ঢাবি প্রতিনিধি
প্রকাশ : ১৩ ডিসেম্বর ২০২৪, ০৮:৪২ পিএম
আপডেট : ১৩ ডিসেম্বর ২০২৪, ০৮:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

যানবাহন ও বহিরাগত নিয়ন্ত্রণের পদক্ষেপে খুশি ঢাবি শিক্ষার্থীরা

যানবাহন ও বহিরাগত নিয়ন্ত্রণে বেরিয়ার। ছবি : কালবেলা
যানবাহন ও বহিরাগত নিয়ন্ত্রণে বেরিয়ার। ছবি : কালবেলা

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে যানবাহন নিয়ন্ত্রণের জন্য ৭টি প্রবেশদ্বারে স্থাপিত যানবাহন চলাচল নিয়ন্ত্রণ বেরিয়ার এবং সিকিউরিটি এন্ড সার্ভিলেন্স বক্স উদ্বোধন করা হয়েছে। যানবাহন ও বহিরাগত নিয়ন্ত্রণের এমন পদক্ষেপে খুশি ঢাবি শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) রাতে পলাশী মোড় সংলগ্ন বিশ্ববিদ্যালয়ের প্রবেশদ্বারে আয়োজিত এক অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নবনির্মিত এসব বেরিয়ার এবং সিকিউরিটি এন্ড সার্ভিলেন্স বক্স উদ্বোধন করেন।

পলাশীর মোড়, নীলক্ষেত মোড়, শহীদ মিনার, শাহবাগ, শহীদুল্লাহ হল, হাইকোর্ট মোড় এবং শিববাড়ি ক্রসিং মোড়ে এসব বেরিয়ার এবং সিকিউরিটি এন্ড সার্ভিলেন্স বক্স স্থাপন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী, প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমদ এবং ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের উপপুলিশ কমিশনার মাসুদ আলমসহ বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল দপ্তর ও এস্টেট অফিসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শুক্রবার (১৩ ডিসেম্বর) ক্যাম্পাসের বিভিন্ন স্থান ও পয়েন্টে সরেজমিনে গিয়ে দেখা যায়, উদ্বোধনের পর থেকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের এই উদ্যোগ যানবাহন ও বহিরাগত নিয়ন্ত্রণে বেশ কার্যকরী ভূমিকা রাখছে। এদিন অন্যান্য সময়ের তুলনায় কম বহিরাগত ও যানবাহনের চাপ দেখা গেছে। এতে শিক্ষার্থীদের মুখে বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রশংসা শোনা যাচ্ছে।

এ প্রসঙ্গে আশিকুর রহমান সাকিব নামে হাজী মুহম্মদ মুহসীন হলের এক শিক্ষার্থী বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন ক্যাম্পাসের ট্রাফিক ব্যবস্থাপনার শৃঙ্খলা ফিরিয়ে আনতে চেষ্টা করছে। সেক্ষেত্রে সবচেয়ে বেশি সহযোগিতা ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের করতে হবে। নতুন ব্যবস্থাপনা মানিয়ে নিতে কয়েকদিন সময় লাগবে। এ ছাড়া ক্যাম্পাস এরিয়ায় চলাচল করবে এমন কিছু রিকশা নিবন্ধন করে তাদের ক্যাম্পাসে চলাচলের অনুমতি দেওয়া এবং একটা নির্দিষ্ট ড্রেসকোড দেওয়া, রিকশাগুলোকে সারিবদ্ধভাবে পার্কিংয়ের ব্যবস্থা করা, উলটো পথে গাড়ি চালানো বন্ধ করা, প্রয়োজনে জনবল আরও বৃদ্ধি করা এবং ক্যাম্পাস এরিয়ার ভাড়া নির্ধারণ করে সেগুলো পোস্টার আকারে পয়েন্টগুলোতে টাঙিয়ে দেওয়াসহ বিভিন্ন উদ্যোগ বিশ্ববিদ্যালয় নিতে পারে।

আরমানুল নামে এক শিক্ষার্থী বলেন, নীলক্ষেত গেটের পাশাপাশি শাহবাগ থেকে টিএসসিমুখী এনট্রিসহ গুরুত্বপূর্ণ কয়েক জায়গায় ব্যারিকেড দেওয়া হয়েছে।

শুক্রবার (১৩ নভেম্বর) বিকেলে টিএসসি শাহবাগ রোডে এত ফ্রি মুভমেন্ট যেন স্বপ্নের মতো। বিশ্ববিদ্যালয় প্রশাসন, সিটি করপোরেশন ও পুলিশ প্রশাসনের এই সম্মিলিত প্রচেষ্টা অবশ্যই প্রশংসার দাবি রাখে। নিরাপদ ক্যাম্পাস লক্ষ্যকে সামনে রেখে আমাদের এই লড়াই জারি থাকুক।

ঢাবি শিক্ষার্থী সাকিব আহমেদ বলেন, যানবাহন নিয়ন্ত্রণ, বেরিয়ার এবং সিকিউরিটি এন্ড সার্ভিলেন্স বক্স স্থাপনের বিষয়টি আমাদের দীর্ঘদিনের স্বপ্নের বাস্তবায়ন। পরিবর্তনের এই ধারা জারি থাকুক। আমাদের ক্যাম্পাস নিরাপদ হয়ে উঠুক।

আবিদ আব্দুল্লাহ নামে এক শিক্ষার্থী বলেন, বহিরাগত আটকাতে এ পর্যন্ত প্রশাসনের সবচেয়ে সুন্দর পদক্ষেপ এটাকে বলা চলে। সকলে সহযোগিতা করলে আশা করি এটা স্থায়িত্ব পাবে।

এদিকে, যানবাহন নিয়ন্ত্রণ বেরিয়ার এবং সিকিউরিটি এন্ড সার্ভিলেন্স বক্স উদ্বোধন করতে গিয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান এই কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্টদের আন্তরিক ধন্যবাদ জানান।

তিনি বলেন, ক্যাম্পাসে স্টিকারবিহীন গাড়ি, গণপরিবহন ও ভারি যানবাহন চলাচল এবং বহিরাগতদের প্রবেশ নিয়ন্ত্রণ করার জন্য এসব বেরিয়ার এবং সিকিউরিটি এন্ড সার্ভিলেন্স বক্স স্থাপন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করাসহ অনাকাঙ্ক্ষিত ঘটনা রোধে এসব বেরিয়ার এবং সিকিউরিটি এন্ড সার্ভিলেন্স বক্স কার্যকর ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এই উদ্যোগের সফল বাস্তবায়নে তিনি সবার সহযোগিতা কামনা করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ জারির দাবিতে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি

বিয়ের জন্য যুক্তরাষ্ট্র থেকে ছুটে এসে খুন হলেন নারী 

পাকিস্তান-সৌদি প্রতিরক্ষা চুক্তিতে প্রতিক্রিয়া জানাল ভারত

মালয়েশিয়ায় আন্তর্জাতিক মেলায় বাংলাদেশের অংশগ্রহণ

মেন্টরস' স্টাডি অ্যাব্রোডের আয়োজনে ‘স্টাডি ইন দ্য ইউকে অ্যান্ড আয়ারল্যান্ড ওপেন ডে’

পাকা চুল বা দাড়ি তুলে ফেলা কি জায়েজ?

শেখ হাসিনাসহ দায়ীদের কঠোর শাস্তি চাইলেন নাহিদ

পূর্বপুরুষের হস্তান্তর করা জমি দাবি করে আরেক জমি দখলচেষ্টার অভিযোগ

গোপালগঞ্জে স্বেচ্ছাসেবক দল নেতা বহিষ্কার

জাঁকজমকপূর্ণ আয়োজনে শাহরুখপুত্রের অভিষেক

১০

স্বাস্থ্য খাতে ‘দুর্নীতির হোতা’ মিঠু ৫ দিনের রিমান্ডে

১১

রহস্যময় সৌন্দর্যে ঘেরা ৭০০ বছর পুরোনো সোনারগাঁয়ের পোদ্দার বাড়ি

১২

অ্যানফিল্ডে দর্শকের সঙ্গে ঝগড়া করে লাল কার্ড দেখলেন সিমিওনে

১৩

প্রথমবার পডকাস্টে আফজাল হোসেন

১৪

চুরি গেল জাদুঘরে রাখা ‘ফেরাউনের’ স্বর্ণের ব্রেসলেট

১৫

একে অন্যের বোনকে নিয়ে পালালেন শ্যালক-দুলাভাই

১৬

আত্মীয়স্বজনের যে আচরণের কারণে মৃত ব্যক্তিকে কবরে শাস্তি দেওয়া হয়

১৭

চ্যাম্পিয়ন্স লিগে ইতিহাস গড়লেন সালাহ

১৮

গাজা নিয়ে জাতিসংঘে চাপে যুক্তরাষ্ট্র

১৯

গাজীপুরে মন্দিরে প্রতিমা ভাঙচুর

২০
X