মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫, ১৫ আশ্বিন ১৪৩২
ঢাবি প্রতিনিধি
প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৪, ০৬:৫২ পিএম
অনলাইন সংস্করণ

ঢাবিতে এএইচএফবির বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত

ঢাবিতে এএইচএফবির বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত হয়। ছবি : কালবেলা
ঢাবিতে এএইচএফবির বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত হয়। ছবি : কালবেলা

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) জার্মানির হোমবোল্ট রিসার্চ ফেলোশিপপ্রাপ্ত বাংলাদেশি বিজ্ঞানীদের সংগঠন অ্যাসোসিয়েশন অব হোমবোল্ট ফেলো ইন বাংলাদেশ (এএইচএফবি)-এর উদ্যোগে বিজ্ঞান সম্মেলন এবং বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৬ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের উচ্চতর বিজ্ঞান গবেষণা কেন্দ্রের (সিএআরএস) সেমিনার কক্ষে সভাটি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত জার্মানির রাষ্ট্রদূত মি. আকিম ট্রোস্টার। অনুষ্ঠান উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ।

সংগঠনটির ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক ড. মো. মোজাম্মেল হকের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এম সরওয়ারউদ্দিন চৌধুরী এবং হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ এনামুল্লাহ।

উদ্বোধনী অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ বলেন, বিশ্বের স্বনামধন্য বিজ্ঞানী, গবেষক শিক্ষকেরা তাদের মেধা, জ্ঞান, শ্রেষ্ঠত্ব ও গবেষণাকর্মের মাধ্যমে অত্যন্ত প্রতিযোগিতার মধ্য দিয়ে এই ফেলোশিপ লাভ করেন। বিভিন্ন বৈজ্ঞানিক সেমিনার, কর্মশালার মাধ্যমে বাংলাদেশী বিজ্ঞানীদের এই সংগঠন দেশের বিজ্ঞান শিক্ষা ও গবেষণায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। এই সংগঠনের মাধ্যমে জার্মানির বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যৌথ সহযোগিতামূলক গবেষণা কার্যক্রম আরও বৃদ্ধি পাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

প্রধান অতিথির বক্তব্যে রাষ্ট্রদূত মি. আকিম ট্রোস্টার বলেন, জার্মানির সঙ্গে বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষক গবেষক ও বিজ্ঞানীদের আন্তঃসম্পর্ক উন্নয়ন এবং যৌথ শিক্ষা ও গবেষণা কার্যক্রম পরিচালনায় হোমবোল্ট রিসার্চ ফেলোশিপ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে। এই ফেলোশিপপ্রাপ্ত বাংলাদেশি বিজ্ঞানিদের সংগঠন (এএইচএফবি) বিজ্ঞান ও গবেষণায় কৃতিত্বের স্বাক্ষর রেখে চলেছে। বিজ্ঞান ভিত্তিক নতুন নতুন চিন্তাভাবনা, উদ্ভাবন ও গবেষণার মাধ্যমে এই সংগঠনের কার্যক্রম আরও সম্প্রসারিত হবে বলে তিনি আশা প্রকাশ করেন। বাংলাদেশি বিজ্ঞানী, বিশেষ করে তরুণ গবেষকদের জন্য জার্মান সরকারের সহযোগিতা অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

উদ্বোধনী অনুষ্ঠানের পরে সংগঠনের তিনজন স্বনামধন্য ফেলো, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রাহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের ইউজিসি অধ্যাপক ড. লুৎফুল হাসান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. আবুল খায়ের মল্লিক এবং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. রোখসানা পারভীন বৈজ্ঞানিক প্রবন্ধ উপস্থাপন করেন। অধ্যাপক ড. লুৎফুল হাসান, বাংলাদেশে ধানের উৎপাদন বৃদ্ধি এবং ক্যানসার প্রতিরোধী নতুন জাতের ধানের ওপর আলোচনা করেন। ড. মল্লিক, যৌগ পৃথকীকরণের জন্য নতুন ধরনের কৌশল এবং অধ্যাপক ড. পারভীন এভিয়ান ইনফ্লুয়েঞ্জা ভাইরাস ও পোল্ট্রি উৎপাদনে তার প্রভাব নিয়ে আলোচনা করেন।

উল্লেখ্য, সেমিনারের পরে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এতে ২০২৪-২০২৬ মেয়াদের জন্য কার্যকরী কমিটি গঠিত হয়। সংগঠনের সভাপতি হিসাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অণুজীব বিজ্ঞান বিভাগের প্রাক্তন অধ্যাপক ড. মো. মোজাম্মেল হক এবং একই বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ রিয়াজুল ইসলাম সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নির্বাচনে কেন ‘বিলম্ব’, জানালেন অধ্যাপক ইউনূস

আন্তর্জাতিক মানবাধিকার কর্মীদের ঘন ঘন বাংলাদেশে আসার আহ্বান প্রধান উপদেষ্টার

নেপালের কাছে সিরিজ হারের লজ্জায় ডুবলো ওয়েস্ট ইন্ডিজ

গাজা যুদ্ধ বন্ধে রাজি ইসরায়েল

অসুরকে বিকৃতভাবে উপস্থাপনে পূজা পরিষদ ও পূজা কমিটির উদ্বেগ

কাতারের প্রধানমন্ত্রীর কাছে ক্ষমা চাইলেন নেতানিয়াহু

জিআই স্বীকৃতি পেল নেত্রকোনার বালিশ মিষ্টি

মর্গে পড়ে আছে অজ্ঞাত দুই নারীর লাশ

জেন-জি বিক্ষোভে উত্তাল মাদাগাস্কার

মারাত্মক আর্থিক সংকটে বিচারপতি মানিক, বিক্রি করে দেন বই : আইনজীবী

১০

হিরো আলমের ওপর হামলা

১১

বেসরকারি বিশ্ববিদ্যালয় সংস্কার নিয়ে শিক্ষা উপদেষ্টার সঙ্গে পুসাবের বৈঠক

১২

বিদেশে পাঠানোর ফাঁদে মানুষকে ‘পথে বসানো’ সেলিম গ্রেপ্তার

১৩

ধর্মীয় সম্প্রীতির দেশ গড়তে এনসিপি কাজ করছে : সারজিস

১৪

সারা দেশে বৃষ্টি নিয়ে আবহাওয়ার পূর্বাভাস

১৫

ভারতের ভিসা নিয়ে যে তথ্য দিলেন হাইকমিশনার

১৬

হাজত থেকে পালানো সেই যুবলীগ নেতা গ্রেপ্তার

১৭

‘ইউনিভার্সেল মেডিকেলে ফ্রি হার্ট ক্যাম্প’ সম্পন্ন

১৮

ক্যাম্পাসে চাকসু নির্বাচনের উন্মাদনা, ১ মাস ধরে হাসপাতালে ইমতিয়াজ-মামুন

১৯

ঘরের চারদিকে দুর্গন্ধ, দরজা খুলতেই দেখা গেল মর্মান্তিক দৃশ্য

২০
X