জয়নাল আবেদীন, ববি
প্রকাশ : ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:১৬ পিএম
অনলাইন সংস্করণ

স্নাতকে ২.৯৮ সিজিপিএ নিয়ে সহকারী জজ হলেন ববির সুব্রত

সহকারী জজে মনোনীত সুব্রত পোদ্দার। ছবি : সংগৃহীত
সহকারী জজে মনোনীত সুব্রত পোদ্দার। ছবি : সংগৃহীত

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) আইন বিভাগের শিক্ষার্থী সুব্রত পোদ্দার। স্নাতক সম্মান শেষ করেছেন ২০২২ সালে। স্নাতকে ২.৯৮ অর্থাৎ দ্বিতীয় শ্রেণিতে উত্তীর্ণ হয়েও ১৭তম বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসে (বিজেএস) চূড়ান্ত পরীক্ষায় সহকারী জজ মনোনীত হয়েছেন তিনি।

সুব্রত পোদ্দারের গ্রামের বাড়ি গোপালগঞ্জের শুকতাইল ইউনিয়নের পাইকেরডাঙ্গা গ্রামে। বাবা শিবেন পোদ্দার ও মা সুমিত্রা পোদ্দারের দুই সন্তানের মধ্যে সুব্রত পোদ্দার জ্যেষ্ঠ। তিনি আইন বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন।

সুব্রত পোদ্দার বিজ্ঞান বিভাগের ছাত্র ছিলেন। স্থানীয় স্কুল-কলেজে লেখাপড়া তার। এসএসসিতে জিপিএ ৪.৫৬ ও এইচএসসিতে ৪.৫০ পেয়েছিলেন। পিতামাতার স্বপ্ন ছিল অনার্সে বিজ্ঞান বিভাগে পড়াতে। কিন্তু সে স্বপ্ন ভিন্ন রূপ নিল ছেলে আইন বিভাগে ভর্তির সুযোগ পেয়ে। ডি ইউনিটে ২৯তম মেধাক্রম পেয়ে বরিশাল বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগের ভর্তি হন সুব্রত পোদ্দার। বিজ্ঞানের ছাত্র হওয়ায় প্রথমে মানবিকে পড়ার বিষয়ে অনীহা প্রকাশ পেলেও পরে আইন বিভাগকে আপন করে নিয়ে স্বপ্ন বুনতে শুরু করেন তিনি। ফেলে আসা তার সব গল্প কালবেলার কাছে বলেছেন তিনি।

সহকারী জজে মনোনীত সুব্রত পোদ্দার কালবেলাকে বলেন, আমি বিজ্ঞান বিভাগের ছাত্র হওয়ায় শুরু থেকে মানবিকের বিষয়ে আগ্রহ কম ছিল। পরে আইনের বিষয়টি আপন করে নিয়েছিলাম। অনার্স শেষের দিকে ভালো লাগা কাজ করে। এর একটা কারণও আছে। আমি যখন চতুর্থ বর্ষে ছিলাম তখন অতিরিক্ত জেলা জজ আমাদের ক্লাস নিতে আসতেন। সেখানে দেখি পুলিশ প্রোটোকলে তিনি গাড়িতে চড়ে আসেন। তখন থেকেই ভাবনা শুরু যে, এটাই তো জীবন। আমাকে ভাবায় যে, এটা তো বিশাল ব্যাপার! আমাকেও একদিন এমন হতে হবে। তখন থেকেই আইনকে আমি আপন করে নিয়েছিলাম। তারপর থেকেই আইনের বিষয় অনুভব করেছি, মজা নিয়ে পড়েছি। আর স্বপ্ন দেখা তখন থেকেই শুরু করে দিলাম। ক্লাস নিতে আসা স্যারও ছিলেন খুবই ভালো মানুষ ও দিকনির্দেশনামূলক কথাবার্তাও বলতেন তিনি।

কম সিজিপিএ নিয়ে তিনি বলেন, আমার সিজিপিএ কম ছিল। আমাদের বিশ্ববিদ্যালয় থেকে যে ১২ জন সহকারী জজ হয়েছেন, তার মধ্যে সবচেয়ে কম সিজি আমার। কম সিজি আত্মবিশ্বাস ডাউন করে ফেলে। অথচ আমি বারবার চেষ্টা করেছি। অবশেষে তিন বছর কষ্টের ফল হিসেবে সহকারী জজ চূড়ান্ত পরীক্ষায় ৯৫তম হয়ে মনোনীত হই। এছাড়া জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরিচিত এক বড় ভাইও কম সিজি নিয়ে সফলতা অর্জন করেছিল। তার থেকে অনুপ্রেরণা পেয়েছি। মা-বাবা ও আমার সহধর্মিণীর থেকেও অনুপ্রেরণা পেয়েছি। শিক্ষক, আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধবদেরও এই জার্নিতে সহযোগিতা ছিল। আমার চেষ্টা ও সবকিছুতেই সৃষ্টিকর্তা আমার প্রতি সহায় ছিলেন বলেই স্বপ্ন পূরণ করতে পেরেছি।

শিক্ষার্থীদের উদ্দেশে সুব্রত পোদ্দার বলেন, সিজিপিএ কম বা বেশি থাকুক সেটা ব্যাপার না। সবকিছুতে আত্মবিশ্বাস রাখতে হবে, হতাশ হওয়া যাবে না। আমি ১০ ঘণ্টা নিয়মিত পড়তাম। নিয়মিত পড়ার কারণে আমার ভেতরে দৃঢ়তা চলে আসে যে, আমি কিছু করেই ছাড়ব। তিন বছর ধরে আমি লেগেছিলাম। অবশেষে সৃষ্টিকর্তা আমার ওপর সহায় হয়েছেন।

তিনি আরও বলেন, আমি শিক্ষার্থীদের বলবো- আত্মবিশ্বাস ও চেষ্টায় চূড়ান্ত সফলতার দ্বার প্রান্তে নিয়ে যাবে। সেজন্য দরকার- পড়াশোনা আর সেটির ওপর মনোযোগ দেওয়া।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুয়াশা ও শৈত্যপ্রবাহ নিয়ে যা জানালেন আবহাওয়াবিদ 

ঢাকা-২ আসনে জামায়াত প্রার্থীর মনোনয়ন বাতিল

ইয়েমেনের সংকট নিরসনে উদ্যোগ নিল সৌদি আরব

ঢাকা-১৭ আসনে তারেক রহমানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা

সবচেয়ে বেশি মনোনয়নপত্র বাতিল হলো যে দলের

ঢাকা-৬ আসনে ইশরাকের মনোনয়নপত্র বৈধ ঘোষণা

আনুষ্ঠানিকভাবে মুস্তাফিজকে বাদ দিল কলকাতা

ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের হামলা শুরু, জরুরি অবস্থা ঘোষণা

সাতক্ষীরায় বিএনপি প্রার্থীর মনোনয়ন স্থগিত

মুস্তাফিজকে বাদ দেওয়ার সিদ্ধান্ত, পাশে দাঁড়ালেন ভারতেরই তারকারা

১০

চাঁদপুরে থানা থেকে লুট হওয়া অস্ত্র-গুলিসহ মা-ছেলে গ্রেপ্তার

১১

জাতীয় নির্বাচন গণতান্ত্রিক উত্তরণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ : কবীর ভূইয়া

১২

ঢাকা-১০ আসনে বিএনপি প্রার্থী রবিউল আলম রবির মনোনয়ন বৈধ

১৩

ইয়েমেন ভেঙে নতুন রাষ্ট্র হতে যাচ্ছে ‘দক্ষিণ আরবিয়া’

১৪

শীতকালে শরীরের জন্য পানি কেন গুরুত্বপূর্ণ

১৫

মৃত্যুজনিত কারণে বেগম খালেদা জিয়ার মনোনয়নপত্রের কার্যক্রম সমাপ্ত

১৬

ঢাকা-৯ আসনে বিএনপি প্রার্থী হাবিবুর রশিদের মনোনয়ন বৈধ ঘোষণা

১৭

অবতরণের মুহূর্তে রানওয়ে থেকে ছিটকে পড়ল যাত্রীবাহী বিমান

১৮

‘৫ ভরি স্বর্ণের দাম ১ কোটি টাকা’

১৯

তারেক রহমানের একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার, প্রেস সচিব সালেহ শিবলী

২০
X