শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫, ৪ আশ্বিন ১৪৩২
নীলফামারী প্রতিনিধি
প্রকাশ : ২৩ এপ্রিল ২০২৫, ১০:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

ক্যাম্পাসগুলোতে ফ্যাসিবাদমুক্ত পরিবেশ বিরাজ করছে : শিবির সভাপতি

নীলফামারী সরকারি কলেজে এক অনুষ্ঠানে বক্তব্য দেন ছাত্রশিবির কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম। ছবি : কালবেলা
নীলফামারী সরকারি কলেজে এক অনুষ্ঠানে বক্তব্য দেন ছাত্রশিবির কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম। ছবি : কালবেলা

ক্যাম্পাসগুলোতে ফ্যাসিবাদমুক্ত পরিবেশ বিরাজ করছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম।

বুধবার (২৩ এপ্রিল) বেলা ১১টায় নীলফামারী সরকারি কলেজ ছাত্রশিবিরের উদ্যোগে কলেজ হলরুমে আয়োজিত ‘সেরা হওয়ার জন্য এক নিরলস অভিযান’ নামক এক অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

এসময় জাহিদুল ইসলাম বলেন, জুলাই আগস্ট যে বিপ্লব বাংলাদেশে হয়েছে, নিঃসন্দেহে এটি সবার অংশগ্রহণের মধ্য দিয়ে নতুন বাংলাদেশ বিনির্মাণের দ্বার উন্মোচন করেছে। বিগত সময়ে যেই ফ্যাসিবাদ আমাদের ওপর চেপে বসেছিল, এখন সেই ফ্যাসিবাদমুক্ত একটা পরিবেশ বিরাজ করছে ক্যাম্পাসগুলোতে। সাধারণ শিক্ষার্থী থেকে শুরু করে সবাই এখন মুক্ত পরিবেশে তাদের শিক্ষা কার্যক্রম পরিচালনা করছে। আমরা চাই, সমাজের প্রতিটি রন্ধ্রে রন্ধ্রে থেকে যে ফ্যাসিবাদ প্রতিষ্ঠিত হয়েছিল তা বিদূরিত হবে এবং বাংলাদেশ সত্যিকার অর্থে সবার বাংলাদেশ হবে।

শিবির ছাত্র সংসদ নির্বাচনের প্রস্তুতি গ্রহণ করছে মন্তব্য করে তিনি বলেন, আপনারা লক্ষ্য করেছেন নির্বাচনের জন্য ডাকসু এবং রাকসুতে একটা রোডম্যাপ দিয়েছেন তারা। আমরা প্রত্যাশা করব, বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে কলেজ, মেডিকেল কলেজ সব জায়গায় ধারাবাহিকভাবে ছাত্র সংসদ নির্বাচনগুলো হবে। ছাত্র শিবির ছাত্রসংসদ নির্বাচন নিয়ে প্রস্তুতি গ্রহণ করছে। আশা করছি সাধারণ নির্বাচনের মাধ্যমে ক্যাম্পাসগুলোতে বাংলাদেশে ভালো একটা দ্বার উন্মোচিত হবে।

তিনি বলেন, ছাত্রশিবির সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে সৎ, দক্ষ এবং দেশপ্রেমিক নাগরিক তৈরির জন্য কাজ করছে। ছাত্রশিবিরের যত কার্যক্রম আমরা মূলত সততা, দক্ষতা এবং দেশপ্রেমিক নাগরিক তৈরির উদ্দেশে আমাদের সব অনুষ্ঠানের আয়োজনগুলোকে ডিজাইন করে থাকি। আমরা এমনই একটি সুন্দর সমৃদ্ধ বাংলাদেশ গড়তে চাই।

‘দেশে কোনো ভেদাভেদ থাকবে না’ মন্তব্য করে শিবির সভাপতি বলেন, আমরা ছাত্রশিবির শুরু থেকেই বলে আসছি, বাংলাদেশটা হবে সবার বাংলাদেশ। সবাই তার নাগরিক সুবিধাটুকু পাবে এবং নাগরিক হিসেবে সবাইকে ট্রিট করা হবে। এখানে ধর্ম, বর্ণ, জাতি, গোষ্ঠী এগুলো নিয়ে কোনো ভেদাভেদ থাকবে না। সবার আদর্শ আলাদা থাকবে। কিন্তু আদর্শের নামে কেউ যেন তার অপর আদর্শ চাপিয়ে দেওয়ার মানসিকতা, ফ্যাসিবাদের মানসিকতা না রাখে। এটা থেকে সবাইকে বেরিয়ে আসতে হবে।

অনুষ্ঠানে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির নীলফামারী সরকারি কলেজ শাখার সভাপতি মো. হাসান আলীর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে ছাত্রশিবির কেন্দ্রীয় কমিটির দাওয়াহ সম্পাদক মেজবাহুল করিম, নীলফামারী শহর শাখার সভাপতি শফিকুল ইসলাম, জেলা শাখার সাবেক সভাপতি আহমাদ রায়হান বক্তৃতা করেন। এসময় কেন্দ্রীয় সভাপতি অনুষ্ঠানে অংশগ্রহণ করা শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিসিএস পরীক্ষার্থীদের জন্য জবির বিশেষ পরিবহন সেবা

ম্যাচ চলাকালীন হৃদরোগে লঙ্কান ক্রিকেটারের বাবার মৃত্যু

বিদেশি ঋণে রেকর্ড, ১১২ বিলিয়ন ডলার ছাড়াল

‘শিক্ষার্থীদের অধিকার আদায়ে আমাদের সংগ্রাম চলবে’

দুই দফা দাবি / আন্দোলনস্থান ত্যাগে চাপ প্রয়োগের অভিযোগ মুক্তিযোদ্ধা পরিবারের

বুয়েট শিক্ষার্থী সনি হত্যা মামলার আসামি টগর গ্রেপ্তার

শ্রীলঙ্কার জয়ে ভর করে সুপার ফোরে বাংলাদেশ

গাজায় ইসরায়েলের চার সেনা নিহত

রাজধানীর ইন্দিরা রোড থেকে এক আ.লীগ নেতা গ্রেপ্তার

ইন্দোনেশিয়ায় আন্তঃধর্মীয় সম্মেলন / অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠন ও সম্প্রীতিময় আন্তঃধর্মীয় সংলাপে গুরুত্ব

১০

পেনশন নিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য বড় সুখবর

১১

অস্ত্র মামলায় যুবকের ১০ বছরের কারাদণ্ড

১২

চাকসুতে ১০ পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা

১৩

চট্টগ্রামকে ক্লিন সিটি করতে নতুন ল্যান্ডফিল্ড কেনার উদ্যোগ চসিকের

১৪

রাত নামলেই লুট হচ্ছে কীর্তনখোলা নদীর বেড়িবাঁধের ব্লক

১৫

পূজা উদযাপন পরিষদ নেতা গিরীধারী লালের পরলোকগমন

১৬

‘বাংলাদেশ-চীন হাতে হাত রেখে এগিয়ে যাবে’

১৭

পাল্টে গেল সমীকরণ, এখন যেভাবে সুপার ফোরে যেতে পারে বাংলাদেশ

১৮

নির্বাচনী দায়িত্বে অবহেলা ও অপরাধের সাজা বাড়ছে

১৯

ল্যাবএইড ক্যানসার হাসপাতালের অনন্য অর্জন

২০
X