সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫, ১৪ পৌষ ১৪৩২
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৭ মে ২০২৫, ০৮:১৬ পিএম
অনলাইন সংস্করণ

গবেষণায় নর্থ সাউথের শিক্ষার্থীদের সহায়তা করবে বেক্সিমকো ফার্মা 

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস এবং নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা। ছবি : কালবেলা
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস এবং নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা। ছবি : কালবেলা

দেশের শীর্ষস্থানীয় ওষুধ প্রস্তুতকারক ও রপ্তানিকারক বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড এবং নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ফার্মাসিউটিক্যাল সায়েন্সেস বিভাগ উদ্ভাবনী গবেষণা ও কর্মজীবনে প্রবেশের সুযোগ তৈরির লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে।

সোমবার (৫ মে) এই চুক্তিটি স্বাক্ষরিত হয়। বেক্সিমকো ফার্মার চিফ অপারেটিং অফিসার রাব্বুর রেজা এবং নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক আব্দুল হান্নান চৌধুরী নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এই চুক্তিতে স্বাক্ষর করেন।

এই চুক্তির আওতায়, বেক্সিমকো ফার্মা নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের নির্বাচিত এমফার্ম শিক্ষার্থীদের আর্থিক সহায়তা প্রদান করবে। পাশাপাশি, শিক্ষার্থীদের নির্দিষ্ট বিষয়ে থিসিস সম্পন্ন করার জন্য বেক্সিমকো ফার্মার বিশ্বমানের গবেষণা ও উন্নয়ন (আর এন্ড ডি) ল্যাবরেটরির সুবিধা ব্যবহারের সুযোগ সৃষ্টি হবে। বেক্সিমকো ফার্মার এই সহযোগিতা দেশের তরুণ গবেষকদের বিকাশে সহায়ক হবে এবং ওষুধ শিল্পে গবেষণামূলক কার্যক্রমকে উৎসাহিত করবে বলে আশা করা যাচ্ছে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বেক্সিমকো ফার্মার চিফ অপারেটিং অফিসার রাব্বুর রেজা বলেন, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সাথে এই অংশীদারত্ব শিক্ষা ও শিল্প খাতের মধ্যে সহযোগিতা কার্যক্রমকে আরও বেগবান করবে। বিজ্ঞান ভিত্তিক গবেষণার মাধ্যমে ওষুধ শিল্পকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে এ ধরনের অংশীদারিত্ব অত্যন্ত কার্যকর ভূমিকা রাখবে।

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক আব্দুল হান্নান চৌধুরী এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, শিক্ষাক্ষেত্রে উৎকর্ষ অর্জনে শিল্প প্রতিষ্ঠানের সাথে গঠনমূলক অংশীদারত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ধরনের উদ্যোগ দেশের মেধাবী শিক্ষার্থীদের উদ্ভাবনী গবেষণা কার্যক্রমে সম্পৃক্ত হওয়ার সুযোগ তৈরি করবে।

উল্লেখ্য, বেক্সিমকো ফার্মা বাংলাদেশের অন্যতম বৃহৎ ওষুধ প্রস্তুতকারক এবং রপ্তানিকারক প্রতিষ্ঠান। ১৯৭৬ সালে প্রতিষ্ঠার পর থেকে কোম্পানিটি বিভিন্ন ধরনের জেনেরিক ওষুধ উৎপাদন করে বিশ্বজুড়ে মানুষের স্বাস্থ্যসেবায় গুরুত্বপূর্ণ অবদান রাখছে। অত্যাধুনিক উৎপাদন সুবিধা এবং আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণের মাধ্যমে বেক্সিমকো ফার্মা যুক্তরাষ্ট্র, ইউরোপ, অস্ট্রেলিয়া, কানাডা সহ ৫০টিরও বেশি দেশে তাদের পণ্য রপ্তানি করে। রপ্তানি বাণিজ্যে বিশেষ অবদানের জন্য প্রতিষ্ঠানটি সর্বোচ্চ নয়বার জাতীয় রপ্তানি ট্রফি (স্বর্ণ) অর্জন করেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মায়ের খোঁজ নিতে এভারকেয়ারে তারেক রহমান

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা 

ডিসেম্বরের ২৭ দিনে রেমিট্যান্স এলো ৩৩ হাজার কোটি টাকা

‘নির্বাচন বানচালের চক্রান্তে লিপ্তরাই দেশকে ১৭ বছরের জঞ্জালে ঠেলে দিতে চায়’ 

জাতীয় পার্টির (জাফর) নতুন মহাসচিব নওয়াব আলী আব্বাস 

জনগণের সরকার প্রতিষ্ঠাই মূল লক্ষ্য : আমিনুল 

উত্তরাঞ্চলে আলুর রেকর্ড, উৎপাদন এখন কৃষকদের গলার কাঁটা

পদত্যাগকারীদের বিষয়ে নাহিদের বক্তব্য

দুই লঞ্চের সংঘর্ষে ৪ জন নিহতের ঘটনায় মামলা

বঞ্চিত হয়েও বিএনপির নামেই মনোনয়ন কিনলেন ৫ নেতা

১০

সাবেক এমপির বিএনপি থেকে পদত্যাগ

১১

ভোটকেন্দ্র মেরামত ও সিসি ক্যামেরা স্থাপনে ইসির নির্দেশ

১২

৩০০ ফিটে ক্ষতিগ্রস্ত স্থানে বৃক্ষরোপণ করল অ্যাব 

১৩

সাতক্ষীরায় পুলিশ ফাঁড়িতে হামলার ঘটনায় আরও একজন গ্রেপ্তার

১৪

ইনকিলাব মঞ্চের সড়ক অবরোধ, কক্সবাজার মহাসড়কে অচলাবস্থা

১৫

সাতক্ষীরার চারটি আসনে জামায়াতের প্রার্থীদের মনোনয়নপত্র জমা

১৬

বন্দরের অতিরিক্ত ভারী যানবাহনে বছরে ৫০০ কোটি টাকার ক্ষতি চসিকের

১৭

প্রকাশ্য দিবালোকে কলেজছাত্রকে কুপিয়ে হত্যা

১৮

আ. লীগ নেতা গ্রেপ্তার

১৯

মনোনয়ন জমা দিলেন মীর হেলাল

২০
X