শুক্রবার, ৩০ জানুয়ারি ২০২৬, ১৭ মাঘ ১৪৩৩
পাবিপ্রবি প্রতিনিধি
প্রকাশ : ১১ ফেব্রুয়ারি ২০২৫, ১০:১৮ পিএম
অনলাইন সংস্করণ

বিশ্ববিদ্যালয়ের বড় সৌন্দর্য হচ্ছে ভিন্নমতকে শ্রদ্ধা করা : ড. আলী রীয়াজ

জুলাই-আগস্ট বিপ্লবে নিহত শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করেন অতিথিরা। ছবি : কালবেলা
জুলাই-আগস্ট বিপ্লবে নিহত শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করেন অতিথিরা। ছবি : কালবেলা

অন্তর্বর্তী সরকারের সংবিধান সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক ড. আলী রীয়াজ বলেন, বিশ্ববিদ্যালয়ের বড় সৌন্দর্য হচ্ছে ভিন্নমতকে শ্রদ্ধা করা। ভিন্নমত ধারণ, ভিন্নমতকে শ্রদ্ধা, ভিন্নমতের অধিকারকে রক্ষা করা জীবনের বড় অর্জন। মানুষের প্রথম কাজ সহমর্মিতাবোধ তৈরি করা। ভিন্নমত সত্ত্বেও এক টেবিলের দুদিকে যেন আমরা বসতে পারি।

তিনি বলেন, আমরা লাইব্রেরিতে বা বইমেলায় গেলে দেখতে পাই বইগুলো সব তো এক কথা বলছে না, একই বিষয়ে ভিন্নমত আছে পদ্ধতিগত ভিন্নতা আছে সেটা সম্ভব কখন? যখন আপনি মুক্ত চিন্তা করতে পারবেন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষা হচ্ছে মুক্ত চিন্তার শিক্ষা। ভিন্নমত সহ্য করতে পারলে মুক্তভাবে চিন্তা করা যায়।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সকাল ১০টায় পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষের প্রথম বর্ষের শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

আলী রীয়াজ বলেন, এরকম আরেকটি নবীন বরণের অনুষ্ঠান হয়তো অন্য কোথাও হচ্ছে, সেখানে আসন হয়তো খালি আছে কারণ ওই আসনে যার বসবার কথা ছিল সে হয়তো প্রাণ দিয়েছেন। এখন বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন কার্যক্রম হচ্ছে, সনদ দেওয়া হচ্ছে, বিভিন্ন কার্যক্রমের পেছনে যাদের অবদান যারা শহীদ হয়েছেন এবং আহত হয়েছেন তাদের প্রতি আমার শ্রদ্ধা জানাই।

তিনি আরও বলেন, আজকে এ অনুষ্ঠানে যারা উপস্থিত আছেন শিক্ষার্থী হিসেবে যারা নতুন করে শিক্ষাজীবনের ধাপ শুরু করছেন তাদের কাছে আমার অনুরোধ, বিশ্ববিদ্যালয়ের চার দেয়ালের মধ্যে আমাদের আবদ্ধ থাকা যাবে না। বিশ্ববিদ্যালয় শিক্ষক আপনাকে কেবল সূত্র ধরিয়ে দিবে। আপনি শিখবেন আপনার চারপাশের মানুষ থেকে আপনার যে বন্ধুটি আপনার সঙ্গে আছে তার থেকে শিক্ষা নিন। তার ভুল ত্রুটি সাফল্য অর্জন সবকিছু থেকে শিক্ষা নিতে হবে।

সংবিধান সংস্কার কমিশনের প্রধান বলেন, সমাজ থেকে আমাদের শিক্ষা নিতে হবে। যিনি বিশ্ববিদ্যালয় আসেননি বিশ্ববিদ্যালয়ে পড়বার সুযোগ পাননি এমনকি মহাবিদ্যালয়ে যাননি তার কাছে ও শিখবার অনেক কিছু আছে। সমাজ আপনাকে শিক্ষা দেয় প্রতি মুহূর্তে আমাদের সেই শিক্ষা গ্রহণ করতে হবে।

অনুষ্ঠানে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. এস এস আব্দুল আওয়ালের সভাপতিত্বে আরও বক্তব্য দেন মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ারুল আজিম আখন্দ, ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এস এ আব্দুর রাজ্জাক। শুভেচ্ছা বক্তব্য দেন পাবিপ্রবির উপ-উপাচার্য মো. নজরুল ইসলাম।

অধ্যাপক ড. মীর হূমায়ন কবির ও সায়মুন্নাহার রিতুর সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন পাবিপ্রবির কোষাধ্যক্ষ অধ্যাপক ড. শামীম আহসান, বিভিন্ন অনুষদের ডিন, প্রক্টর, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক, হল প্রভোস্ট ও নবাগত শিক্ষার্থীরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুমিল্লায় বিএনপির প্রার্থীকে সমর্থন দিয়ে সরে দাঁড়ালেন ‘বিদ্রোহী’ প্রার্থী

রোহিতের রেকর্ড ভেঙে স্টার্লিংয়ের ইতিহাস

শনিবার শুরু হচ্ছে চতুর্দশ যাকাত ফেয়ার / ‘বৈষম্যহীন, দারিদ্র্যমুক্ত সমাজ বিনির্মাণে যাকাত গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে’

জনস্বাস্থ্য সুরক্ষায় তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশকে আগামী সংসদের প্রথম অধিবেশনে পাশের আহ্বান

কারাবন্দি যুদ্ধাপরাধীর মৃত্যু

ভারত-পাকিস্তান ম্যাচ ঘিরে সর্বোচ্চ নিরাপত্তা, কমান্ডো নামাচ্ছে শ্রীলঙ্কা

দেশ কোন দিকে পরিচালিত হবে এ নির্বাচন আমাদের দিকনিদের্শনা দেবে : তারেক রহমান

নির্বাচনী প্রচারণায় সহিংসতা বন্ধ করতেই হবে

চাকরিচ্যুত সেই মুয়াজ্জিনের পাশে তারেক রহমান

আ.লীগ থাকলে জামায়াত থাকবে, জামায়াত থাকলে আ.লীগ থাকবে : মাহফুজ আলম

১০

জনসভায় বক্তব্য দেওয়ার সময় অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি বিএনপি প্রার্থী

১১

বগুড়ার জনসভা মঞ্চে তারেক রহমান

১২

বিটিভিতে শুরু হচ্ছে বিনোদনমূলক ম্যাগাজিন অনুষ্ঠান অভিনন্দন

১৩

হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ / ‘শঙ্কিত’ সংখ্যালঘুরা ভোটদানে নিরুৎসাহিত হতে পারেন

১৪

প্যারাডাইস ল্যান্ড ডেভেলপমেন্ট অ্যান্ড হাউজিং লিমিটেডের আবাসন প্রকল্প ‘আশুলিয়া আরবান সিটি’র শুভ উদ্বোধন

১৫

সড়কে ঝরল বিএনপি নেতার প্রাণ

১৬

অতীত ভুলে শরীয়তপুরকে আধুনিক জেলা গড়ার অঙ্গীকার নুরুদ্দিন অপুর

১৭

মেন্টরশিপ, তৃণমূল সংযোগ ও পারিবারিক বাধা : চ্যালেঞ্জের মুখে নারীর রাজনীতি

১৮

শিশির মনিরের প্রচার গাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ

১৯

দলের ক্ষুদ্র স্বার্থে উত্তেজনা সৃষ্টি করা উচিত নয় : রবিউল

২০
X