ঢাকা কলেজ প্রতিনিধি
প্রকাশ : ০৭ জানুয়ারি ২০২৫, ০৫:৩১ পিএম
অনলাইন সংস্করণ

ফটকে ‘তিতুমীর বিশ্ববিদ্যালয়’ লেখা ব্যানার ঝুলিয়ে দিলেন শিক্ষার্থীরা

কলেজের ফটকে বিশ্ববিদ্যালয় লেখা ব্যানার টানালেন শিক্ষার্থীরা। ছবি : কালবেলা
কলেজের ফটকে বিশ্ববিদ্যালয় লেখা ব্যানার টানালেন শিক্ষার্থীরা। ছবি : কালবেলা

ঢাবি অধিভুক্ত সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে আন্দোলন করে আসছেন কলেজটির শিক্ষার্থীরা। যা নিয়ে সরকারের পক্ষ থেকেও গঠন করা হয়েছে একটি কমিটি। তবে এরইমাঝে কলেজের প্রধান ফটকে ‘তিতুমীর বিশ্ববিদ্যালয়’ ব্যানার টানিয়ে দিয়েছেন শিক্ষার্থীরা।

মঙ্গলবার (৭ জানুয়ারি) বেলা ১১টা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় রূপান্তরের দাবিতে বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা। এ সময় দাবি আদায়ে মিছিল নিয়ে স্লোগান দিয়েছেন তারা। এরপর সাড়ে ১২টায় এ ব্যানার টানান তারা।

শিক্ষার্থীরা জানান, দীর্ঘদিন ধরে তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় রূপান্তরের কথা বলা হলেও তা কার্যকরের জন্য কোনো গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়নি। স্বাধীনতা যুদ্ধের সময়ও এই কলেজের শিক্ষার্থীরা তৎকালীন ‘জিন্নাহ কলেজ’ নামফলক ফেলে দিয়ে পরিবর্তন করেছিল ‘তিতুমীর কলেজ’ নামে। সেই ঐতিহাসিক সংগ্রামের ধারাবাহিকতায় আজও নাম পরিবর্তন করা হয়েছে।

সমাজবিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী রাসেল বলেন, তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় রূপান্তরের প্রক্রিয়ার মধ্যে তারা আমাদের কেন সাত কলেজের কমিটিতে অন্তর্ভুক্ত করল? ছয় কলেজ নিয়ে ওই কমিটি করতে পারত। আমরা চায় দ্রুত সময়ের মধ্যে তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় রূপান্তরের দাবি বাস্তবায়ন করা হোক।

এর আগে গত বছরের ৩ ডিসেম্বর সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করা সম্ভব কিনা, তা যাচাইয়ে ৫ সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করে শিক্ষা মন্ত্রণালয়। শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব মো. শাহিনূর ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তি জারি করা হয়। বিজ্ঞপ্তিতে সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের যৌক্তিকতা ও সম্ভাব্যতা যাচাইয়ের নিমিত্ত কমিটি উল্লেখ করেন।

উল্লেখ্য, ২০১৭ সালের ফেব্রুয়ারি মাসে শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে রাজধানীর ৭টি সরকারি কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করা হয়। অধিভুক্তির পর থেকে এখন পর্যন্ত এই কলেজের একাডেমিক সব কার্যক্রম ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পরিচালিত হয়ে আসছে। এর আগে সরকারি তিতুমীর কলেজ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ছিল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গণসংযোগে গুলিবিদ্ধ এরশাদ উল্লাহকে নেওয়া হয়েছে ঢাকায়

কৃষকের কামড়ে প্রাণ গেল সাপের

ঠাকুরগাঁও-৩ আসনের বিএনপির সম্ভাব্য প্রার্থী গুরুতর অসুস্থ

সেনাপ্রধান ও নির্বাচন নিয়ে অপপ্রচার, যা জানাল সেনাবাহিনী

ধানক্ষেতে দাঁড়িয়ে বিএনপি নেতার অভিনব প্রতিবাদ

বিএনপির গণসংযোগে গুলি : সরোয়ার হত্যার ২ আসামি গ্রেপ্তার

ইন্দোনেশিয়ায় জুমার নামাজ চলাকালে বিস্ফোরণ, আহত ৫৪

খুলনা-মোংলা মহাসড়কে নিহত ২

ভারতেও রপ্তানি হচ্ছে পিরোজপুরের সুপারি

জাহানারার অভিযোগে সরকারের অবস্থান জানালেন ক্রীড়া উপদেষ্টা

১০

জাপানে ১ কোটি ১০ লাখ জনশক্তির ঘাটতি পূরণে সব পদক্ষেপ নেবে বাংলাদেশ

১১

শনিবার ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১২

নারায়ণগঞ্জে সংঘর্ষের ঘটনাটি পারিবারিক : মান্নান

১৩

আকবরের ঝড় ও মোসাদ্দেকের ঘূর্ণিতে লঙ্কানদের হারালো বাংলাদেশ

১৪

অ্যাপল ওয়াচের আলাদা হোয়াটসঅ্যাপের অ্যাপে যে সুবিধা পাবেন

১৫

ন্যান্সি পেলোসির অবসরের ঘোষণায় ট্রাম্পের উল্লাস

১৬

বরফের রাজ্যে যুগল নাচের ঝলক

১৭

গাজীপুরে অসংক্রামক রোগ প্রতিরোধে রেড ক্রিসেন্টের বিশেষ উদ্যোগ 

১৮

৫ অসাধারণ অ্যাপ দিয়ে মোবাইলেই ছবি এডিট করুন

১৯

জাহানারার অভিযোগের স্বাধীন তদন্ত চাইলেন তামিম

২০
X