সিলেট ব্যুরো
প্রকাশ : ১৪ আগস্ট ২০২৫, ০৪:২০ এএম
আপডেট : ১৪ আগস্ট ২০২৫, ১০:০৮ এএম
অনলাইন সংস্করণ

পাথর উদ্ধারে যৌথ বাহিনীর বিশেষ অভিযান

যৌথ বাহিনীর বিশেষ অভিযান। ছবি : কালবেলা
যৌথ বাহিনীর বিশেষ অভিযান। ছবি : কালবেলা

সিলেটে চুরি ও লুট হওয়া সাদা পাথর উদ্ধারে যৌথ বাহিনীর বিশেষ অভিযান শুরু হয়েছে। অভিযানে রাস্তায় আটকে দেওয়া হয়েছে পাথরবোঝাই ট্রাক।

বুধবার (১৩ আগস্ট) রাত ১২টার পর থেকে সিলেট ভোলাগঞ্জ সড়কের সিলেট ক্লাবের সম্মুখে যৌথ বাহিনী চেকপোস্ট বসিয়ে এই অভিযান পরিচালনা করছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সাদাপাথর এলাকা থেকে চুরি হওয়া পাথর উদ্ধারে জেলা প্রশাসনের অভিযান জোরদার হয়েছে। প্রায় ১২ হাজার ঘনফুট পাথর উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা পাথরগুলো পুনরায় নদীতে ফেলে দেওয়া হচ্ছে। এদিকে জেলা জানিয়েছে চুরি হওয়া পাথর ফেরত না আসা পর্যন্ত অভিযান চলমান থাকবে। চুরির সঙ্গে জড়িতদের শনাক্ত ও আইনগত ব্যবস্থা নেওয়া হব ।

সিলেট মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার সাইফুল ইসলাম বলেন, সাদাপাথর থেকে চুরি হওয়া পাথর উদ্ধারে আমরা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে অভিযান ও চেক পোস্ট করতেছি। অবৈধভাবে পাথর উত্তোলনে জড়িত, তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, সিলেট ক্লাবের সম্মুখে যৌথ বাহিনীর অভিযান চলমান আছে। অপরাধ বন্ধ করতে আমরা জিরো টলারেন্স আছি। প্রাকৃতিক সৌন্দর্য রক্ষাই আমাদের মূল লক্ষ্য।

এর আগে, কালবেলায় ‘রাতের আঁধারে শত শত ট্রাকে করে নিয়ে যাওয়া হচ্ছে সাদা পাথর' শিরোনামে মাল্টিমিডিয়া ও অনলাইন সংবাদ প্রকাশের পর সিলেটের সাদা পাথর পর্যটন স্পটে অভিযান চালায় দুদকের টিম। সাদা পাথর পাথরে ব্যাপক লুটপাটের ঘটনায় প্রভাবশালী ব্যবসায়ী, উচ্চপদস্থ ব্যক্তি ও স্থানীয়দের সম্পৃক্ততা থাকতে পারে বলে ধারণা করছে পরিদর্শনে আসা দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার( ১৩ আগস্ট) দুপুরে দুদকের কেন্দ্রীয় কার্যালয়ের নির্দেশে দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় সিলেটের উপপরিচালক রাফী মোহাম্মদ নাজমূস সাদাতের নেতৃত্বে ৫ সদস্যর একটি টিম সাদা পাথর এলাকা পরিদর্শন করেন।

পরিদর্শন শেষে সাংবাদিকদের অভিযানে আসা উপপরিচালক রাফী মোহাম্মদ নাজমূস সাদাত বলেন, যাদের যোগসাজশে নির্বিচারে পাথর লুট হয়েছে, তাদের চিহ্নিত করে তদন্ত রিপোর্ট কেন্দ্রীয় কার্যালয়ে পাঠানো হবে। এ ধরনের লুটপাটে স্থানীয় প্রশাসন ও খনিজ মন্ত্রণালয়ের ভূমিকা কী। এসব পর্যটন খাতের ক্ষতির সঙ্গে প্রশাসনের যোগসাজশ আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

দুদক সূত্র জানায়, কয়েক শত কোটি টাকার প্রকৃতিক সম্পদ লুটের ঘটনায় কেন্দ্রীয় কার্যালয়ের জড়িতদের শনাক্ত করতে ইতিমধ্যে তদন্ত কার্যক্রম শুরু হয়েছে। তদন্ত শেষ সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। সাদা পাথর লুটপাটের ঘটনা দীর্ঘদিন ধরে আলোচনায় রয়েছে।

স্থানীয় বাসিন্দা ও পর্যটকরা দীর্ঘদিন থেকে অভিযোগ করে আসছেন প্রভাবশালী মহল ও রাজনৈতিক ব্যক্তিদের আশ্রয়-প্রশ্রয়ে এই লুটপাট অব্যাহত রয়েছে, যা শুধু প্রকৃতিক সম্পদ নয়, পর্যটনশিল্পকেও হুমকির মুখে ফেলেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজ থেকে নতুন দামে স্বর্ণ বিক্রি শুরু, ভরি কত

হামজার চোট কতটা গুরুতর, যা জানা গেল

কিছু ছোট পরিবর্তনেই বদলে যাবে আপনার পুরো লুক

রাজধানীতে আজ কোথায় কী

২৮ বছর পর বিশ্বকাপের দ্বারপ্রান্তে নরওয়ে

২৯ দিনের ব্যবধানে চট্টগ্রামের নতুন ডিসি জাহিদুল 

মঙ্গল অভিযানে নাসার দুই মহাকাশযান

মানিকগঞ্জে স্কুলবাসে আগুন, ঘুমন্ত চালক দগ্ধ

কল ও টেক্সট করে হত্যার হুমকি, অভিযোগ হাদির

এমবাপ্পের জোড়া গোলে বিশ্বকাপের টিকিট পেল ফ্রান্স

১০

বায়ুদূষণে শীর্ষে দিল্লি, ঢাকার খবর কী

১১

তেঁতুলিয়ায় তীব্র হচ্ছে শীত, তাপমাত্রা নামল ১৪ ডিগ্রিতে

১২

ক্ষমা চাইল বিবিসি, মানহানির অভিযোগ প্রত্যাখ্যান

১৩

পুলিশ দেখে দৌড়, আটকের পর জানা গেল তিনি যুবলীগ নেতা

১৪

রোনালদোর লাল কার্ডে পর্তুগালের বিশ্বকাপ স্বপ্নে ধাক্কা

১৫

১৪ নভেম্বর : ইতিহাসের এই দিনে যা ঘটেছিল

১৬

এসএসসি পাসেই নেয়োগ দিচ্ছে ইউএস-বাংলা এয়ারলাইন্স

১৭

ঢাকায় বাড়ছে শীত, তাপমাত্রা নেমে ১৯ ডিগ্রিতে

১৮

নিয়োগ দিচ্ছে আড়ং, দ্রুত আবেদন করুন

১৯

শুক্রবার রাজধানীর যেসব এলাকার মার্কেট বন্ধ

২০
X