কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৭ মে ২০২৫, ০৮:১৬ পিএম
অনলাইন সংস্করণ

গবেষণায় নর্থ সাউথের শিক্ষার্থীদের সহায়তা করবে বেক্সিমকো ফার্মা 

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস এবং নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা। ছবি : কালবেলা
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস এবং নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা। ছবি : কালবেলা

দেশের শীর্ষস্থানীয় ওষুধ প্রস্তুতকারক ও রপ্তানিকারক বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড এবং নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ফার্মাসিউটিক্যাল সায়েন্সেস বিভাগ উদ্ভাবনী গবেষণা ও কর্মজীবনে প্রবেশের সুযোগ তৈরির লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে।

সোমবার (৫ মে) এই চুক্তিটি স্বাক্ষরিত হয়। বেক্সিমকো ফার্মার চিফ অপারেটিং অফিসার রাব্বুর রেজা এবং নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক আব্দুল হান্নান চৌধুরী নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এই চুক্তিতে স্বাক্ষর করেন।

এই চুক্তির আওতায়, বেক্সিমকো ফার্মা নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের নির্বাচিত এমফার্ম শিক্ষার্থীদের আর্থিক সহায়তা প্রদান করবে। পাশাপাশি, শিক্ষার্থীদের নির্দিষ্ট বিষয়ে থিসিস সম্পন্ন করার জন্য বেক্সিমকো ফার্মার বিশ্বমানের গবেষণা ও উন্নয়ন (আর এন্ড ডি) ল্যাবরেটরির সুবিধা ব্যবহারের সুযোগ সৃষ্টি হবে। বেক্সিমকো ফার্মার এই সহযোগিতা দেশের তরুণ গবেষকদের বিকাশে সহায়ক হবে এবং ওষুধ শিল্পে গবেষণামূলক কার্যক্রমকে উৎসাহিত করবে বলে আশা করা যাচ্ছে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বেক্সিমকো ফার্মার চিফ অপারেটিং অফিসার রাব্বুর রেজা বলেন, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সাথে এই অংশীদারত্ব শিক্ষা ও শিল্প খাতের মধ্যে সহযোগিতা কার্যক্রমকে আরও বেগবান করবে। বিজ্ঞান ভিত্তিক গবেষণার মাধ্যমে ওষুধ শিল্পকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে এ ধরনের অংশীদারিত্ব অত্যন্ত কার্যকর ভূমিকা রাখবে।

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক আব্দুল হান্নান চৌধুরী এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, শিক্ষাক্ষেত্রে উৎকর্ষ অর্জনে শিল্প প্রতিষ্ঠানের সাথে গঠনমূলক অংশীদারত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ধরনের উদ্যোগ দেশের মেধাবী শিক্ষার্থীদের উদ্ভাবনী গবেষণা কার্যক্রমে সম্পৃক্ত হওয়ার সুযোগ তৈরি করবে।

উল্লেখ্য, বেক্সিমকো ফার্মা বাংলাদেশের অন্যতম বৃহৎ ওষুধ প্রস্তুতকারক এবং রপ্তানিকারক প্রতিষ্ঠান। ১৯৭৬ সালে প্রতিষ্ঠার পর থেকে কোম্পানিটি বিভিন্ন ধরনের জেনেরিক ওষুধ উৎপাদন করে বিশ্বজুড়ে মানুষের স্বাস্থ্যসেবায় গুরুত্বপূর্ণ অবদান রাখছে। অত্যাধুনিক উৎপাদন সুবিধা এবং আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণের মাধ্যমে বেক্সিমকো ফার্মা যুক্তরাষ্ট্র, ইউরোপ, অস্ট্রেলিয়া, কানাডা সহ ৫০টিরও বেশি দেশে তাদের পণ্য রপ্তানি করে। রপ্তানি বাণিজ্যে বিশেষ অবদানের জন্য প্রতিষ্ঠানটি সর্বোচ্চ নয়বার জাতীয় রপ্তানি ট্রফি (স্বর্ণ) অর্জন করেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজ ১১ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায় 

দুই শিক্ষার্থীসহ ৪ প্রাণ কাড়া দুই যানে ছিল না ফিটনেস

১৪ আগস্ট : টিভিতে আজকের খেলা

১৪ আগস্ট : আজকের নামাজের সময়সূচি

বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

ক্ষমতায় থাকাকালীন আ.লীগ দেশকে দুর্নীতির স্বর্গরাজ্যে বানিয়েছিল : নীরব

রংপুরে ক্ষতিগ্রস্ত হিন্দু পরিবারগুলোর পাশে ইসকন

স্বপ্ন পূরণের পথে দাবাড়ু মুনতাহা, পাশে দাঁড়ালেন আমিনুল হক

কেশবপুরে বিএনপির উঠান বৈঠক অনুষ্ঠিত

পাথর উদ্ধারে যৌথ বাহিনীর বিশেষ অভিযান

১০

নাটকীয় কামব্যাকের পর টাইব্রেকারে পিএসজির সুপার কাপ জয়

১১

জন্মাষ্টমী : সাংবাদিকদের সাথে পূজা পরিষদের মতবিনিময় বৃহস্পতিবার

১২

রাহুল গান্ধীকে হত্যার হুমকি

১৩

সাদা পাথর উদ্ধারে যৌথ বাহিনীর অভিযান শুরু

১৪

বড় ধরনের পরিবর্তন আসছে উয়েফা সুপার কাপে

১৫

স্বর্ণ পাচারে জড়িত সেই কেবিন ক্রু রুদাবা সাসপেন্ড

১৬

ইতালি উপকূলে অভিবাসীবাহী নৌকা ডুবে ২৬ জনের মৃত্যু

১৭

অফিসে হঠাৎ অসুস্থ বোধ করলে কী করবেন 

১৮

ব্যাটারিচালিত অটোরিকশা চালককে গুলির পর কুপিয়ে হত্যা

১৯

হাজার কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস 

২০
X