জবি প্রতিনিধি
প্রকাশ : ২৭ জানুয়ারি ২০২৫, ০৭:০৬ পিএম
অনলাইন সংস্করণ

জবির লাইব্রেরিতে পত্রিকা ও বুকসেলফ দেবে ছাত্রদল

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ও উন্মুক্ত লাইব্রেরি পরিদর্শন করেছে জবি ছাত্রদল। ছবি : কালবেলা
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ও উন্মুক্ত লাইব্রেরি পরিদর্শন করেছে জবি ছাত্রদল। ছবি : কালবেলা

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ও উন্মুক্ত লাইব্রেরি পরিদর্শন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ছাত্রদল। সোমবার (২৭ জানুয়ারি) শাখা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল ও সদস্য সচিব শামসুল আরেফিনের নেতৃত্বে এ লাইব্রেরি পরিদর্শন করা হয়।

এসময় ছাত্রদলের নেতাকর্মীরা শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করেন এবং তাদের বিভিন্ন দাবি শোনেন। লাইব্রেরিতে অবস্থানরত শিক্ষার্থীরা তাদের বিভিন্ন সমস্যার কথা ছাত্রদলের নবগঠিত কমিটির কাছে জানান। তারই পরিপ্রেক্ষিতে লাইব্রেরির শিক্ষার্থীদের দাবি অনুযায়ী শাখা ছাত্রদলের অর্থায়নে প্রতিদিন লাইব্রেরিতে ৩টি প্রথম আলো এবং ৩টি ডেইলি স্টার পত্রিকা দেওয়ার আশ্বাস দেওয়া হয়।

এ ছাড়া ছাত্রদলের পক্ষ থেকে বই রাখার জন্য বুকসেলফ, ব্যাগ রাখার জন্য আরও তাক বসিয়ে দেওয়ার ঘোষণা করা হয়। মঙ্গলবার থেকেই পত্রিকা দুটো কেন্দ্রীয় লাইব্রেরি ও উন্মুক্ত লাইব্রেরিতে শিক্ষার্থীদের চাহিদা অনুযায়ী দেওয়া হবে বলে জানান শাখা ছাত্রদলের শীর্ষ দুই নেতা।

এসময় শিক্ষার্থীরা লাইব্রেরি সম্প্রসারণের কথা জানান। তারা বলেন লাইব্রেরির স্থানে কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগ সম্প্রসারণ করায় লাইব্রেরি ছোট হয়েছে, যেটা শিক্ষার্থীদের জন্য অসুবিধার কারণ। এ ছাড়া শিক্ষার্থীদের অন্য দাবি ছিল লাইব্রেরিতে ইন্টারনেটের গতি বৃদ্ধি, পর্যাপ্ত ফ্যান ও লাইটের সরবরাহ, নামাজের স্থানে কার্পেট লাগানো। লাইব্রেরিতে এসি স্থাপন, ওয়াশরুমের সংকট দূর করাসহ টিস্যু সাবান সরবরাহ, শুক্র-শনিবার লাইব্রেরি খোলা রাখা এবং প্রতিদিন রাত ১০টা পর্যন্ত লাইব্রেরি খোলা রাখার দাবি জানান শিক্ষার্থীরা।

এসময় জবি ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল বলেন, আমাদের ছাত্রদলের পক্ষে যেটা করা সম্ভব শিক্ষার্থীদের জন্য আমরা সেটি করব। ছাত্রদল সবসময় সবার পাশে আছে। লাইব্রেরিতে বর্তমানে আসন সংকট, বইয়ের অপ্রতুলতা ইত্যাদি সমস্যাগুলো প্রকট। আমরা প্রশাসনের কাছে এসব সমস্যা দ্রুত সমাধান করার দাবি জানাব। খুব শিগগিরই আমরা প্রশাসন বরাবর লিখিত আকারে দাবিগুলো তুলে ধরব।

অপরদিকে, ছাত্রদলের সদস্য সচিব শামসুল আরেফিন বলেন, শিক্ষার্থীদের পড়াশোনার পরিবেশ ভালো করতে হলে লাইব্রেরির বিভিন্ন সুবিধা বাড়ানো অত্যন্ত জরুরি। বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে আমরা এ সমস্যাগুলো তুলে ধরব। আশা করি বিশ্ববিদ্যালয় প্রশাসন দ্রুত পদক্ষেপ নেবে এবং শিক্ষার্থীদের সমস্যাগুলোর সমাধান হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৫০তম বিসিএস পরীক্ষা হতে বাধা নেই, রিট খারিজ

জবির কলা ও আইন অনুষদের ভর্তি পরীক্ষা শুক্রবার, আসন প্রতি লড়বেন ১০২ জন

বিদায় প্রসঙ্গে যা বললেন ধর্ম উপদেষ্টা

আকিজবশির গ্রুপ ও আনোয়ার ল্যান্ডমার্কের এমওইউ স্বাক্ষর

চর্ম রোগে টাক পড়ায় স্ত্রীকে তালাক দিলেন স্বামী

খুনের ২৫ বছর পর রায় : একজনের ফাঁসি, ৮ জনের যাবজ্জীবন

জামায়াতের মহিলা সমাবেশ স্থগিত

২ যুগ পর রংপুরে যাচ্ছেন তারেক রহমান

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় মধ্যস্থতার প্রস্তাব দেবে তুরস্ক

 চাকরিচ্যুত সেই মুয়াজ্জিনের পাশে তারেক রহমান

১০

নওগাঁয় জনসভার মঞ্চে তারেক রহমান

১১

কালকিনি রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত কমিটি ঘোষণা

১২

মৃধা আলাউদ্দিন / কবিতায় জেগে ওঠা নতুন চর...

১৩

মাকে লাঞ্ছনার অভিযোগ তোলে যা বললেন আমির হামজা

১৪

নেতারা কেন মন্ত্রণালয় ছাড়েননি, ব্যাখ্যা দিলেন জামায়াত আমির

১৫

নিপীড়িত ও দুর্বলের জন্য ইসলাম একটি পরীক্ষিত শাসনব্যবস্থা : চরমোনাই পীর

১৬

বাউল গানে লন্ডন মাতালেন শারমিন দিপু

১৭

‘হ্যাঁ’ ‘না’ ভোটের প্রচার চালাতে পারবেন না সরকারি কর্মকর্তারা : ইসি

১৮

নিজের বহিষ্কারের খবরে ইউপি চেয়ারম্যানের মিষ্টি বিতরণ

১৯

গুনে গুনে ৮ বার ফোন, জয় শাহকে পাত্তাই দিলেন না পিসিবি চেয়ারম্যান!

২০
X