রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) জাতীয়তাবাদী ছাত্রদলের অনুষ্ঠানে অংশ নিয়েছেন ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীরা। মঙ্গলবার (১১ মার্চ) বিকেলে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার মুক্তমঞ্চে কোরআন তিলওয়াত প্রতিযোগিতার আয়োজন করে শাখা ছাত্রদল।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আমানুল্লাহ আমান। অনুষ্ঠান চলাকালে সেখানে উপস্থিত হন ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম ও শাখা শিবিরের সভাপতি-সম্পাদক।
অনুষ্ঠানে উপস্থিত হয়ে শিবির সভাপতি বলেন, ‘বাংলাদেশ একটি ছোট দেশ। কিন্তু অপার সম্ভাবনা রয়েছে। আমরা অনেক সময় নষ্ট করেছি। সবসময়ই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দূরদর্শী, আধিপত্যবাদের বিরুদ্ধে অবস্থান এবং ইনক্লুসিভ বাংলাদেশ গঠনের দিকে ছিলেন। ’৭১ পরবর্তী সময়ে পার্বত্য চট্টগ্রামে অনেক সমস্যা ছিল। কিন্তু জিয়াউর রহমানের দূরদর্শিতার কারণে পার্বত্য চট্টগ্রামে বাংলাদেশ তার অবস্থান শক্তভাবে রাখতে সক্ষম হয়েছে। ’৭১-এর পরে পার্শ্ববর্তী দেশের পরিকল্পনার মাধ্যমে ইসলামকে মুছে দেওয়ার একটি গভীরতম নীল নকশা করা হয়েছিল। সেটিও মিশিয়ে দিয়েছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান’।
জাহিদুল ইসলাম বলেন, ‘বেগম খালেদা জিয়ার যে আপসহীন চরিত্র সেটি এখনো পর্যন্ত ওনাকে বাংলাদেশের মানুষের ভালোবাসায় সিক্ত রেখেছে। আমরা চাই আগামী দিনে ছাত্রশিবির, ছাত্রদলসহ যারাই ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে ভূমিকা রেখেছেন, তারা ঐক্যবদ্ধভাবে বাংলাদেশকে এগিয়ে নিবেন। রাজনীতির মাঠে একেকজনের আদর্শ, চিন্তা, বক্তব্য আলাদা থাকবে এটাই রাজনৈতিক সৌন্দর্য। কিন্তু দিনশেষে দেশটা আমার, আপনাদের ও আমাদের সবার। আমরা সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে সবার বাংলাদেশ গড়ে তুলব’।
এ ছাড়াও কর্মসূচিতে আগামী দিনে ছাত্রশিবির, ছাত্রদলসহ যারা ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে ভূমিকা রেখেছেন, তাদের ঐক্যবদ্ধভাবে বাংলাদেশকে এগিয়ে নেওয়ার আহ্বান জানান শিবিরের কেন্দ্রীয় সভাপতি।
অনুষ্ঠানে ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আমানুল্লাহ আমান বলেন, ‘শিবির ছাত্রদলের অনুষ্ঠানে এসেছে এ জন্য তাদেরকে স্বাগত জানাই। কিন্তু শিবিরের প্রতি প্রশ্ন রাখতে চাই যখন আওয়ামী লীগ বাংলাদেশের সংবিধানে আল্লাহর ওপর আস্থা উঠিয়ে দিয়েছিলো তখন আপনারা কী করেছিলেন? যখন বিভিন্ন আলেম কোরআনের অপব্যখ্যা করে তখন আপনারা ভোটের জন্য তাদের বিরুদ্ধে কোনো কথা বলেন না। তবে ইসলামী ছাত্র সংগঠন হিসেবে এসব বিষয়ে আপনাদের কথা বলা উচিত’।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শাখা ছাত্রদলের আহ্বায়ক সুলতান আহমদ রাহী। এ সময় ২৫ জন অংশগ্রহণকারীর মধ্যে তিনজনকে পুরষ্কার প্রদান করা হয়। অনুষ্ঠানে ছাত্রদলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন