রাবি প্রতিনিধি
প্রকাশ : ১০ মার্চ ২০২৫, ১১:১৪ পিএম
অনলাইন সংস্করণ

সাংবাদিক, অধ্যাপকসহ ৯ জনকে লিগ্যাল নোটিশ পাঠালেন সাবেক কেন্দ্রীয় সমন্বয়ক

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক কেন্দ্রীয় সমন্বয়ক গোলাম কিবরিয়া মো. মেশকাত চৌধুরী। ছবি : কালবেলা
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক কেন্দ্রীয় সমন্বয়ক গোলাম কিবরিয়া মো. মেশকাত চৌধুরী। ছবি : কালবেলা

মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ প্রকাশের অভিযোগে বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকসহ ৯ জনের বিরুদ্ধে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক কেন্দ্রীয় সমন্বয়ক গোলাম কিবরিয়া মো. মেশকাত চৌধুরী।

বৃহস্পতিবার (০৬ মার্চ) ও সোমবার (১০ মার্চ) রাজশাহী জজ কোর্টের আইনজীবী মো. নাজবুল ইসলামের মাধ্যমে এসব নোটিশ পাঠান তিনি। সোমবার (১০ মার্চ) রাতে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান মেশকাত চৌধুরী।

নোটিশপ্রাপ্ত ব্যক্তিরা হলেন ডিবিসি নিউজের প্রধান সম্পাদক ও নির্বাহী প্রধান লোটন একরাম এবং রাজশাহী ব্যুরো প্রধান সৌরভ হাবিব, মাছরাঙা টেলিভিশনের দায়িত্বপ্রাপ্ত প্রধান সম্পাদক ও নির্বাহী এবং রাজশাহীর স্টাফ রিপোর্টার গোলাম রাব্বানী, মোহনা টেলিভিশনের রাজশাহী ব্যুরো প্রধান মেহেদী হাসান শ্যামল, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক কাজী জাহিদ, রাজশাহী কলেজের সাবেক শিক্ষার্থী আব্দুর রহিম, প্রিয়জন টিভির সম্পাদক ও প্রকাশক ডা. নাজিব ওয়াদুদ এবং প্রতিষ্ঠানটির ডিজিটাল প্রতিবেদক।

এ বিষয়ে গোলাম কিবরিয়া মো. মেশকাত চৌধুরী বলেন, গত ২৫ ফেব্রুয়ারি ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনার পর সংবাদ সম্মেলনের মাধ্যমে আমি ও বারিন্দ মেডিকেল কলেজের শিক্ষার্থীরা নিজেদের অবস্থান স্পষ্ট করেছি। তবুও দেশের কয়েকটি প্রথম সারির গণমাধ্যমের সাংবাদিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিভ্রান্তিকর প্রতিবেদন প্রকাশ করেছেন। এ ছাড়া কয়েকজন ব্যক্তিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিভ্রান্তিকর পোস্ট করেছেন। যা আমার সামাজিক সুনাম ক্ষুণ্ণ করেছে এবং মানহানি করেছে। ফলে আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে ওইসব ব্যক্তিদের বিরুদ্ধে আইনি নোটিশ পাঠানো হয়েছে।

তিনি বলেন, নোটিশের জবাব দেওয়ার জন্য ১৫ দিনের সময় বেঁধে দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে সন্তোষজনক জবাব না পেলে পরবর্তী আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে।

উল্লেখ্য, গত ২৫ ফেব্রুয়ারি দুপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক কেন্দ্রীয় সমন্বয়ক গোলাম কিবরিয়া মো. মেশকাত চৌধুরীসহ বৈছাআর চারজন নেতা রাজশাহী বারিন্দ মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে অবরুদ্ধ হয়ে পড়েন।

পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের উদ্ধার করে। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে খবর ছড়িয়ে পড়ে, তারা প্রতিষ্ঠানটিতে চাঁদাবাজি করতে গিয়েছিলেন। মেশকাত ও ওই প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা আলাদা সংবাদ সম্মেলন করে নিজেদের অবস্থান তুলে ধরেন। উভয়পক্ষই জানান সেখানে চাঁদাবাজির কোনো ঘটনা ঘটেনি। এ ঘটনায় ভিত্তিহীন ও মিথ্যা সংবাদ প্রচার করায় লিগ্যাল নোটিশ পাঠালেন সাবেক এ সমন্বয়ক।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধানের শীষের বিজয় মানে গণতন্ত্রের বিজয় : অপর্ণা রায়

কিপারের হেডে রিয়ালের পতন

জামায়াত আমিরের সঙ্গে ফিলিস্তিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ

যুব সমাজের জন্য কর্মসংস্থান সৃষ্টি করা বিএনপির অঙ্গীকার : রবিউল

বিক্ষোভে উত্তাল ঢাবি ক্যাম্পাস

বিশ্বকাপের আগে নিষিদ্ধ যুক্তরাষ্ট্রের ক্রিকেটার 

দেশের স্বার্থ রক্ষায় একমাত্র দল হলো বিএনপি : মির্জা আব্বাস

রাতে বিচারকের বাসায় ককটেল হামলা 

ফরিদপুরে স্বতন্ত্র প্রার্থীর কর্মীর ওপর হামলার অভিযোগ

ইসলামের নামে ধোঁকা দেওয়া সহ্য করবে না মানুষ : ১২ দলীয় জোট 

১০

ভোটে সহিংসতার দায় আ.লীগের কেন, ব্যাখ্যা দিলেন পররাষ্ট্র উপদেষ্টা

১১

বিএনপির আরও ১১ নেতাকে বহিষ্কার

১২

চবির নতুন ডিনকে আ.লীগপন্থি দাবি করে জাতীয়তাবাদী ফোরামের ক্ষোভ

১৩

ভারতের কূটনীতিকদের পরিবার সরানোর কোনো কারণ খুঁজে পাই না : পররাষ্ট্র উপদেষ্টা

১৪

বৃহস্পতিবার যেসব এলাকায় ১২ ঘণ্টা গ্যাস থাকবে না

১৫

ভিসানীতিতে পরিবর্তন, যুক্তরাষ্ট্রে ভারতীয়দের জন্য বড় ধাক্কা

১৬

বিএনপির ৪ নেতার পদত্যাগ

১৭

কবে পদত্যাগ করবেন, জানালেন ডাকসুনেতা সর্বমিত্র চাকমা

১৮

সংঘর্ষে জামায়াত নেতা রেজাউল করিম নিহত

১৯

আর কোনো স্বৈরাচার না চাইলে গণভোটে ‘হ্যাঁ’ দিতে হবে : আসিফ মাহমুদ

২০
X