ইবি প্রতিনিধি
প্রকাশ : ১৩ মে ২০২৫, ০৯:৫৩ এএম
অনলাইন সংস্করণ

কফিশপ থেকে ধরে ছাত্রলীগ নেতাকে পুলিশে দিলেন শিক্ষার্থীরা

আটক ছাত্রলীগ নেতা সায়মুম খান। ছবি : সংগৃহীত
আটক ছাত্রলীগ নেতা সায়মুম খান। ছবি : সংগৃহীত

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) এক ছাত্রলীগ নেতাকে আটক করা হয়েছে। সোমবার (১২ মে) রাত সাড়ে ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান সংলগ্ন একটি কফিশফ থেকে তাকে আটক করেন শিক্ষার্থীরা। পরে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কর্মকর্তাদের সহায়তায় তাকে ইবি থানায় সোপর্দ করা হয়।

এ সময় থানায় আটক ছাত্রলীগ নেতার বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন এক শিক্ষার্থী। তিনি ওই ছাত্রলীগ নেতার হাতে গত বছরের জুন মাসে হলে ডেকে নিয়ে মারধর ও ছাদ থেকে ফেলে দেওয়ার হুমকির শিকার হয়েছেন বলে অভিযোগ রয়েছে।

থানায় অভিযোগকারী ওই শিক্ষার্থীর নাম খাইরুল ইসলাম সৌরভ। তিনি বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম এ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। আটক ছাত্রলীগ নেতার নাম সায়মুম খান। তিনি ইবি শাখা ছাত্রলীগের কৃষিশিক্ষা বিষয়ক সম্পাদক ছিলেন।

খাইরুল ইসলাম জানান, গত বছরের ৫ জুন তার সহপাঠী সিফাত সিদ্দিকীর মাধ্যমে শেখ রাসেল হলের (বর্তমান নাম শহীদ আনাস হল) ৪০৩ নম্বর কক্ষে তাকে ডেকে নেন সায়মুম হাসান। কক্ষে আসলে কথা বলার অজুহাতে তাকে হলের ছাদে নিয়ে যান সায়মুম। এ সময় সায়মুম খাইরুলকে ছাদ থেকে ফেলে দেওয়ার হুমকি দেন এবং তাকে বেপরোয়াভাবে মারধর করতে থাকেন।

পরে সিঁড়ি দিয়ে পালানোর সময় তাকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়। এ সময় তার হাতে আঘাত পেয়ে রক্তক্ষরণ হয়। পরে এই ঘটনার বিচার চেয়ে তৎকালীন প্রক্টর অধ্যাপক ড. শাহাদৎ হোসেন আজাদ বরাবর লিখিত অভিযোগ করেন ভুক্তভোগী খাইরুল। তবে ওই সময় এ ঘটনার কোনো বিচার পাননি বলে জানান তিনি।

জানা যায়, সন্ধ্যার পর বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক সংলগ্ন একটি কফিশপে বান্ধবীর সঙ্গে ছিলেন সায়মুম খান। পরে সেখানে তার অবস্থানের বিষয়টি জানতে পেরে শিক্ষার্থীরা সেখানে গিয়ে তাকে ধরে ফেলেন। পরে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কর্মকর্তা মিজানের সহায়তায় তাকে ইবি থানায় সোপর্দ করা হয়।

খাইরুল বলেন, আমাকে গত বছর ছাদে নিয়ে গিয়ে মারধর করা হয় এবং ছাদ থেকে ফেলে দেওয়ার হুমকি দেওয়া হয়। আমি ওই সময় প্রক্টরের নিকট অভিযোগ করেও কোনো কাজ হয়নি। তাই আমি এবার থানায় অভিযোগ দিয়েছি।

এ বিষয়ে ইবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, শিক্ষার্থীরা ওই ছেলেকে আমাদের হাতে সোপর্দ করে। আমরা জানতে পেরেছি সে (সায়মুম খান) নিষিদ্ধ ছাত্রসংগঠন ছাত্রলীগের পোস্টেড নেতা। ছাত্রলীগের কর্মকাণ্ডে জড়িত দেখিয়ে তাকে কোর্টে চালান করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৫ দফা দাবিতে বারির শ্রমিকদের বিক্ষোভ 

গণভোট নিয়ে মাদরাসা শিক্ষকদের জন্য জরুরি নির্দেশনা

বিএনপির ১৮ নেতাকর্মী বহিষ্কার

ফোনের ইন্টারনেট স্লো, সহজ ৯ কৌশলে হুহু করে বাড়বে স্পিড

মধ্যপ্রাচ্যে বহুদিনব্যাপী বিমান মহড়ার ঘোষণা যুক্তরাষ্ট্রের

গণসংযোগকালে জামায়াতের নারী কর্মীর মাথায় কোপ

জামায়াতে ইসলামী নিয়ে যুবদল নেতার বিস্ফোরক অভিযোগ

তাসমিয়া কসমেটিকসের পরিবেশক সম্মেলন অনুষ্ঠিত

ডাকসুর ‘নাগরিক সেবা’ নিয়ে বিতর্ক, চাপ প্রয়োগ করে কক্ষ বরাদ্দের অভিযোগ 

ঋণ নিয়ে আত্মসাৎ / এস আলম-পি কে হালদারসহ ১৩ জনের বিচার শুরু

১০

মাদক কারবার নিয়ে সংঘর্ষ, অস্ত্র ও মাদকসহ নারী গ্রেপ্তার

১১

এবার চট্টগ্রামে গভীর নলকূপের গর্তে পড়ে গেল শিশু

১২

বাংলাদেশের নির্বাচন নিয়ে ভারত মতামত দেওয়ার অধিকার রাখে না : রিজওয়ানা

১৩

ক্রিকেট দলকে ‘না’ তবে শুটিং দলকে ভারতে যেতে অনুমতি দিল সরকার

১৪

জবিতে ‘আইকিউএসি সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকীকরণ কৌশল’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

১৫

জামায়াতের প্রার্থীকে শোকজ

১৬

নির্বাচনের সার্বিক খোঁজখবর রাখবে যুক্তরাষ্ট্র : ইসি সচিব

১৭

সেতু নির্মাণে অনিয়ম, অভিযানে গেল দুদক

১৮

ইসলামী আন্দোলনে যোগ দিলেন ৩ দলের ১৫ নেতাকর্মী

১৯

ফিক্সিং কেলেঙ্কারিতে শ্রীলঙ্কায় বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশের কারাদণ্ড

২০
X