কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৭ মে ২০২৫, ০৪:২৩ পিএম
অনলাইন সংস্করণ

আহ্ছানউল্লা বিশ্ববিদ্যালয়ের ১২তম সমাবর্তন অনুষ্ঠিত

আহ্ছানউল্লা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠিত। ছবি : সৌজন্য
আহ্ছানউল্লা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠিত। ছবি : সৌজন্য

আহ্ছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ১২তম সমাবর্তন বুধবার (১৪ মে) বাংলাদেশ-চীন মৈত্রী প্রদর্শনী কেন্দ্র-এ (পূর্বাচল, ঢাকা) অনুষ্ঠিত হয়। মহামান্য রাষ্ট্রপতির প্রতিনিধি হিসেবে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

সমাবর্তন বক্তা হিসেবে বক্তব্য রাখবেন আন্তর্জাতিক পানি ও পরিবেশ বিশেষজ্ঞ অধ্যাপক আইনুন নিশাত। বক্তব্য রাখেন আহ্ছানউল্লা বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ও ঢাকা আহ্ছানিয়া মিশনের প্রেসিডেন্ট প্রফেসর ড. গোলাম রহমান, স্বাগত বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. আশরাফুল হক। আরও বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মেদ মাহবুবুর রহমান, ট্রেজারার প্রফেসর ড. শারমিন রেজা চৌধুরী।

অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, আপনারা এমন একটি বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষা লাভ করেছেন, যার ভিত্তি আধুনিক বিজ্ঞান, প্রযুক্তি ও নৈতিকতাভিত্তিক শিক্ষা ব্যবস্থার ওপর প্রতিষ্ঠিত। আহ্ছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় দেশের অন্যতম শ্রেষ্ঠ বেসরকারি প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হিসেবে স্বীকৃত। এ প্রতিষ্ঠানটির লক্ষ্য কেবল উচ্চশিক্ষা প্রদান নয়, বরং একটি দায়িত্বশীল, চিন্তাশীল ও মানবিক প্রজন্ম গড়ে তোলা।

সমাবর্তন বক্তা অধ্যাপক আইনুন নিশাত বলেন, এই সমাবর্তন শুধু একটি সনদ গ্রহণের মুহূর্ত নয়, বরং এটি একটি দিকনির্দেশনা যা আপনাদের পরবর্তী জীবনের পথপ্রদর্শক হবে। জীবনের পরবর্তী পর্যায়ে, যখন আপনি নতুন দিক ও নতুন পৃথিবীতে পদার্পণ করবেন, তখন আপনার সামনে আরও বড় বড় চ্যালেঞ্জ আসবে। তবে মনে রাখবেন, যত বড় বাধাই আসুক না কেন, সেগুলো কাটিয়ে উঠতে আপনার যে শিক্ষা এবং অভিজ্ঞতা রয়েছে, তা আপনাকে কখনো হতাশ হতে দেবে না। আপনার মধ্যে রয়েছে সেই শক্তি, যেটি আপনাকে প্রতিটি পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে সঠিক সিদ্ধান্ত নিতে সহায়তা করবে।

বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ও ঢাকা আহ্ছানিয়া মিশনের প্রেসিডেন্ট প্রফেসর ড. গোলাম রহমান বলেন, স্নাতকগণ, আপনারা আজ যে ডিগ্রি লাভ করছেন, সেটি শুধু একটি সনদ নয়- এটি একটি দায়িত্ব। আপনারা এখন এমন একটি সমাজের অংশ, যেখানে আপনাদের জ্ঞান, মূল্যবোধ এবং নেতৃত্ব খুব প্রয়োজন। আমরা বিশ্বাস করি, আহ্ছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আপনাদের এমনভাবে তৈরি করেছে যাতে আপনারা শুধু নিজেদের জন্য নয়, বরং দেশের উন্নয়ন ও মানবতার কল্যাণে কাজ করতে পারে।

বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. আশরাফুল হক বলেন, আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শুধু দেশের গণ্ডিতেই সীমাবদ্ধ নয়। তারা আন্তর্জাতিক পর্যায়েও নিজেদের দক্ষতা, সৃজনশীলতা ও নেতৃত্বের পরিচয় দিয়েছেন। বিশ্বখ্যাত বিশ্ববিদ্যালয়, বৈশ্বিক প্রযুক্তি সংস্থা, আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠান ও উন্নয়ন সংস্থায় আমাদের প্রাক্তন শিক্ষার্থীরা সফলতার সঙ্গে কাজ করছেন। তারা আমাদের গর্বিত করেছে, আর আপনারাও পারবেন- এই বিশ্বাস আমি রাখি।

সমাবর্তনে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড ট্রাস্টিজের সদস্যরা, সিন্ডিকেটের সদস্যরা, একাডেমিক কাউন্সিলের সদস্যরা, বিভিন্ন অনুষদের ডিন, রেজিস্ট্রার (ইনচার্জ) প্রফেসর ড. মো. শাফিউল আলম, বিভাগীয় প্রধান, অফিস প্রধান, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ও আমন্ত্রিত বিভিন্ন অতিথিরা।

আহ্ছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দ্বাদশ সমাবর্তনে সম্মান শ্রেণির জন্য ৮,৪৭১ জন এবং মাস্টার্স শ্রেণির জন্য ১,০৬১ জন শিক্ষার্থীকে ডিগ্রি প্রদান করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তরুণদের হাতেই লেখা হবে আগামীর বাংলাদেশের ইতিহাস : মুন্না

পরিস্থিতি ঘোলাটে না করে নির্বাচনের তারিখ ঘোষণা করুন : তারেক রহমান

পুরান ঢাকা হারিয়ে ফেলছে নিজস্বতা : কাদের গনি

ভারত-পাকিস্তান যুদ্ধ নিয়ে গোপন তথ্য ফাঁস!

এক দিন পরই বাড়ল সোনার দাম

নিষিদ্ধকরণ দিয়ে শান্তি-শৃঙ্খলা প্রতিষ্ঠা সম্ভব নয় : হারুনুর রশীদ

‘বিচার ও সংস্কারের নামে অনন্তকাল ক্ষমতায় থাকার চেষ্টা সম্মানজনক হবে না’

এনবিআর বিলুপ্তি নিয়ে টিআইবির উদ্বেগ

গ্রামীণ ব্যাংক নিয়ে প্রধান উপদেষ্টার স্মৃতিচারণা

সন্ধ্যা নদীর ভাঙনে বিলীন ৮ বসতঘর

১০

নারী সংস্কার কমিশনের প্রতিবেদন পর্যালোচনায় সভা 

১১

‘জনসংস্কৃতির ক্ষেত্রে যে কোনো জবরদস্তি উগ্র ফ্যাসিবাদের লক্ষণ’

১২

আ.লীগ দেশকে ধ্বংস করেছে : তুহিন

১৩

পিএসএলে ফিরে যা বললেন সাকিব

১৪

গুপ্তচরবৃত্তির অভিযোগে ইউটিউবার তরুণী গ্রেপ্তার

১৫

ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে : শাহজাহান চৌধুরী

১৬

তিন অভিযোগে ফের বিসিবিতে দুদক অভিযান

১৭

অটোরিকশাচাপায় মায়ের সামনে প্রাণ গেল সন্তানের

১৮

রাজনৈতিক দুর্বৃত্তায়ন বন্ধে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : ভিপি নুর

১৯

বৈদ্যুতিক খুঁটিতে মোটরসাইকেলের ধাক্কায় ২ কিশোর নিহত

২০
X