বশেমুরবিপ্রবি প্রতিনিধি
প্রকাশ : ০২ আগস্ট ২০২৩, ০৬:২৭ পিএম
আপডেট : ০২ আগস্ট ২০২৩, ০৬:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

পানিতে ডুবে ২ বান্ধবীর মৃত্যু, চিকিৎসক বহিষ্কারের দাবি শিক্ষার্থীদের

নিহত শিক্ষার্থী অনন্যা হিয়া (বামে) ও তাসপিয়া জাহান রিতু (ডানে)।
নিহত শিক্ষার্থী অনন্যা হিয়া (বামে) ও তাসপিয়া জাহান রিতু (ডানে)।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) লেকের পানিতে ডুবে দুই ছাত্রীর মৃত্যুর ঘটনায় মেডিকেল সেন্টারের সব চিকিৎসক কর্মকর্তা-কর্মচারীদের বহিষ্কারসহ সাত দফা দাবি জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট (ইএসডি) বিভাগের শিক্ষার্থীরা।

বুধবার (২ আগস্ট) সকাল ১১টা থেকে এসব দাবি আদায়ে উপাচার্য দপ্তরের সামনে আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের দাবির মধ্যে আরও রয়েছে- নতুন অভিজ্ঞ ডাক্তার ও নার্স নিয়োগ এবং মেডিকেল সেন্টারে ২৪ ঘণ্টা সেবা প্রদান, এক্সপার্ট ড্রাইভারসহ সিসিইউ অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা, মেডিকেল সেন্টারে পর্যাপ্ত ওষুধ, প্রয়োজনীয় মেডিকেল সরঞ্জামসহ মেডিকেল সেন্টারকে ১০ শয্যায় উন্নীতকরণ, রিতু এবং হিয়ার স্মৃতিস্তম্ভ তৈরি এবং লেকের তলদেশ ভরাট, রেলিং ও সিঁড়ি স্থাপনসহ লেকপাড় সংস্কার।

আরও পড়ুন: বান্ধবীকে বাঁচাতে গিয়ে প্রাণ দিল বান্ধবী

সাতটি দাবির প্রেক্ষিতে প্রায় তিন ঘণ্টা শিক্ষার্থীদের আন্দোলন চলার পর আন্দোলনস্থলে উপস্থিত হন বশেমুরবিপ্রবির উপাচার্য ড. একিউএম মাহবুব, ট্রেজারার বীর মুক্তিযোদ্ধা ড. মো. মোবারক হোসেনসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা শিক্ষকগণ। এ সময় উপাচার্য শিক্ষার্থীদের সব দাবি পূরণের লিখিত অঙ্গীকারনামা দেন।

উপাচার্যের স্বাক্ষরকৃত অঙ্গীকারনামায় বলা হয়েছে- ইতোমধ্যে নতুন মেডিকেল কমিটি গঠন করা হয়েছে এবং মেডিকেলের কর্মকর্তা-কর্মচারী, চিকিৎসকদের বহিষ্কারের বিষয়ে শিক্ষার্থীরা যে দাবি তুলেছেন সে বিষয়ে আগামীকাল (৩ আগস্ট) ব্যবস্থা গ্রহণ করা হবে। বৃহস্পতিবারের মধ্যে নতুন ২ জন অভিজ্ঞ নার্স আনার ব্যবস্থা করা হবে। অ্যাম্বুলেন্স ড্রাইভারকে প্রয়োজনীয় প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। আগামী ২ মাসের মধ্যে নতুন অ্যাম্বুলেন্স কেনা হবে। ১০ তারিখের মধ্যে ওষুধ, মেডিকেল ইকুইপমেন্ট নিশ্চিতসহ মেডিকেল সেন্টারকে ১০ শয্যায় উন্নীত করার ব্যবস্থা নেওয়া হবে। স্মৃতিস্তম্ভের কাজ এবং লেক সংস্কারের কাজ আগামীকাল থেকে শুরু হবে।

আরও পড়ুন: জবি শিক্ষার্থীর পরিবারকে ১২ কোটি টাকা দিতে রুল

এর আগে, মঙ্গলবার (২ আগস্ট) লেকের পানিতে ডুবে মৃত্যুবরণ করেন তাসপিয়া জাহান রিতু এবং মোবাশ্বেরা তানজুম হিয়া। তারা দু’জনই বিশ্ববিদ্যালয়ের পরিবেশবিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন।

ছাত্রীদের উদ্ধারকারী এক শিক্ষার্থী হাসান মাহমুদ বলেন, দু’জন ছাত্রীর একজন পানিতে নেমে ডুবে যায়। তখন বৃষ্টি হচ্ছিল তাই তেমন কেউ ছিল না বাইরে। আরেকজন বান্ধবী তাকে বাঁচাতে গিয়ে ডুবে গেছে। পরে এক মহিলার দেওয়া তথ্যে প্রায় ৫০ জনের মতো লেকে নেমে ২০-৩০ মিনিট পর দু’জনকে খুঁজে পাই এবং হাসপাতালে নিয়ে যাই। সেখানে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করে।

উদ্ধারকাজে অংশ নেওয়া একাধিক শিক্ষার্থীর অভিযোগ- তারা বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে পর্যাপ্ত প্রাথমিক চিকিৎসা পাননি এবং বিশ্ববিদ্যালয়ের অ্যাম্বুলেন্সে অক্সিজেন সুবিধাও ছিল না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আগামী নির্বাচনে দুর্নীতিবাজদের মনোনয়ন না দেওয়ার অনুরোধ দুদক চেয়ারম্যানের

মিরপুরে গার্মেন্টস-কেমিক্যাল গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

টিভিতে দেখাবে না বাংলাদেশ-হংকং চায়না ম্যাচ, মোবাইলে দেখবেন যেভাবে

১৭ অক্টোবর থেকে দেশের ২৯ জেলায় বৃষ্টির পূর্বাভাস 

পাসওয়ার্ড মনে রাখতে পারছেন না? সহজ সমাধান এনেছে গুগল

জামায়াত আমিরের সঙ্গে ডেনিশ রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

আগামী বছর স্বর্ণ-রুপার দাম লাফিয়ে বাড়ার পূর্বাভাস, কততে ঠেকবে?

ধবলধোলাই ওয়েস্ট ইন্ডিজ, অধিনায়ক গিলের প্রথম সিরিজ জয়

হিন্দি ওটিটিতে দ্বৈত হানা

হৃদরোগের ঝুঁকি বুঝতে সাহায্য করে এই টেস্ট

১০

হোয়াইটওয়াশ এড়াতে যে একাদশ নিয়ে মাঠে নামতে পারে টাইগাররা

১১

বিএনপিতে যোগ দিলেন ৪০ সনাতন ধর্মাবলম্বী পরিবার

১২

সায়েন্স ল্যাব মোড় অবরোধ ঢাকা কলেজ শিক্ষার্থীদের

১৩

তৃতীয় দিনের মতো চলছে টাইফয়েড টিকাদান কর্মসূচি

১৪

ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা নিউজিল্যান্ডের

১৫

বাসে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ, চালক আটক

১৬

ফ্রেঞ্চ ফ্রাই নিয়মিত খেলেই কি বাড়তে পারে ডায়াবেটিসের ঝুঁকি?

১৭

যেসব বিভাগ থেকে বিদায় নিয়েছে মৌসুমি বায়ু

১৮

ভারতের কাশির সিরাপে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সতর্কবার্তা

১৯

এক ক্লিকেই জামিন আদেশ যাবে কারাগারে: আইন উপদেষ্টা

২০
X