পাবিপ্রবি প্রতিনিধি
প্রকাশ : ২১ নভেম্বর ২০২৪, ১১:০৪ পিএম
অনলাইন সংস্করণ

এবার পাবিপ্রবিতে চোর সন্দেহে আটক যুবক

চোর সন্দেহে যুবককে আটক করে পুলিশ। ছবি : কালবেলা
চোর সন্দেহে যুবককে আটক করে পুলিশ। ছবি : কালবেলা

এবার পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) চোর সন্দেহে এক যুবককে আটক করা হয়েছে। তবে তাকে বেধড়ক পেটানোর কোনো খবর পাওয়া যায়নি।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) সন্ধ্যায় ওই যুবককে বিশ্ববিদ্যালয়ের নির্মাণাধীন শেখ রাসেল হলের পেছনের রাস্তা থেকে শিক্ষার্থীরা তাকে আটক করেন।

ওই যুবকের নাম মেহেদী হাসান (৩৫)। তিনি বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী জহিরপুরের বাসিন্দা। তিনি বিশ্ববিদ্যালয়ের নির্মাণাধীন ওই হলে রঙের কাজ করেন বলে জানা গেছে।

পদার্থ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মো. অলিভ বলেন, বিকেল ৫টার দিকে আমার এক জুনিয়র ফোন দিয়ে বলে যে, বিশ্ববিদ্যালয়ের ছেলেদের নতুন হলের পেছনের দেয়াল দিয়ে বাইরে লোহার মতো কিছু ফেলা হচ্ছে। তখন আমি আমার দুজন জুনিয়র নিয়ে এসে দেখি একজন যুবক কতগুলো লোহার পাইপ নিচ্ছেন, যেগুলো ভেতর থেকে ফেলা হয়েছে। পরে আমরা ওই যুবককে আটক করি এবং বিশ্ববিদ্যালয়ের কয়েকজন বড় ভাইকে ফোন দেই। এরপর বড় ভাইয়েরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ফোন দেন।

তবে আটককৃত যুবক মেহেদী হাসান চুরির বিষয়টি অস্বীকার করেন। তিনি জানান, বিকেল ৪টার দিকে ভেতর থেকে কনস্ট্রাকশনের দুইটা ছেলে কিছু লোহার পাইপ বাইরে ফেলেন। ওরা তাকে ওই পাইপগুলো নেওয়ার জন্য বলেছে। সে যখন পাইপগুলো নিতে আসে তখনই ছাত্ররা এসে তাকে ধরে ফেলে।

তিনি আরও বলেন, আমি এই ঘটনার সঙ্গে জড়িত না। কনস্ট্রাকশনের দুইটা ছেলে যাদের একজনের নাম তামিম, তারা এই চুরির সঙ্গে জড়িত। তামিম লোহার পাইপগুলো আমাকে দিয়ে আমার কাছ থেকে পাঁচশ টাকা নিয়েছে। আমি নির্দোষ কিন্তু আমাকে এখানে ফাঁসানো হচ্ছে।

এরপরই শিক্ষার্থীরা কনস্ট্রাকশনের তামিমকে (২০) খুঁজে বের করেন। কিন্তু তামিম চুরির ঘটনা অস্বীকার করেন। তিনি বলেন, আমি তার কাছ থেকে কোনো টাকা নেই নাই, তিনি মিথ্যা বলছেন। আমি চুরির সাঙ্গে জড়িত না।

এ ঘটনার কিছুক্ষণ পরে পুলিশ আসে। শিক্ষার্থীরা অভিযুক্ত মেহেদী হাসানকে পুলিশের হাতে তুলে দেন। এসময় পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য মেহেদী হাসানের সঙ্গে কনস্ট্রাকশনের তামিম এবং আরেকজনকে থানায় নিয়ে যান।

পুলিশের এসআই জাহাঙ্গীর খান বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে চোর ধরার খবর দেওয়ার পরই আমরা এখানে ছুটে আসি। আমরা তিনজনকে থানায় জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাচ্ছি। কেউ লিখিত অভিযোগ দিলে আমরা আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবো।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. কামরুজ্জামান খান বলেন, খবর পাওয়ার পর প্রক্টরিয়াল বডিসহ ঘটনাস্থলে যাই। পুলিশকে জানালে তারা এসে অভিযুক্তকে আটক করেন। এখন পুলিশই বিষয়টা দেখবেন। আমরা অভ্যন্তরে আমাদের নিরাপত্তা কর্মীদের নিয়ে বসবো। এখানে চুরির সঙ্গে জড়িত একটা চক্রের কথা শুনেছি। আমরা ওই চক্রটিকে খুঁজে বের করতে চেষ্টা করবো।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইকরা হবিগঞ্জের বার্ষিক চড়ুইভাতি অনুষ্ঠিত

মেট্রোরেলে গাঁজা পরিবহন, বাবা-মেয়ে আটক

বাংলাদেশের জন্য এক লাখ টন চাল কিনছে পাকিস্তান

এক নেতাকে ‘সুখবর’ দিল বিএনপি

এশিয়ান ইউনিভার্সিটি প্রেসিডেন্টস ফোরামে সভাপতিত্ব করেন ড. মো. সবুর খান

উচ্ছেদ আশঙ্কায় ৪০০ পরিবার, আশ্রয় রক্ষার দাবি স্থানীয়দের

বাউল শিল্পীদের ওপর হামলার প্রতিবাদে টিএসসিতে ‘বাউল সন্ধ্যা’

ব্যাংক বন্ধে গ্রাহক তাৎক্ষণিক যত টাকা পাবেন

আমলাতান্ত্রিকতার কারণে শিক্ষকরা অনাহারে জীবন-যাপন করছেন : রিজভী

কখনও এক, কখনও তিন ম্যাচ: এমএলএস প্লে-অফের বিভ্রান্তিকর নিয়মের ব্যাখ্যা

১০

থাইল্যান্ডের ই-ভিসা নিয়ে সতর্কবার্তা

১১

সড়কে লবণ ফেলে, কাফনের কাপড় পরে চাষিদের প্রতিবাদ

১২

হত্যা মামলায় ২ ভাইয়ের ফাঁসি

১৩

দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া

১৪

বিডিআর বিদ্রোহ মামলায় মুক্তি পেলেন ৩৫ জন

১৫

রান্না শিক্ষার কোর্সে ভিড়, সুযোগ পেতে বসতে হলো পরীক্ষায়

১৬

মাইকেয়ার হেলথ হাসপাতালে মিনিমাল ইনভেসিভ সার্জারির অত্যাধুনিক মেশিন উদ্বোধন

১৭

আবারও কি ব্যালন ডি’অরের দৌড়ে মেসি?

১৮

নেতানিয়াহুকে থামাতে আন্তর্জাতিক সম্প্রদায়কে কঠোর পদক্ষেপের আহ্বান এরদোয়ানের

১৯

ছবি আসল নাকি এআই দিয়ে তৈরি, মুহূর্তেই জানবেন যেভাবে 

২০
X