জবি প্রতিনিধি
প্রকাশ : ২৩ অক্টোবর ২০২৪, ০৫:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

চায়না স্যাটেলাইটের ডেটা ব্যবহারে গবেষণার নতুন দিগন্তে জবি

ডেটা সেন্টারের কর্তৃপক্ষের মধ্যে ব্যবস্থাপনা হস্তান্তর। ছবি : কালবেলা
ডেটা সেন্টারের কর্তৃপক্ষের মধ্যে ব্যবস্থাপনা হস্তান্তর। ছবি : কালবেলা

চায়না ন্যাশনাল স্পেস অ্যাডমিনিস্ট্রেশনের স্যাটেলাইট ডেটা ব্যবহারের সুযোগ পেল জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি)। এতে করে দুর্যোগ ও পরিবেশ গবেষণায় নতুন দিগন্ত দেখছে প্রতিষ্ঠানটির শিক্ষক ও শিক্ষার্থীরা।

বুধবার (২৩ অক্টোবর) দুপুর দুইটায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগ এবং চায়না ন্যাশনাল স্পেস অ্যাডমিনিস্ট্রেশনের আর্থ অবজারভেশন সিস্টেম এবং ডেটা সেন্টারের কর্তৃপক্ষের মধ্যে এক অনুষ্ঠানে এ সহযোগিতা ব্যবস্থাপনা হস্তান্তর করা হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে জবির রুটিন দায়িত্বে থাকা উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মঞ্জুর মোর্শেদ ভূঁইয়া বলেন, এই রিমোট সেন্সিং স্যাটেলাইট ডেটা সহযোগিতা আমাদের বিশ্ববিদ্যালয়ের গবেষণা ও শিক্ষা কার্যক্রমকে উল্লেখযোগ্যভাবে সমৃদ্ধ করবে। চায়না ন্যাশনাল স্পেস অ্যাডমিনিস্ট্রেশনের সাথে এই অংশীদারত্বের মাধ্যমে আমরা স্যাটেলাইট ডেটার উন্নত ব্যবহারের সুযোগ পাব, যা দুর্যোগ ও পরিবেশগত গবেষণায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং বাংলাদেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়ের জন্যও একটি উদাহরণ স্থাপন করবে। এসময় বিশেষ অতিথি হিসেবে আর্থ এন্ড লাইফ সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক ড. মল্লিক আকরাম হোসেন এবং চায়না একাডেমি অব সায়েন্সের অধ্যাপক ড. ইউ ওয়েনইয়াং বক্তব্য রাখেন।

ভূগোল ও পরিবেশ বিভাগের শিক্ষকরা জানান, জগন্নাথ বিশ্ববিদ্যালয়সহ দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়ের গবেষক ও শিক্ষার্থীরা এখন থেকে বাংলাদেশের যে-কোনো স্থানের জিএফ ১-৭ স্যাটেলাইট ডেটা ব্যবহার করার সুযোগ পাবেন। এতে পরিবেশগত পরিবর্তন, ভূমি ব্যবহার, জলবায়ু পরিবর্তন, দুর্যোগ ব্যবস্থাপনা এবং নগর পরিকল্পনাসহ বিভিন্ন ক্ষেত্রে অত্যাধুনিক গবেষণা পরিচালনায় সহায়ক হবে।

এ ছাড়া এই রিমোট সেন্সিং স্যাটেলাইট ডেটা ব্যবহার করে গবেষকরা উন্নতমানের ভূ-তাত্ত্বিক বিশ্লেষণ করতে পারবেন। এতে করে জলবায়ু পরিবর্তনের প্রভাব পর্যবেক্ষণ, কৃষি উৎপাদনশীলতা বৃদ্ধি, বনাঞ্চল সংরক্ষণ এবং নগর উন্নয়ন পরিকল্পনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তাছাড়া গবেষকরা স্থানিক বিশ্লেষণ এবং মানচিত্র তৈরির ক্ষেত্রে আরও উন্নত ও নির্ভুল তথ্য ব্যবহার করতে পারবেন, যা দেশের বিভিন্ন স্থানে গবেষণা ও উন্নয়নমূলক কার্যক্রমে নতুন মাত্রা যোগ করবে। জবি থেকে ভূগোল ও পরিবেশ বিভাগের পক্ষে অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুল কাদের, ড. রিফফাত মাহমুদ, ড. আব্দুল মালেক ও খন্দকার তানভীর হোসাইন ডেটা প্লাটফরমটি ব্যবস্থাপনা করবেন।

অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগ এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইনিস্টিউট অফ রিমোট সেন্সিং এন্ড জিআইএস’র শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেট্রোরেল লাইনের ওপর পড়ল ড্রোন, অতঃপর...

জাতীয় নার্স কমিশন হতেই হবে : ফরহাদ মজহার

রাজধানীতে চলন্ত বাসে আগুন

আগামীতে দিনের ভোট রাতে আর হবে না : সেলিমুজ্জামান

জামায়াত প্রার্থীর শোডাউনে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ নিহত

ঢাকা বিশ্ববিদ্যালয় সাময়িক বন্ধ ঘোষণার দাবি ডাকসুর

কালিগঞ্জে লিফলেট বিতরণ কর্মসূচি : ডা. শহিদুলের সঙ্গে হাজারো নেতাকর্মীর পদযাত্রা

বান্দরবান বিশ্ববিদ্যালয় / শিক্ষার মান উন্নয়নে স্থায়ী ক্যাম্পাসে শিক্ষা কার্যক্রম স্থানান্তরের সিদ্ধান্ত

আইসল্যান্ডে দিনে ১,৬০০ ভূমিকম্প, স্বাভাবিক না ভয়াবহ সংকেত?

ভূমিকম্পে হতাহত পরিবারকে আর্থিক সহায়তার ঘোষণা

১০

অবরোধের ঘোষণা চট্টগ্রাম বন্দর রক্ষা পরিষদের

১১

ভূমিকম্প আতঙ্ক / ঢাবির পর জবিরও ক্লাস-পরীক্ষা বন্ধ

১২

নেই কোনো পানিপ্রবাহ, তবু নির্মাণ হচ্ছে ৯ কোটি টাকার সেতু

১৩

বাংলাদেশ ও ভুটানের মধ্যে দুটি সমঝোতা স্মারক সই

১৪

আগামী নির্বাচন গণতন্ত্র ও অধিকার প্রতিষ্ঠার মুহূর্ত : শেখ আব্দুল্লাহ

১৫

বাগদত্তার সঙ্গে উদ্যম নাচ ডাক্তারের, অতঃপর...

১৬

ভূমিকম্পের ঘটনায় ঢাবিতে রোববারের ক্লাস-পরীক্ষা স্থগিত

১৭

মার্কিনিকে আমন্ত্রণ জানিয়ে বিপদে ইসলামিক সংস্থার প্রধান

১৮

সাভারে পালিয়ে থাকা জামালপুরের আ.লীগ নেতা গ্রেপ্তার

১৯

কামিন্সের পরামর্শেই ওপেনিংয়ে নামেন হেড

২০
X