শুক্রবার, ৩০ জানুয়ারি ২০২৬, ১৭ মাঘ ১৪৩৩
শাবিপ্রবি প্রতিনিধি
প্রকাশ : ১১ মার্চ ২০২৫, ১০:২২ পিএম
অনলাইন সংস্করণ

সমন্বয়ক পরিচয়ে আন্দোলনকে বিতর্কিত করা বায়েজিদকে পুলিশে দিল শাবি শিক্ষার্থীরা

শাবিপ্রবিতে ছাত্রলীগ নেতা নূর মোহাম্মদ বায়েজিদকে পুলিশে সোপর্দ করেছে বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা। ছবি : কালবেলা
শাবিপ্রবিতে ছাত্রলীগ নেতা নূর মোহাম্মদ বায়েজিদকে পুলিশে সোপর্দ করেছে বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা। ছবি : কালবেলা

নিজেকে সমন্বয়ক দাবি করে চব্বিশের জুলাইয়ের আন্দোলনকে সরকার বিরোধী আন্দোলন বলে বিতর্কিত করা শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতা নূর মোহাম্মদ বায়েজিদকে পুলিশে সোপর্দ করেছে বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা। বায়েজিদ (২৫) গণিত বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

মঙ্গলবার (১১ মার্চ) বিকেলে বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ার সামনে থেকে তাকে ধরে জালালাবাদ থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন শাবি শাখার সদস্য সচিব মো হাফিজুল ইসলাম বলেন, ‘বায়েজিদ ছাত্রলীগের সক্রিয় কর্মী। সে শুরুতে কোটা সংস্কার আন্দোলনে থাকলেও পরে নিজেকে সমন্বয়ক পরিচয় দিয়ে আন্দোলনকে সরকার বিরোধী আন্দোলন বলে বিতর্কিত করার চেষ্টা করে। সে দুটি মামলার আসামি, তবুও কীভাবে গ্রেপ্তার না হয়ে বিশ্ববিদ্যালয়ে প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। তাই আমরা তাকে পুলিশে সোপর্দ করেছি। পুলিশ আইনানুগ ব্যবস্থা নেবে’।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মো মোখলেসুর রহমান বলেন, ‘অভিযুক্ত বায়েজিদের নামে মামলা আছে তাই তাকে পুলিশে সোপর্দ করা হয়েছে। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যেন কোনো ধরনের মব সৃষ্টি না হয় সেজন্য এ ব্যবস্থা নেওয়া হয়েছে’।

জালালাবাদ থানার সহকারী পরিদর্শক আহসান বলেন, ‘আমরা অভিযোগের ভিত্তিতে এসেছি, অভিযুক্ত নুর মোহাম্মদ বায়েজিদকে আমাদের হাতে হস্তান্তর করা হয়েছে। শুনেছি তার নামে একাধিক মামলা রয়েছে। দেশের প্রচলিত আইনে অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে’।

উল্লেখ্য, এর আগে গত বছরের ১৫ জুলাই বেসরকারি একটি টিভি চ্যানেলে নুর মোহাম্মদ বায়েজিদ দাবি করেন, তিনি বৈষম্যবিরোধী কোটা সংস্কার আন্দোলনে শাবির সমন্বয়ক। পাশাপাশি চলমান কোটা আন্দোলনে তিনি সক্রিয় সদস্য ছিলেন। তবে যতক্ষণ পর্যন্ত এ আন্দোলন কোটার সংস্কারের আন্দোলনের পক্ষে ছিল, ততক্ষণ পর্যন্ত তিনি আন্দোলনে ছিলেন।

তবে কোটা সংস্কার আন্দোলন ভিন্ন দিকে প্রবাহিত হয়ে সরকার পতনের আন্দোলনে রূপ নিতে পারে এমন সম্ভাবনায় তিনি এ থেকে সরে এসেছেন তিনি এমন মন্তব্য করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুমিল্লায় বিএনপির প্রার্থীকে সমর্থন দিয়ে সরে দাঁড়ালেন ‘বিদ্রোহী’ প্রার্থী

রোহিতের রেকর্ড ভেঙে স্টার্লিংয়ের ইতিহাস

শনিবার শুরু হচ্ছে চতুর্দশ যাকাত ফেয়ার / ‘বৈষম্যহীন, দারিদ্র্যমুক্ত সমাজ বিনির্মাণে যাকাত গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে’

জনস্বাস্থ্য সুরক্ষায় তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশকে আগামী সংসদের প্রথম অধিবেশনে পাশের আহ্বান

কারাবন্দি যুদ্ধাপরাধীর মৃত্যু

ভারত-পাকিস্তান ম্যাচ ঘিরে সর্বোচ্চ নিরাপত্তা, কমান্ডো নামাচ্ছে শ্রীলঙ্কা

দেশ কোন দিকে পরিচালিত হবে এ নির্বাচন আমাদের দিকনিদের্শনা দেবে : তারেক রহমান

নির্বাচনী প্রচারণায় সহিংসতা বন্ধ করতেই হবে

চাকরিচ্যুত সেই মুয়াজ্জিনের পাশে তারেক রহমান

আ.লীগ থাকলে জামায়াত থাকবে, জামায়াত থাকলে আ.লীগ থাকবে : মাহফুজ আলম

১০

জনসভায় বক্তব্য দেওয়ার সময় অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি বিএনপি প্রার্থী

১১

বগুড়ার জনসভা মঞ্চে তারেক রহমান

১২

বিটিভিতে শুরু হচ্ছে বিনোদনমূলক ম্যাগাজিন অনুষ্ঠান অভিনন্দন

১৩

হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ / ‘শঙ্কিত’ সংখ্যালঘুরা ভোটদানে নিরুৎসাহিত হতে পারেন

১৪

প্যারাডাইস ল্যান্ড ডেভেলপমেন্ট অ্যান্ড হাউজিং লিমিটেডের আবাসন প্রকল্প ‘আশুলিয়া আরবান সিটি’র শুভ উদ্বোধন

১৫

সড়কে ঝরল বিএনপি নেতার প্রাণ

১৬

অতীত ভুলে শরীয়তপুরকে আধুনিক জেলা গড়ার অঙ্গীকার নুরুদ্দিন অপুর

১৭

মেন্টরশিপ, তৃণমূল সংযোগ ও পারিবারিক বাধা : চ্যালেঞ্জের মুখে নারীর রাজনীতি

১৮

শিশির মনিরের প্রচার গাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ

১৯

দলের ক্ষুদ্র স্বার্থে উত্তেজনা সৃষ্টি করা উচিত নয় : রবিউল

২০
X