ঢাবি প্রতিনিধি
প্রকাশ : ১২ এপ্রিল ২০২৫, ১২:১৬ এএম
অনলাইন সংস্করণ

৩ বার নোটিশেও হল ছাড়েননি গণঅভ্যুত্থান‌ বিরোধী ঢাবি শিক্ষক, শিক্ষার্থীদের বিক্ষোভ 

অধ্যাপক ড. মনিরুজ্জামান। ছবি : সংগৃহীত
অধ্যাপক ড. মনিরুজ্জামান। ছবি : সংগৃহীত

জুলাই-আগস্টে শিক্ষার্থীদের আন্দোলনের বিপক্ষে অবস্থান নেওয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষক তিনবার নোটিশেও হল না ছাড়ায় বিক্ষোভ মিছিল করেছেন বিশ্ববিদ্যালয়ের মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের সাধারণ শিক্ষার্থীরা। গণঅভ্যুত্থানে বিতর্কিত ভূমিকা নেওয়া ওই শিক্ষকের অতি দ্রুত হল থেকে অপসারণ দাবি করেন তারা।

শুক্রবার (১১ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল বের করেন। অভিযুক্ত ওই শিক্ষকের নাম অধ্যাপক ড. মনিরুজ্জামান। তিনি জিয়া হলের আবাসিক শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।

জানা যায়, জুলাই-আগস্ট আন্দোলনে শিক্ষার্থীদের বিভিন্নভাবে ভয়ভীতি দেখানোসহ আন্দোলনের বিপক্ষে অবস্থান নেন অধ্যাপক মনিরুজ্জামান। সেই সময় তিনি জিয়া হলের আবাসিক শিক্ষক ছিলেন। কিন্তু পাঁচ আগস্টের পরে তাকে বিতর্কিত অবস্থান নেওয়ার কারণে হল ছাড়ার নির্দেশ দেয় জিয়া হল প্রশাসন। একে একে তিনবার নোটিশেও হল ছাড়েননি তিনি। তার এমন অসহযোগিতামূলক আচরণে ক্ষুব্ধ হয়ে ওঠেন হলের সাধারণ শিক্ষার্থীরা। এরই প্রতিক্রিয়ায় শুক্রবার রাতে বিক্ষোভ মিছিল বের করেন তারা।

এ সময় আন্দোলনরত শিক্ষার্থীরা একদিনের মধ্যে তাকে হল ছাড়ার আল্টিমেটাম দেন। এ লক্ষ্যে হল প্রশাসনকে একটি স্মারকলিপিও দেন তারা।

হলের আবাসিক শিক্ষার্থী শাহেদ ইমন বলেন, মনিরুজ্জামান ১৭ জুলাইয়ে যে হামলা হয়েছিল সেটাতে জিয়া হল থেকে ছাত্রলীগের সঙ্গে সরাসরি নেতৃত্ব দিয়েছিলেন। তিনি নীল দলের নেতৃত্বে ছিলেন। নীল দলের শিক্ষক সমিতি এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে তিনি নিয়মিত বলতেন, ছাত্ররা রাজাকারের বাচ্চা। এরপর তাকে আট মাস নানা অজুহাতে ছাড় দেওয়া হয়। এমনকি তার মেয়ের পরীক্ষা থাকায় আমরা তাকে এখনো ছাড় দিয়ে চলেছি। কিন্তু সে এখনো হলে অবস্থান করছে, ঘোরাফেরা করছে। ১৭ আগস্ট আমাদেরকে মসজিদে ঢুকে যে শিক্ষক গালমন্দ করেছে, শিক্ষক এভাবে ঘুরে ফিরে বের হবে এটা আমাদের জন্য ব্যাপক কষ্টকর।

এ বিষয়ে হল প্রভোস্ট অধ্যাপক ড. মো. নাজমুল হোসাইন কালবেলাকে বলেন, ওই শিক্ষককে হল ছাড়ার জন্য হল প্রশাসনের পক্ষ থেকে তিনবার চিঠি দেওয়া হয়েছে। নভেম্বর থেকে শিক্ষার্থীরা নিয়মিত যোগাযোগ করেছে তবুও তিনি অনড়। অন্যান্য দুজন শিক্ষক তারা বলার আগেই বাসা ছেড়ে দিয়েছেন।

তিনি বলেন, আমার সঙ্গে দুজন সহকারী প্রক্টর ঘটনাস্থলে আসেন। শিক্ষার্থীরা আমাদের স্মারকলিপি দিয়েছেন। আগামীকাল আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে লিখিত আকারে অবহিত করব। তারা ব্যবস্থা নেবেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চীন সফরে নাহিদের সঙ্গে যাচ্ছেন যারা

ব্যালট বাক্সের হিসাব চেয়ে মাঠ কর্মকর্তাদের ইসির নির্দেশ

এক দশক পর কারামুক্ত ব্লগার ফারাবী

১০ মাসেও মেলেনি মোস্তাফিজ হত্যার রহস্য, থামছে না মায়ের কান্না

নিজের যেসব বদঅভ্যাসে লিভারের ক্ষতি করছেন না জেনেই

জুলাই সনদ নিয়ে মতামত জমা দিয়েছে এনসিপি

‘দুর্ভিক্ষ’ শুরু হয়েছে গাজায়, হামলার প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল

তারেক রহমানের নেতৃত্বে নতুন দেশ গড়ার চ্যালেঞ্জ নিয়েছি : এ্যানি

৯ আর্থিক প্রতিষ্ঠান বন্ধের সিদ্ধান্ত, সরকারের ব্যয় হবে কত

যে কারণে বদলে ফেলা হলো ভারত-বাংলাদেশের বিশ্বকাপ ম্যাচের ভেন্যু

১০

স্বাধীনতা-সার্বভৌমত্বের বিষয়ে কোনো আপোষ করব না : লুৎফুজ্জামান বাবর

১১

প্রিন্স রূপে শাকিব খান

১২

‘আইনসিদ্ধ হোক বা না হোক, বিয়ে তো করেছিলাম’

১৩

ফ্যাসিবাদ আমলের মামলায় জুলাইযোদ্ধা তরিকুল কারাগারে : ছাত্র-জনতার ক্ষুব্ধ প্রতিক্রিয়া 

১৪

পিনাকীকে বললেন রাশেদ : আপনি ইসলামিক মূল্যবোধ প্রচার করেন কিন্তু কেন ইসলাম গ্রহণ করেননি

১৫

হাসিনার বক্তব্য প্রচার নিয়ে অন্তর্বর্তী সরকারের কড়া বার্তা

১৬

ট্রাকচালকদের ভিসা বন্ধ যুক্তরাষ্ট্রে, কারণ কী?

১৭

গুদামে মজুত ছিল সরকারি বরাদ্দের ৩৫ বস্তা চাল

১৮

রক্তচাপ সম্পর্কে যা জানা জরুরি

১৯

লুটপাট-চাঁদাবাজি বন্ধে পিআর পদ্ধতির বিকল্প নেই : মুজিবুর রহমান

২০
X