চবি প্রতিনিধি
প্রকাশ : ২২ এপ্রিল ২০২৫, ০৫:২৭ পিএম
অনলাইন সংস্করণ

খোঁজ মেলেনি চবির ৫ শিক্ষার্থীর, সড়ক অবরোধ

পাঁচ শিক্ষার্থীর নিঃশর্ত মুক্তি ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়ক অবরোধ করেছে চবির শিক্ষার্থীরা। ছবি : কালবেলা
পাঁচ শিক্ষার্থীর নিঃশর্ত মুক্তি ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়ক অবরোধ করেছে চবির শিক্ষার্থীরা। ছবি : কালবেলা

খাগড়াছড়ির গিরিফুল এলাকা থেকে অপহৃত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) পাঁচ শিক্ষার্থীর নিঃশর্ত মুক্তি ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়ক অবরোধ করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

মঙ্গলবার (২২ এপ্রিল) দুপুর ১টার দিকে চবির এক নম্বর ফটক এলাকায় (চট্টগ্রাম-খাগড়াছড়ি) অবরোধ করেন তারা। এর আগে, দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে মানববন্ধন করে এক নম্বর ফটক পর্যন্ত পদযাত্রা করে শিক্ষার্থীরা। এ সময় প্রায় এক ঘণ্টা ধরে সকল প্রকার যান চলাচল বন্ধ ছিল।

অপহৃতরা হলেন, চারুকলা ইনস্টিটিউটের শিক্ষার্থী মৈত্রীময় চাকমা ও অলড্রিন ত্রিপুরা, নাট্যকলা বিভাগের দিব্যি চাকমা, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের রিশন চাকমা ও প্রাণিবিদ্যা বিভাগের লংঙি ম্রো। তারা সবাই ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

আন্দোলনে অংশ নেওয়া বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষার্থী শাফকাত বলেন, আজ সাতদিন হয়ে গেলেও অপহৃত ৫ শিক্ষার্থীর এখনও কোনো খোঁজ পাওয়া যায়নি। বিপ্লবোত্তর বাংলাদেশের পাহাড় কিংবা সমতলে কোথাও এ ধরনের ঘটনা মেনে নেওয়া হবে না। অপহৃতদের মুক্তির বিষয়ে সরকারকে আরো কঠোর অবস্থানে যেতে হবে। আমরা দ্রুত অক্ষত অবস্থায় তাদের মুক্তি চাই।

ইসলামিক স্টাডিজ বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আশিকুর রহমান বলেন, এতদিনেও চবির পাঁচ শিক্ষার্থীর এখনো মুক্তি মেলেনি। যৌথবাহিনী তাদের কোনো সন্ধান শনাক্ত করতে পারেনি। এটি সরকারের ব্যর্থতা। আমরা অতি শিগগির আমাদের ভাইবোনদের মুক্তি চাই। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে তাদের মুক্তি না দিলে পার্বত্য চট্টগ্রামকে (রাঙামাটি-খাগড়াছড়ি-বান্দরবান) পুরো দেশের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করে দেব।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. তানভীর মোহাম্মদ হায়দার আরিফ বলেন, যারা অপহৃত হয়েছে তারা আমাদের সন্তান। এ নিয়ে শিক্ষার্থীরা যেরকম সচেতন তেমনি আমরাও। তবে সড়ক অবরোধ করে জনসাধারণের দুর্ভোগ বাড়িয়ে কোনো লাভ হবে না। তাদের নিরাপত্তার কথা আমাদের মাথায় আছে। বিশ্ববিদ্যালয় থেকে যতটুকু সহযোগিতা প্রয়োজন আমরা করেছি৷ আমরা আশা করছি দ্রুত তাদের খোঁজ পাব৷

উল্লেখ্য, বুধবার (১৬ এপ্রিল) সকাল সাড়ে ৬টার দিকে খাগড়াছড়ি সদরের গিরিফুল এলাকা থেকে চবির পাঁচ শিক্ষার্থীকে অপহরণ করা হয়। অপহরণের এক সপ্তাহ পার হলেও এখনো তাদের কোনো খোঁজ পাওয়া যায়নি। অপহরণকারীরা পার্বত্য চট্টগ্রামের আঞ্চলিক সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফন্টের (ইউপিডিএফ) নেতাকর্মী বলে জানা গেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানগামী কার্গো জাহাজে মার্কিন সেনাদের অভিযান

আব্রামের স্বপ্ন পূরণে মেসির সঙ্গে শাহরুখের সেলফি

গোপনে সন্ত্রাসী ছোট সাজ্জাদ ও তার স্ত্রী তামান্নার জামিন

ঘুম কম হলে কি শুক্রাণুর মান কমে যায়? যা বলছে গবেষণা

রিজভীকে প্রকাশ্যে ক্ষমা চাইতে বললেন ভিপি সাদিক কায়েম

শনাক্ত ব্যক্তি ও সাদিক কায়েম এক টেবিলে চা খাচ্ছেন, এর বিচার কে করবে : রিজভী 

ওসমান হা‌দির চিকিৎসায় মে‌ডিকেল বোর্ড, সর্বশেষ যা জানা গেল

রুবি গজনবী পুরস্কার-২০২৪ পেল ‘মোনঘর’

হাদির হামলাকারীকে ধরিয়ে দিতে পারলে ৫০ লাখ টাকা পুরস্কার 

এই বয়সে এগুলা কেন করেন বুঝি না, রুনা-জয়াকে নিয়ে যা বললেন চুমকি

১০

ফেনীতে জলাতঙ্কের টিকার সংকট, ভোগান্তিতে রোগীরা

১১

মেসিকে কলকাতায় আনার মূল উদ্যোক্তা শতদ্রু আটক

১২

হাদির ওপর বর্বরোচিত হামলা গণতন্ত্রের ওপর আঘাত : মির্জা আব্বাস 

১৩

শাহীন শিক্ষা পরিবারের শিক্ষার্থীদের ‘স্মৃতিমিলন-২০২৫’ অনুষ্ঠিত

১৪

মিয়ানমারে হাসপাতালে হামলা, দায় স্বীকার সেনাবাহিনীর

১৫

আইপিএল : নিলামের আগেই হুট করে বাদ ৯ ক্রিকেটার

১৬

এবার উপজেলা নির্বাচন অফিসে আগুন দেওয়ার চেষ্টা

১৭

দৌলতদিয়া ৭ নম্বর ফেরিঘাট বন্ধ

১৮

বাসায় ঢুকে মাথায় হাতুড়ির আঘাতে নারীকে হত্যা

১৯

শহীদ বুদ্ধিজীবী ও বিজয় দিবস উপলক্ষে জামায়াতের কর্মসূচি ঘোষণা

২০
X