পাবিপ্রবি প্রতিনিধি
প্রকাশ : ১১ ফেব্রুয়ারি ২০২৫, ১০:১৮ পিএম
অনলাইন সংস্করণ

বিশ্ববিদ্যালয়ের বড় সৌন্দর্য হচ্ছে ভিন্নমতকে শ্রদ্ধা করা : ড. আলী রীয়াজ

জুলাই-আগস্ট বিপ্লবে নিহত শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করেন অতিথিরা। ছবি : কালবেলা
জুলাই-আগস্ট বিপ্লবে নিহত শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করেন অতিথিরা। ছবি : কালবেলা

অন্তর্বর্তী সরকারের সংবিধান সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক ড. আলী রীয়াজ বলেন, বিশ্ববিদ্যালয়ের বড় সৌন্দর্য হচ্ছে ভিন্নমতকে শ্রদ্ধা করা। ভিন্নমত ধারণ, ভিন্নমতকে শ্রদ্ধা, ভিন্নমতের অধিকারকে রক্ষা করা জীবনের বড় অর্জন। মানুষের প্রথম কাজ সহমর্মিতাবোধ তৈরি করা। ভিন্নমত সত্ত্বেও এক টেবিলের দুদিকে যেন আমরা বসতে পারি।

তিনি বলেন, আমরা লাইব্রেরিতে বা বইমেলায় গেলে দেখতে পাই বইগুলো সব তো এক কথা বলছে না, একই বিষয়ে ভিন্নমত আছে পদ্ধতিগত ভিন্নতা আছে সেটা সম্ভব কখন? যখন আপনি মুক্ত চিন্তা করতে পারবেন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষা হচ্ছে মুক্ত চিন্তার শিক্ষা। ভিন্নমত সহ্য করতে পারলে মুক্তভাবে চিন্তা করা যায়।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সকাল ১০টায় পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষের প্রথম বর্ষের শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

আলী রীয়াজ বলেন, এরকম আরেকটি নবীন বরণের অনুষ্ঠান হয়তো অন্য কোথাও হচ্ছে, সেখানে আসন হয়তো খালি আছে কারণ ওই আসনে যার বসবার কথা ছিল সে হয়তো প্রাণ দিয়েছেন। এখন বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন কার্যক্রম হচ্ছে, সনদ দেওয়া হচ্ছে, বিভিন্ন কার্যক্রমের পেছনে যাদের অবদান যারা শহীদ হয়েছেন এবং আহত হয়েছেন তাদের প্রতি আমার শ্রদ্ধা জানাই।

তিনি আরও বলেন, আজকে এ অনুষ্ঠানে যারা উপস্থিত আছেন শিক্ষার্থী হিসেবে যারা নতুন করে শিক্ষাজীবনের ধাপ শুরু করছেন তাদের কাছে আমার অনুরোধ, বিশ্ববিদ্যালয়ের চার দেয়ালের মধ্যে আমাদের আবদ্ধ থাকা যাবে না। বিশ্ববিদ্যালয় শিক্ষক আপনাকে কেবল সূত্র ধরিয়ে দিবে। আপনি শিখবেন আপনার চারপাশের মানুষ থেকে আপনার যে বন্ধুটি আপনার সঙ্গে আছে তার থেকে শিক্ষা নিন। তার ভুল ত্রুটি সাফল্য অর্জন সবকিছু থেকে শিক্ষা নিতে হবে।

সংবিধান সংস্কার কমিশনের প্রধান বলেন, সমাজ থেকে আমাদের শিক্ষা নিতে হবে। যিনি বিশ্ববিদ্যালয় আসেননি বিশ্ববিদ্যালয়ে পড়বার সুযোগ পাননি এমনকি মহাবিদ্যালয়ে যাননি তার কাছে ও শিখবার অনেক কিছু আছে। সমাজ আপনাকে শিক্ষা দেয় প্রতি মুহূর্তে আমাদের সেই শিক্ষা গ্রহণ করতে হবে।

অনুষ্ঠানে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. এস এস আব্দুল আওয়ালের সভাপতিত্বে আরও বক্তব্য দেন মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ারুল আজিম আখন্দ, ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এস এ আব্দুর রাজ্জাক। শুভেচ্ছা বক্তব্য দেন পাবিপ্রবির উপ-উপাচার্য মো. নজরুল ইসলাম।

অধ্যাপক ড. মীর হূমায়ন কবির ও সায়মুন্নাহার রিতুর সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন পাবিপ্রবির কোষাধ্যক্ষ অধ্যাপক ড. শামীম আহসান, বিভিন্ন অনুষদের ডিন, প্রক্টর, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক, হল প্রভোস্ট ও নবাগত শিক্ষার্থীরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘প্রমাণ ছাড়া যেকোনো ঘটনায় তারেক রহমানকে জড়ানো ফ্যাসিবাদী সংস্কৃতির প্রতিফলন’

মূল জনগোষ্ঠীর মধ্যে নীরবে ছড়িয়ে পড়ছে এইচআইভি

উত্তরায় সরকারি হাসপাতাল নির্মাণের প্রতিশ্রুতি তারেক রহমানের

ইসলামনগরে আগুন, জাবির দুই শিক্ষার্থীসহ দগ্ধ ৪

নাসীরুদ্দীনের অভিযোগের প্রতিক্রিয়া জানালেন মির্জা আব্বাস

মুস্তাফিজ ইস্যুতে ভারতের সিদ্ধান্তকে ‘শক্তির অপব্যবহার’ বলে আখ্যা ভারতীয় সাংবাদিকের

পৌনে ২ লাখ লোকের ইতিবাচক পরিবর্তন আনল ব্র্যাক ব্যাংক 

ডিমের আঁশটে গন্ধ দূর করার সহজ উপায়

কৃত্রিম বুদ্ধিমত্তার অপব্যবহারে উদ্বিগ্ন নির্বাচন কমিশন

বাংলাদেশের ওপর যুক্তরাষ্ট্রের শুল্ক কমানো নিয়ে বড় সুখবর দিলেন লুৎফে সিদ্দিকী

১০

শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান নিয়োগে পরিবর্তন এনে পরিপত্র জারি

১১

সংশোধিত তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ ২০২৫ দ্রুত পাসের দাবি আহছানিয়া মিশনের

১২

ক্ষমতায় গেলে কেরু অ্যান্ড কোং-সহ সব কারখানা সচল করা হবে : জামায়াত আমির

১৩

যুব সমাজ ও নতুনরা ভোটের চিত্র বদলে দেবে : তুলি

১৪

নির্বাচনের ফলাফল না নিয়ে আমরা কেউ বাড়ি ফিরব না : আবু আশফাক

১৫

ধানের শীষের প্রচারণায় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের কমিটি গঠন

১৬

টেকনাফে পাহাড় থেকে ৬ কৃষককে অপহরণ

১৭

তারেক রহমানের গাড়ি থামিয়ে কী বললেন তরুণী

১৮

হাবিবুল্লাহ বাহার কলেজে কেউ আমন্ত্রিত ছিলেন না, দাবি কলেজ কর্তৃপক্ষের

১৯

বিজয় থালাপতি এখন বিপাকে

২০
X