জাবি প্রতিনিধি
প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৪, ০৯:৪১ পিএম
আপডেট : ২০ নভেম্বর ২০২৪, ১১:০৯ এএম
অনলাইন সংস্করণ

অটোরিকশার ধাক্কায় জাবি শিক্ষার্থীর মৃত্যু

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। ছবি : সংগৃহীত
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। ছবি : সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ক্যাম্পাসে রাস্তা পার হওয়ার সময় অটোরিকশার ধাক্কায় এক ছাত্রী নিহত হয়েছেন। মঙ্গলবার (১৯ নভেম্বর) সন্ধ্যা ৭টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার-সংলগ্ন নতুন কলাভবনের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিক্ষার্থীর নাম আফসানা রাচি। তিনি বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের ৫৩ ব্যাচের (প্রথম বর্ষের শিক্ষার্থী)।

আফসানা করিম বেগম খালেদা জিয়া হলের আবাসিক শিক্ষার্থী। তার গ্রামের বাড়ি শেরপুর জেলায়। তার বাবার নাম মো. রেজাউল করিম।

প্রাথমিকভাবে জানা যায়, রাস্তা পার হওয়ার সময় একটি অটোরিকশা এসে রাচিকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে তিনি মুখের চোয়ালে ও মাথায় গুরুতর আঘাত পান। আশপাশের লোকজন তাকে উদ্ধার করে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে নিয়ে যায়। পরে অবস্থার অবনতি হওয়ায় তাকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক রাকিব আল মাহমুদ শুভ সন্ধ্যা সাড়ে ৭টায় তাকে মৃত ঘোষণা করেন।

তবে বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছে এনাম মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ।

মার্কেটিং বিভাগের চেয়ারম্যান সহযোগী অধ্যাপক আরিফুল হক বলেন, আমরা তার মৃত্যুর বিষয়টি হাসপাতালে এসে নিশ্চিত হয়েছি। তার মৃত্যুর সময়সহ বিস্তারিত ব্যাপারে মেডিকেল রিপোর্ট হাতে পেলে জানাতে পারবো।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ মাহফুজুর রহমান বলেন, একজন শিক্ষার্থী এক মাস আগে বিশ্ববিদ্যালয়ে অনেক স্বপ্ন নিয়ে এসেছিল, আজ তার সেই স্বপ্নের মৃত্যু হলো, খুবই দুঃখজনক। এ রকমভাবে কারও মৃত্যুই কাম্য নয়। আমরা শোকাহত। নিহত শিক্ষার্থীর পরিবারের সঙ্গে কথা হয়েছে। হাসপাতালে আমার সহকর্মী প্রো-ভিসি (প্রশাসন) গেছেন। একই সঙ্গে অভিযুক্ত রিকশাচালককে শনাক্ত করার প্রক্রিয়া চলছে। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে যানবাহনের শৃঙ্খলা ফিরিয়ে আনতে দ্রুততম সময়ের মধ্যে কাজ করছি।

এদিকে আফসানার মৃত্যুর ঘটনার তদন্ত করে জড়িত রিকশাচালকের শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল বের করেছেন শিক্ষার্থীরা। এ ছাড়া ক্যাম্পাসে যান চলাচল নিয়ন্ত্রণ, সড়ক উন্নয়ন ও নিরাপত্তা নিশ্চিতের দাবিতে বিক্ষোভ মিছিল করেন তারা।

অন্যদিকে আগামী তিন দিনের মধ্যে রাজধানী ঢাকা মহানগরীতে ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। মঙ্গলবার (১৯ নভেম্বর) বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি মাহমুদুর রাজীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

একইসঙ্গে ব্যাটারিচালিত রিকশা বন্ধে বিবাদীদের নিষ্ক্রিয়তা কেন বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত।

তথ্য বলছে, রাজধানী ঢাকার সড়কে অবৈধভাবে চলছে প্রায় ৮ লাখ ব্যাটারিচালিত রিকশা। প্রধান সড়কে আসার অনুমতি না থাকলেও দাপিয়ে বেড়াচ্ছে অবৈধ এ যান। গত দু’মাসে লক্ষাধিক ব্যাটারিচালিত রিকশার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হলেও দৌরাত্ম্য থামছে না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাবিতে ‘বিশ্ব গণতন্ত্র সম্মেলন’ শুরু হচ্ছে ২৯ ডিসেম্বর

বাবা-মায়ের কবর জিয়ারতের মাধ্যমে মিন্টুর গণসংযোগ শুরু

কারাগারে থুথু ফেলা নিয়ে দুই হাজতির মারামারি, অতঃপর...

শায়খ মোখলেসুর রহমান কিয়ামপুরীর বুখারি পাঠদানের ৫৪ বছর পূর্তি উদযাপন

এবার সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হবে ইনশাল্লাহ : জুয়েল

ডেঙ্গুতে একদিনে হাসপাতালে ভর্তি ৪১০

দম্পতিকে আশীর্বাদ করতে মঞ্চে উঠে বিপদে বিজেপি নেতা

সেনাবাহিনীতে সৈনিক পদে নিয়োগ, যেভাবে আবেদন

যে নিয়মের কারণে বিপিএল খেলার অনুমতি পেলেন পিযুষ চাওলা

আপ বাংলাদেশের প্রথম জাতীয় সমন্বয় সভা অনুষ্ঠিত

১০

পোস্টাল ব্যালটে ভোট দিতে ৭০ হাজারের বেশি প্রবাসীর নিবন্ধন

১১

ফের ঊর্ধ্বমুখী স্বর্ণের দাম, শুক্রবার কততে বিক্রি হচ্ছে

১২

ইমরান খান জীবিত না মৃত, প্রশ্ন ছেলের

১৩

শক্তি বাড়িয়ে ৮৮ কিলোমিটার বেগে এগোচ্ছে ঘূর্ণিঝড় ‘ডিটওয়াহ’

১৪

‘খালেদা জিয়াকে জেলের ভেতর স্লো পয়জন দিয়ে মারার চেষ্টা করেছে’

১৫

ইজতেমায় আরও এক মুসল্লির মৃত্যু

১৬

সীমান্তে বিদেশি শুটার গান ও গুলি উদ্ধার

১৭

আমি অন্যায়ের কাছে মাথানত করার মতো লোক না : এ্যানি

১৮

একাধিক মহল নির্বাচন বানচালের ষড়যন্ত্রে লিপ্ত : ফারুক

১৯

প্রতিদিন ২টি করে খেজুর খেলে কী ঘটে শরীরে? যা বলছেন পুষ্টিবিদ

২০
X