে। নির্মাণাধীন প্রকল্পের জন্য যেসব সেফটি কোড দেওয়া আছে সেগুলোর প্রয়োগ নিশ্চিত করতে হবে এবং সব একাডেমিক প্রতিষ্ঠান, কমার্শিয়াল এবং ইন্ডাস্ট্রিয়াল ভবনে ফায়ার সেফটি নিশ্চিত করতে হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যে নিয়মের কারণে বিপিএল খেলার অনুমতি পেলেন পিযুষ চাওলা

আপ বাংলাদেশের প্রথম জাতীয় সমন্বয় সভা অনুষ্ঠিত

পোস্টাল ব্যালটে ভোট দিতে ৭০ হাজারের বেশি প্রবাসীর নিবন্ধন

ফের ঊর্ধ্বমুখী স্বর্ণের দাম, শুক্রবার কততে বিক্রি হচ্ছে

ইমরান খান জীবিত না মৃত, প্রশ্ন ছেলের

শক্তি বাড়িয়ে ৮৮ কিলোমিটার বেগে এগোচ্ছে ঘূর্ণিঝড় ‘ডিটওয়াহ’

‘খালেদা জিয়াকে জেলের ভেতর স্লো পয়জন দিয়ে মারার চেষ্টা করেছে’

ইজতেমায় আরও এক মুসল্লির মৃত্যু

সীমান্তে বিদেশি শুটার গান ও গুলি উদ্ধার

আমি অন্যায়ের কাছে মাথানত করার মতো লোক না : এ্যানি

১০

একাধিক মহল নির্বাচন বানচালের ষড়যন্ত্রে লিপ্ত : ফারুক

১১

প্রতিদিন ২টি করে খেজুর খেলে কী ঘটে শরীরে? যা বলছেন পুষ্টিবিদ

১২

কুয়েটে মারধরের ঘটনায় শিক্ষার্থী বহিষ্কার

১৩

এক ম্যাচে ১৭ লাল কার্ড, মাঠে যা ঘটেছিল (ভিডিও)

১৪

খালেদা জিয়া কেমন আছেন, জানালেন মির্জা ফখরুল

১৫

নারী ইউপি সদস্যকে শ্বাসরোধে হত্যা, স্বামী পলাতক

১৬

কফি পান করার সেরা সময় কখন?

১৭

সাংবাদিকনেতা সোহেলকে মামলায় জড়ানোয় বিএআরএফের তীব্র নিন্দা

১৮

গৃহবধূকে বেধড়ক মারধরের পর বিবস্ত্রের অভিযোগ

১৯

সাংবাদিকদের ঐক্যবদ্ধে সত্যিকারের দেশ গড়া সম্ভব : গোলাম পরওয়ার

২০
X