শাবিপ্রবি প্রতিনিধি
প্রকাশ : ১১ মার্চ ২০২৫, ১০:২২ পিএম
অনলাইন সংস্করণ

সমন্বয়ক পরিচয়ে আন্দোলনকে বিতর্কিত করা বায়েজিদকে পুলিশে দিল শাবি শিক্ষার্থীরা

শাবিপ্রবিতে ছাত্রলীগ নেতা নূর মোহাম্মদ বায়েজিদকে পুলিশে সোপর্দ করেছে বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা। ছবি : কালবেলা
শাবিপ্রবিতে ছাত্রলীগ নেতা নূর মোহাম্মদ বায়েজিদকে পুলিশে সোপর্দ করেছে বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা। ছবি : কালবেলা

নিজেকে সমন্বয়ক দাবি করে চব্বিশের জুলাইয়ের আন্দোলনকে সরকার বিরোধী আন্দোলন বলে বিতর্কিত করা শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতা নূর মোহাম্মদ বায়েজিদকে পুলিশে সোপর্দ করেছে বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা। বায়েজিদ (২৫) গণিত বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

মঙ্গলবার (১১ মার্চ) বিকেলে বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ার সামনে থেকে তাকে ধরে জালালাবাদ থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন শাবি শাখার সদস্য সচিব মো হাফিজুল ইসলাম বলেন, ‘বায়েজিদ ছাত্রলীগের সক্রিয় কর্মী। সে শুরুতে কোটা সংস্কার আন্দোলনে থাকলেও পরে নিজেকে সমন্বয়ক পরিচয় দিয়ে আন্দোলনকে সরকার বিরোধী আন্দোলন বলে বিতর্কিত করার চেষ্টা করে। সে দুটি মামলার আসামি, তবুও কীভাবে গ্রেপ্তার না হয়ে বিশ্ববিদ্যালয়ে প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। তাই আমরা তাকে পুলিশে সোপর্দ করেছি। পুলিশ আইনানুগ ব্যবস্থা নেবে’।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মো মোখলেসুর রহমান বলেন, ‘অভিযুক্ত বায়েজিদের নামে মামলা আছে তাই তাকে পুলিশে সোপর্দ করা হয়েছে। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যেন কোনো ধরনের মব সৃষ্টি না হয় সেজন্য এ ব্যবস্থা নেওয়া হয়েছে’।

জালালাবাদ থানার সহকারী পরিদর্শক আহসান বলেন, ‘আমরা অভিযোগের ভিত্তিতে এসেছি, অভিযুক্ত নুর মোহাম্মদ বায়েজিদকে আমাদের হাতে হস্তান্তর করা হয়েছে। শুনেছি তার নামে একাধিক মামলা রয়েছে। দেশের প্রচলিত আইনে অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে’।

উল্লেখ্য, এর আগে গত বছরের ১৫ জুলাই বেসরকারি একটি টিভি চ্যানেলে নুর মোহাম্মদ বায়েজিদ দাবি করেন, তিনি বৈষম্যবিরোধী কোটা সংস্কার আন্দোলনে শাবির সমন্বয়ক। পাশাপাশি চলমান কোটা আন্দোলনে তিনি সক্রিয় সদস্য ছিলেন। তবে যতক্ষণ পর্যন্ত এ আন্দোলন কোটার সংস্কারের আন্দোলনের পক্ষে ছিল, ততক্ষণ পর্যন্ত তিনি আন্দোলনে ছিলেন।

তবে কোটা সংস্কার আন্দোলন ভিন্ন দিকে প্রবাহিত হয়ে সরকার পতনের আন্দোলনে রূপ নিতে পারে এমন সম্ভাবনায় তিনি এ থেকে সরে এসেছেন তিনি এমন মন্তব্য করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চমকে দিলেন তাহসানপত্নী রোজা

নদী অববাহিকায় ঘন কুয়াশা, নৌযান চলাচলে সতর্কবার্তা

মনোনয়ন বাতিল ও গ্রহণের বিরুদ্ধে ইসিতে আপিল শুরু

মুস্তাফিজকে না পেয়ে ‘গড়পড়তা’ মানের ক্রিকেটারে নজর কলকাতার

শীতে কাঁপছে দেশ, শৈত্যপ্রবাহ বইছে যেসব জেলায় 

বাবাকে তুলে নেওয়ার ঘটনায় মাদুরোপুত্রের হুংকার

হাদির আজাদির লড়াই আজ থেকে শুরু : নাসীরুদ্দীন

অল্পের জন্য প্রাণে বাঁচলেন ট্রলারের ২০ যাত্রী

শামা ওবায়েদের হাতে ফুল দিয়ে বিএনপিতে যোগদান আ.লীগ নেতার

এই ফেব্রুয়ারিতে প্রতিটি দিন চারবার, জানুন কারণ

১০

শীতের সকালে নারীকে খুঁটিতে বেঁধে পানি ঢেলে নির্যাতন

১১

কলকাতার ‘আক্ষেপ’ বাড়াল মুস্তাফিজ!

১২

আজ বায়ুদূষণে শীর্ষে কাবুল, ঢাকার অবস্থান কত

১৩

আজ থেকে নতুন দামে স্বর্ণ বিক্রি শুরু

১৪

ঘন কুয়াশায় ৭ ঘণ্টা বন্ধ ছিল ফেরি, চরম ভোগান্তি

১৫

লেবাননে ড্রোন হামলা চালাল ইসরায়েল

১৬

আ.লীগ নেতা তাজুল ইসলাম গ্রেপ্তার

১৭

সুন্দরবনে রিসোর্ট মালিকসহ অপহৃত ৩ জনকে উদ্ধার

১৮

ডিসেম্বরে ইরাকে ৩৫টির বেশি ভূমিকম্প

১৯

দীর্ঘ ১৯ বছর পর বগুড়া যাচ্ছেন তারেক রহমান ‎

২০
X