অন্তর্বর্তী সরকারের সংবিধান সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক ড. আলী রীয়াজ বলেন, বিশ্ববিদ্যালয়ের বড় সৌন্দর্য হচ্ছে ভিন্নমতকে শ্রদ্ধা করা। ভিন্নমত ধারণ, ভিন্নমতকে শ্রদ্ধা, ভিন্নমতের অধিকারকে রক্ষা করা জীবনের বড় অর্জন। মানুষের প্রথম কাজ সহমর্মিতাবোধ তৈরি করা। ভিন্নমত সত্ত্বেও এক টেবিলের দুদিকে যেন আমরা বসতে পারি।
তিনি বলেন, আমরা লাইব্রেরিতে বা বইমেলায় গেলে দেখতে পাই বইগুলো সব তো এক কথা বলছে না, একই বিষয়ে ভিন্নমত আছে পদ্ধতিগত ভিন্নতা আছে সেটা সম্ভব কখন? যখন আপনি মুক্ত চিন্তা করতে পারবেন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষা হচ্ছে মুক্ত চিন্তার শিক্ষা। ভিন্নমত সহ্য করতে পারলে মুক্তভাবে চিন্তা করা যায়।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সকাল ১০টায় পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষের প্রথম বর্ষের শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
আলী রীয়াজ বলেন, এরকম আরেকটি নবীন বরণের অনুষ্ঠান হয়তো অন্য কোথাও হচ্ছে, সেখানে আসন হয়তো খালি আছে কারণ ওই আসনে যার বসবার কথা ছিল সে হয়তো প্রাণ দিয়েছেন। এখন বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন কার্যক্রম হচ্ছে, সনদ দেওয়া হচ্ছে, বিভিন্ন কার্যক্রমের পেছনে যাদের অবদান যারা শহীদ হয়েছেন এবং আহত হয়েছেন তাদের প্রতি আমার শ্রদ্ধা জানাই।
তিনি আরও বলেন, আজকে এ অনুষ্ঠানে যারা উপস্থিত আছেন শিক্ষার্থী হিসেবে যারা নতুন করে শিক্ষাজীবনের ধাপ শুরু করছেন তাদের কাছে আমার অনুরোধ, বিশ্ববিদ্যালয়ের চার দেয়ালের মধ্যে আমাদের আবদ্ধ থাকা যাবে না। বিশ্ববিদ্যালয় শিক্ষক আপনাকে কেবল সূত্র ধরিয়ে দিবে। আপনি শিখবেন আপনার চারপাশের মানুষ থেকে আপনার যে বন্ধুটি আপনার সঙ্গে আছে তার থেকে শিক্ষা নিন। তার ভুল ত্রুটি সাফল্য অর্জন সবকিছু থেকে শিক্ষা নিতে হবে।
সংবিধান সংস্কার কমিশনের প্রধান বলেন, সমাজ থেকে আমাদের শিক্ষা নিতে হবে। যিনি বিশ্ববিদ্যালয় আসেননি বিশ্ববিদ্যালয়ে পড়বার সুযোগ পাননি এমনকি মহাবিদ্যালয়ে যাননি তার কাছে ও শিখবার অনেক কিছু আছে। সমাজ আপনাকে শিক্ষা দেয় প্রতি মুহূর্তে আমাদের সেই শিক্ষা গ্রহণ করতে হবে।
অনুষ্ঠানে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. এস এস আব্দুল আওয়ালের সভাপতিত্বে আরও বক্তব্য দেন মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ারুল আজিম আখন্দ, ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এস এ আব্দুর রাজ্জাক। শুভেচ্ছা বক্তব্য দেন পাবিপ্রবির উপ-উপাচার্য মো. নজরুল ইসলাম।
অধ্যাপক ড. মীর হূমায়ন কবির ও সায়মুন্নাহার রিতুর সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন পাবিপ্রবির কোষাধ্যক্ষ অধ্যাপক ড. শামীম আহসান, বিভিন্ন অনুষদের ডিন, প্রক্টর, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক, হল প্রভোস্ট ও নবাগত শিক্ষার্থীরা।
মন্তব্য করুন