রাবি প্রতিনিধি
প্রকাশ : ০৮ মার্চ ২০২৫, ১০:০১ পিএম
অনলাইন সংস্করণ

ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে রাবিতে বিক্ষোভ

ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে মিছিলে নারী শিক্ষার্থীরা দলে দলে যোগ দেন। ছবি : কালবেলা
ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে মিছিলে নারী শিক্ষার্থীরা দলে দলে যোগ দেন। ছবি : কালবেলা

ধর্ষকের সর্বোচ্চ শাস্তি কার্যকর করে নারীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে বিক্ষোভ করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীরা।

শনিবার (৮ মার্চ) সন্ধ্যা ৭টার দিক থেকে বিশ্ববিদ্যালয়ের জোহা চত্বরে জড়ো হতে শুরু করেন শিক্ষার্থীরা। সাড়ে ৭টার দিকে সেখান থেকে তারা একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি ছাত্রীদের আবাসিক হলগুলোর সামনে পৌঁছালে নারী শিক্ষার্থীরা হল থেকে দলে দলে বের হয়ে আসেন এবং মিছিলে যোগদান করেন। পরে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয়ের জোহা চত্বরে এসে একটি সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হন।

এ সময় শিক্ষার্থীরা ‘তুমি কে আমি কে, আছিয়া আছিয়া, তুমি কে আমি কে, বাংলাদেশ বাংলাদেশ, আমার বোন ধর্ষিত কেন? জবাব চাই দিতে হবে, আমার সোনার বাংলায় ধর্ষকের ঠাঁই নাই, বিচার চাই বিচার চাই, ধর্ষকের বিচার চাই, ধর্ষকের দুই গালে, জুতা মারো তালে তালে, আমার বোন ধর্ষিত কেন? ইন্টেরিম জবাব চাই, ফাঁসি চাই ফাঁসি চাই, ধর্ষকের ফাঁসি চাই, আমার বোনের কান্না, আর না আর না’ প্রভৃতি স্লোগান দেন।

সমাবেশে বিশ্ববিদ্যালয়ের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক মেহেদী সজীব বলেন, এ দেশকে অস্থিতিশীল করার জন্য উদ্দেশ্যপ্রণোদিতভাবে দেশের বিভিন্ন জায়গায় আমাদের মা-বোনদের ওপর নির্যাতন চালানো হচ্ছে। নতুন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে আমরা বারবার বলতে চাই আপনারা যদি আমার বোনদের ও জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে না পারেন, তাহলে এ দেশের শাসনভার চালানোর অধিকার আপনারা হারিয়ে ফেলেছেন।

তিনি আরও বলেন, আপনারা যদি শাসনভারে থাকতে চান তাহলে অতি শিগগিরই আমার বোনদের ধর্ষকদের মৃত্যুদণ্ড কার্যকর করে বাংলাদেশ থেকে ধর্ষককে বিতাড়িত করার পদক্ষেপ গ্রহণ করুন।

হিসাববিজ্ঞান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী সাদিয়া আফরিন বলেন, আইন উপদেষ্টাকে বলতে চাই, আপনি যদি ধর্ষকদের উপযুক্ত বিচার করতে না পারেন তাহলে ধর্ষককে জনগণের হাতে তুলে দেন। আমার মেয়েরা আমাদের বোনেরা ধর্ষকের শাস্তি নিশ্চিত করবে। ধর্ষক শুধু দৈহিকভাবে একজন মেয়েকে শেষ করে না মানসিকভাবেও ধ্বংস করে দেয়। একটা ধর্ষিতা নারীর প্রত্যেকটা দিন কতটা দুর্বিষহ একমাত্র সেই বলতে পারবে। অন্তর্বর্তী সরকারকে বলব আপনারা যদি ধর্ষকের শাস্তি নিশ্চিত করতে না পারেন তাহলে পদত্যাগ করুন। ক্ষমতা জনগণের হাতে ছেড়ে দিন জনগণ ধর্ষকের শাস্তি নিশ্চিত করবে।

সমাবেশে সঞ্চালনা করেন বৈষম্যবিরোধী আন্দোলনের সাবেক সমন্বয়ক সালাউদ্দিন আম্মার। এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও ইনস্টিটিউটের প্রায় চার শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির আরও ৬ নেতাকে বহিষ্কার

রাজধানীতে আজ কোথায় কী

গ্যাস ভেবে এড়িয়ে যাচ্ছেন? হতে পারে ক্যানসারের মতো বড় সমস্যা

বুধবার রাজধানীর যেসব এলাকার মার্কেট বন্ধ

২৮ জানুয়ারি : আজকের নামাজের সময়সূচি

এসিআই মোটরসে চাকরির সুযোগ

সাতক্ষীরায় ৬ যুবদল নেতা বহিষ্কার

সুন্দরবন ও মোংলা বন্দর উন্নয়নে ধানের শীষে ভোট চাইলেন লায়ন ফরিদ

‘প্রমাণ ছাড়া যেকোনো ঘটনায় তারেক রহমানকে জড়ানো ফ্যাসিবাদী সংস্কৃতির প্রতিফলন’

মূল জনগোষ্ঠীর মধ্যে নীরবে ছড়িয়ে পড়ছে এইচআইভি

১০

উত্তরায় সরকারি হাসপাতাল নির্মাণের প্রতিশ্রুতি তারেক রহমানের

১১

ইসলামনগরে আগুন, জাবির দুই শিক্ষার্থীসহ দগ্ধ ৪

১২

নাসীরুদ্দীনের অভিযোগের প্রতিক্রিয়া জানালেন মির্জা আব্বাস

১৩

মুস্তাফিজ ইস্যুতে ভারতের সিদ্ধান্তকে ‘শক্তির অপব্যবহার’ বলে আখ্যা ভারতীয় সাংবাদিকের

১৪

পৌনে ২ লাখ লোকের ইতিবাচক পরিবর্তন আনল ব্র্যাক ব্যাংক 

১৫

ডিমের আঁশটে গন্ধ দূর করার সহজ উপায়

১৬

কৃত্রিম বুদ্ধিমত্তার অপব্যবহারে উদ্বিগ্ন নির্বাচন কমিশন

১৭

বাংলাদেশের ওপর যুক্তরাষ্ট্রের শুল্ক কমানো নিয়ে বড় সুখবর দিলেন লুৎফে সিদ্দিকী

১৮

শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান নিয়োগে পরিবর্তন এনে পরিপত্র জারি

১৯

সংশোধিত তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ ২০২৫ দ্রুত পাসের দাবি আহছানিয়া মিশনের

২০
X