ময়মনসিংহ ব্যুরো
প্রকাশ : ১০ আগস্ট ২০২৩, ০১:৪৮ পিএম
আপডেট : ১০ আগস্ট ২০২৩, ০১:৫২ পিএম
অনলাইন সংস্করণ

ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজ অধ্যক্ষের কক্ষে ছাত্রলীগের তালা

ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজ। পুরোনো ছবি
ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজ। পুরোনো ছবি

ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজ শাখা ছাত্রলীগের বিরুদ্ধে চাঁদার দাবিতে অধ্যক্ষের কক্ষে তালা লাগিয়ে দেওয়ার অভিযোগ ওঠেছে। ৮০ হাজার টাকা চাঁদা দিতে অস্বীকৃতি জানানোয় শিক্ষকদের লাঞ্ছনা ও অধ্যক্ষের কক্ষে তালা লাগিয়ে দেওয়া হয়েছে।

বিষয়টি নিয়ে বুধবার (৯ আগস্ট) রাতে থানায় লিখিত অভিযোগ করেছেন কলেজের নিরাপত্তা কমিটির আহ্বায়ক ইইই বিভাগের শিক্ষক সবুজ আহমেদ।

জানা গেছে, ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজের সাবেক ছাত্র প্রসেনজিত বড়ুয়া বর্তমানে কলেজ ছাত্রলীগের আহ্বায়ক এবং যুগ্ম আহ্বায়ক মো. তৌহিদুল ইসলাম আশরাফী অধ্যক্ষের কক্ষে প্রবেশ করে গত মঙ্গলবার ৮০ হাজার টাকা চাঁদা দাবি করে। চাঁদা দিতে অনীহা প্রকাশ করলে তারা অধ্যক্ষ মো. আলমগীর হোসাইনকে অকথ্য ভাষায় গালাগালি করে। একপর্যায়ে কক্ষের দরজা বন্ধ করে অধ্যক্ষে লাঞ্ছিত করার চেষ্টা করে। সে সময় অধ্যক্ষকে অফিস কক্ষে উপস্থিত শিক্ষক ইইই সহকারী অধ্যাপক এস এম আনোয়ারুল হক ও রসায়নের সহকারী অধ্যাপক মো. খলিলুর রহমান ছাত্রলীগ নেতাদের নিবৃত্ত করার চেষ্টা করলে তাদের সঙ্গেও অশালীন আচরণ করে। এমনকি চাঁদা না দিলে ভবিষ্যতে দেখে নেওয়ারও হুমকি দেওয়া হয়।

বুধবার ফের অধ্যক্ষকে টাকার জন্য ফোন করে গালাগাল করে তৌহিদ। পরে বিকেল ৩টার দিকে অফিসে গিয়ে অধ্যক্ষকে না পেয়ে কক্ষে তালা লাগিয়ে দেওয়া হয়। এ বিষয়ে কলেজের নিরাপত্তা কমিটির আহ্বায়ক ইইই বিভাগের শিক্ষক সবুজ আহমেদ বাদী হয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

গত ৩১ জুলাই কলেজের অমর একুশে হল, মুক্তিযোদ্ধা হল ও মুক্তিযোদ্ধা তারামন বিবি হল ছাত্রলীগের কমিটি ঘোষণা করা হয়। এরপর হল কমিটিগুলোকে বরণ করতে অনুষ্ঠানের আয়োজনের জন্য অধ্যক্ষের কাছে ৮০ হাজার টাকা দাবি করে কলেজ ছাত্রলীগ।

অধ্যক্ষ আয়োজিত অনুষ্ঠানে অতিথিদের আপ্যায়নের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন জানালে ছাত্রলীগ সভাপতি তাদের হাতে টাকা দেওয়ার জন্য অধ্যক্ষকে চাপ প্রয়োগ করে এবং একপর্যায়ে কক্ষ তালাবদ্ধ করে রাখে।

এ বিষয়টি সম্পর্কে কথা বলতে কলেজ শাখা ছাত্রলীগের আহ্বায়ক প্রসেনজিত গবড়ুয়াকে ফোন করা হলেও তা বন্ধ পাওয়া যায়। তবে যুগ্ম আহ্বায়ক মো. তৌহিদুল ইসলাম আশরাফী বলেন, ১৫ আগস্ট প্রোগ্রামের জন্য গেলে অধ্যক্ষ সহযোগিতা করেনি। অধ্যক্ষ সরকার বিরোধী একজন লোক। এসব নিয়ে অধ্যক্ষের সঙ্গে কথাকাটাকাটি হয়েছে। তিনি আরও বলেন, অধ্যক্ষের কক্ষে তালা দেইনি।

কলেজের অধ্যক্ষ মো. আলমগীর হোসাইন বলেন, ১৫ আগস্ট নয়, নিজস্ব অনুষ্ঠানের জন্য দুজন সাবেক ছাত্র এসে লিখিতভাবে ৮০ হাজার টাকা দাবি করে। টাকা দেয়ার এখতিয়ার নেই জানালে আমার সঙ্গে চিৎকার-চেঁচামেচি করে হুমকি দিয়ে তালা লাগিয়ে দিয়েছে আমার কক্ষে। এরপর গভীর রাতে এসে তালা খুলে দিয়ে যায়। এ ব্যাপারে আজ জরুরি মিটিং আহ্বান করা হয়েছে।

কোতোয়ালি মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ বলেন, অধ্যক্ষের কক্ষে তালা দেওয়ার ঘটনায় শিক্ষকরা অভিযোগ দিয়েছেন। বিষয়টি গুরুত্বসহকারে দেখা হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মামলা নিয়ে বিচলিত নন পলক, আইনজীবীকে ট্রায়ালের প্রস্তুতির নির্দেশ

ঘুষকাণ্ডে এবার জামায়াতের সেই পিপির নিয়োগ বাতিল

ভরা মৌসুমেও ইলিশের আকাল

শোকজের জবাব দেবেন ফজলুর রহমান

হত্যাচেষ্টার নতুন মামলায় পলক, রাষ্ট্রদ্রোহে জাহাঙ্গীর গ্রেপ্তার

অস্ত্র উদ্ধারে পুরস্কার ঘোষণা সরকারের

প্রিয় মানুষের অভিমান ভেঙে ফেলুন সহজ কিছু উপায়ে

ইসলামী সংগীত গাইলেন ইউটিউবার সাইদুল হাসান

টঙ্গীতে ব্রিজ নির্মাণ ও সড়ক সংস্কারের দাবিতে মহাসড়ক অবরোধ 

ভারতে আসছে আর্জেন্টিনা, প্রতিপক্ষ হিসেবে যাদের নাম আলোচনায়

১০

তৌহিদ আফ্রিদির ৭ দিনের রিমান্ড চেয়েছে সিআইডি

১১

দেশ এখন স্থিতিশীল, জাতীয় নির্বাচনের জন্য প্রস্তুত : প্রধান উপদেষ্টা

১২

চট্টগ্রামে ব্যবসায়ীর গোডাউনে মিলল টিসিবির বিপুল তেল

১৩

‘বাদল ভাই, আপনার মৃত্যুতে শোকাহত অনেক’

১৪

টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি ম্যাচসেরার তালিকায় সাকিবের অবস্থান কত

১৫

ডাকসুর ভিপি প্রার্থী আবিদুলকে নিয়ে অপপ্রচার

১৬

বাচসাস পরিবারের সদস্য বাদল আহমেদ আর নেই

১৭

ইউএস-বাংলা এয়ারলাইন্সে চাকরি, সপ্তাহে দুদিন ছুটি

১৮

উপদেষ্টা হোক আর রাজনীতিবিদ, কাউকেই ছাড় দেওয়া হবে না : সারজিস

১৯

রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে ৭ দফা প্রস্তাব প্রধান উপদেষ্টার

২০
X