ইবি প্রতিনিধি
প্রকাশ : ১৩ মে ২০২৫, ০৯:৫৩ এএম
অনলাইন সংস্করণ

কফিশপ থেকে ধরে ছাত্রলীগ নেতাকে পুলিশে দিলেন শিক্ষার্থীরা

আটক ছাত্রলীগ নেতা সায়মুম খান। ছবি : সংগৃহীত
আটক ছাত্রলীগ নেতা সায়মুম খান। ছবি : সংগৃহীত

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) এক ছাত্রলীগ নেতাকে আটক করা হয়েছে। সোমবার (১২ মে) রাত সাড়ে ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান সংলগ্ন একটি কফিশফ থেকে তাকে আটক করেন শিক্ষার্থীরা। পরে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কর্মকর্তাদের সহায়তায় তাকে ইবি থানায় সোপর্দ করা হয়।

এ সময় থানায় আটক ছাত্রলীগ নেতার বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন এক শিক্ষার্থী। তিনি ওই ছাত্রলীগ নেতার হাতে গত বছরের জুন মাসে হলে ডেকে নিয়ে মারধর ও ছাদ থেকে ফেলে দেওয়ার হুমকির শিকার হয়েছেন বলে অভিযোগ রয়েছে।

থানায় অভিযোগকারী ওই শিক্ষার্থীর নাম খাইরুল ইসলাম সৌরভ। তিনি বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম এ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। আটক ছাত্রলীগ নেতার নাম সায়মুম খান। তিনি ইবি শাখা ছাত্রলীগের কৃষিশিক্ষা বিষয়ক সম্পাদক ছিলেন।

খাইরুল ইসলাম জানান, গত বছরের ৫ জুন তার সহপাঠী সিফাত সিদ্দিকীর মাধ্যমে শেখ রাসেল হলের (বর্তমান নাম শহীদ আনাস হল) ৪০৩ নম্বর কক্ষে তাকে ডেকে নেন সায়মুম হাসান। কক্ষে আসলে কথা বলার অজুহাতে তাকে হলের ছাদে নিয়ে যান সায়মুম। এ সময় সায়মুম খাইরুলকে ছাদ থেকে ফেলে দেওয়ার হুমকি দেন এবং তাকে বেপরোয়াভাবে মারধর করতে থাকেন।

পরে সিঁড়ি দিয়ে পালানোর সময় তাকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়। এ সময় তার হাতে আঘাত পেয়ে রক্তক্ষরণ হয়। পরে এই ঘটনার বিচার চেয়ে তৎকালীন প্রক্টর অধ্যাপক ড. শাহাদৎ হোসেন আজাদ বরাবর লিখিত অভিযোগ করেন ভুক্তভোগী খাইরুল। তবে ওই সময় এ ঘটনার কোনো বিচার পাননি বলে জানান তিনি।

জানা যায়, সন্ধ্যার পর বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক সংলগ্ন একটি কফিশপে বান্ধবীর সঙ্গে ছিলেন সায়মুম খান। পরে সেখানে তার অবস্থানের বিষয়টি জানতে পেরে শিক্ষার্থীরা সেখানে গিয়ে তাকে ধরে ফেলেন। পরে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কর্মকর্তা মিজানের সহায়তায় তাকে ইবি থানায় সোপর্দ করা হয়।

খাইরুল বলেন, আমাকে গত বছর ছাদে নিয়ে গিয়ে মারধর করা হয় এবং ছাদ থেকে ফেলে দেওয়ার হুমকি দেওয়া হয়। আমি ওই সময় প্রক্টরের নিকট অভিযোগ করেও কোনো কাজ হয়নি। তাই আমি এবার থানায় অভিযোগ দিয়েছি।

এ বিষয়ে ইবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, শিক্ষার্থীরা ওই ছেলেকে আমাদের হাতে সোপর্দ করে। আমরা জানতে পেরেছি সে (সায়মুম খান) নিষিদ্ধ ছাত্রসংগঠন ছাত্রলীগের পোস্টেড নেতা। ছাত্রলীগের কর্মকাণ্ডে জড়িত দেখিয়ে তাকে কোর্টে চালান করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইস্টার্ন ইউনিভার্সিটি ও ড্যাফোডিল রেসপন্স সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক সই

পাথর কোয়ারি বন্ধের প্রতিবাদে সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর

ইরানের ক্ষেপণাস্ত্র ভাণ্ডারের কোনো ক্ষতি করতে পারেনি ইসরায়েল’

বিইউবিটিতে বিগ ব্যাং তত্ত্ব নিয়ে সেমিনার

নতুন ভূমিকায় মিরাজ, ব্যাটিং অর্ডারেও আনছেন পরিবর্তন

জাতিসংঘের মানবাধিকার কার্যালয়ের অনুমোদন চক্রান্তের পদধ্বনি : খতমে নবুওয়ত

চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয় / সাবেক দুই মন্ত্রীর স্বজনসহ ৫ কর্মকর্তাকে অব্যাহতি

দুই দফা কমে আবার বাড়ল স্বর্ণের দাম

বাড়ি ছাড়লেন মুরাদনগরের সেই নারী

ডিভোর্স নিয়ে মুখ খুললেন সুস্মিতা রায়

১০

ঢাবিতে রিকশাচালকের মৃত্যু 

১১

বাংলাদেশকে কঠিন প্রতিপক্ষ বলে মানছেন আসালাঙ্কা

১২

জুনে এলো তৃতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

১৩

কলকাতার মতো শহর পৃথিবীতে আর নেই : জয়া আহসান

১৪

গণঅভ্যুত্থানের অর্জন নষ্ট করা যাবে না : গণতন্ত্র মঞ্চ

১৫

যে খাবারগুলো ইচ্ছেমতো খেলেও বাড়বে না ওজন

১৬

নিয়ন্ত্রণ হারিয়ে ৯০০ ফুট নিচে নেমেছিল এয়ার ইন্ডিয়ার সেই বিমান

১৭

সংস্কারের কথা সবার আগে আমরাই বলেছি : মির্জা ফখরুল

১৮

আইনজীবী আলিফ হত্যা মামলায় চিন্ময় দাসসহ আসামি ৩৮

১৯

৪৪তম বিসিএস পুলিশ ক্যাডারে দেশসেরা শরীফ খান

২০
X