পাবনা প্রতিনিধি
প্রকাশ : ২১ মে ২০২৫, ০৮:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

৩টি হলের নাম পাল্টাল এডওয়ার্ড কলেজ

হলগুলোর নামফলক উন্মোচন করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আব্দুল আউয়াল মিয়া। ছবি : কালবেলা
হলগুলোর নামফলক উন্মোচন করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আব্দুল আউয়াল মিয়া। ছবি : কালবেলা

পাবনা সরকারি এডওয়ার্ড কলেজের ৩টি আবাসিক হলের নাম পরিবর্তন করা হয়েছে। জুলাই বিপ্লব পরবর্তী প্রেক্ষাপটে শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে ও অ্যাকাডেমিক কাউন্সিলের অনুমোদনক্রমে ‘সুচিত্রা সেন ছাত্রীনিবাস’ –এর নাম পরিবর্তন করে ‘জুলাই-৩৬ ছাত্রীনিবাস’ করা হয়েছে।

একই সঙ্গে গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিবারের সদস্যদের নামে দুটি হলের নাম পরিবর্তন করা হয়েছে। শেখ রাসেল ছাত্রাবাসের নাম দেওয়া হয়েছে ‘বিজয়-২৪ ছাত্রাবাস’ এবং বেগম ফজিলাতুন্নেছা ছাত্রীনিবাসের নাম দেওয়া হয়েছে ‘আয়শা সিদ্দিকা (রা.) ছাত্রীনিবাস’।

মঙ্গলবার (২০ মে) দুপুরে হলগুলোর নামফলক উন্মোচন করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আব্দুল আউয়াল মিয়া।

নামফলক উন্মোচন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংশ্লিষ্ট হলগুলোর হল সুপাররা এবং সমন্বয়কের দায়িত্ব পালন করেন নামফলক তৈরি ও উদ্বোধন কমিটির আহ্বায়ক প্রফেসর মো. আবদুল্লাহ আল মামুন।

এ সময় উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ প্রফেসর মোহা. আব্দুল খালেক, শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর মো. লুৎফর রহমান, যুগ্ম সম্পাদক মো. রফিকুল ইসলাম, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, হল সুপার, সহকারী সুপার এবং ছাত্র সংগঠনের প্রতিনিধিরা।

এদিকে ‘সুচিত্রা সেন ছাত্রীনিবাস’-এর নাম পরিবর্তন করে ‘জুলাই-৩৬ ছাত্রীনিবাস’ করায় জেলাজুড়ে চরম আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছে। ক্ষোভ লক্ষ্য করা গেছে সাংস্কৃতিক কর্মীদের মধ্যে।

সুচিত্রা সেন স্মৃতি সংরক্ষণ পরিষদের সভাপতি রাম দুলাল ভৌমিক বলেন, সুচিত্রা সেন কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব ছিল না তার পাবনাতে জন্ম এবং পাবনাতে তিনি কৈশোরে লেখাপড়া করেছেন এবং তার নামে পাবনাবাসী গর্ব করতে পারে, কারণ তিনি বাংলা চলচ্চিত্রে কিংবদন্তি নায়িকা। তার নামে এডওয়ার্ড কলেজে একটা ছাত্রী নিবাস ছিল, সেটা পরিবর্তন করার কোনো দরকার ছিল না। প্রিন্সিপাল সাহেব বলছেন- জুলাই অভ্যুত্থানের চেতনায় এটা করা হয়েছে কিন্তু জুলাইয়ের সঙ্গে সুচিত্রা সেন তো কোনো বিরোধী বিষয় না। সুচিত্রা সেন রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন না বা গত সরকারের সঙ্গে কোনো সম্পর্কও ছিল না। এটা আমার কাছে মনে হচ্ছে উদ্দেশ্যমূলক, এটা গ্রহণযোগ্য বিষয় না।

এই বিষয়ে আপনারা কোনো প্রতিবাদ করবেন কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, হলের নাম পরিবর্তন কলেজের নিজস্ব বিষয়। যখন নামকরণ করা হয়েছে তখন আমাদের দাবির প্রেক্ষিতে করা হয়েছে এমন কোনো বিষয় না, তখন কলেজ তাদের নিজস্ব সিদ্ধান্তে এটা করেছে। এখন যেটা করেছে আমরা এর প্রতিবাদ জানাচ্ছি এবং অনেকেই প্রতিবাদ জানাচ্ছে কিন্তু এটা নিয়ে তো আমরা কোনো আন্দোলন করতে পারি না।

এ প্রসঙ্গে জানতে চাইলে সরকারি এডওয়ার্ড কলেজের অধ্যক্ষ আবদুল আউয়াল মিয়া কালবেলাকে বলেন, এই হলটার নামকরণ করা হয় সুচিত্রা সেন হল তখন এডওয়ার্ড কলেজের অ্যাকাডেমিক কাউন্সিল এই নামকরণের সঙ্গে একাত্ম ছিল না। যখন অ্যাকাডেমিক কাউন্সিলের মিটিংয়ে প্রিন্সিপালের কাছে জানতে চাওয়া হয়- আপনি কেন এই নামকরণ করতে চাচ্ছেন, দেশের কোনো শিক্ষা প্রতিষ্ঠানের নায়িকার নামে হল নাই আর তিনি বাংলাদেশের কোনো নাগরিকও না। তখন তিনি বলেছিলেন- একটা প্রতিবেশী দেশের কূটনৈতিক মিশন থেকে প্রেসার আছে। তখন এই কথাটা সবার কাছে পরিষ্কার তৎকালীন প্রেসার গ্রুপ তাদের অ্যাজেন্ডা বাস্তবায়নের জন্য এডওয়ার্ড কলেজে তার নামটা প্রবেশ করিয়েছিল।

তিনি আরও বলেন, বাংলাদেশের জুলাই বিপ্লবের পর নতুন পরিবেশে এসেছে, বাক স্বাধীনতা ফেরত এসেছে। এখন অ্যাকাডেমিক কাউন্সিল নাম পরিবর্তনের জন্য প্রস্তাব এবং সমর্থন ব্যক্ত করেছে। এটা একটা সম্মিলিত সিদ্ধান্ত।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাবির শোক দিবসে জগন্নাথ হল স্মৃতিসৌধে ছাত্রদলের মোমবাতি প্রজ্বালন

চাকসুতে জয় পেলেন সাদিক কায়েমের ভাই আবু আয়াজ

চাকসুতে ২৬ পদের ২৪টিতেই শিবিরের জয়

চাকসুতে ভিপি ও জিএস পদে শিবির, এজিএস পদে ছাত্রদল জয়ী

স্লোগানে-স্লোগানে ফের উত্তাল চবি

আরও তিন হলে ভিপি-জিএসে ছাত্রশিবির এগিয়ে

চাকসুতে কেন্দ্রীয় সংসদে দুই পদে এগিয়ে ছাত্রশিবির, একপদে ছাত্রদল

চবিতে আরও দুই হলের ফল ঘোষণা

কারচুপি হলে বাংলাদেশ অচল করে দেবে ছাত্রদল: রাকিব

সোহরাওয়ার্দী হলে ভিপি-জিএসে এগিয়ে শিবির

১০

সোহরাওয়ার্দী হলে পুনরায় ভোট গণনার দাবিতে ছাত্রদলের বিক্ষোভ

১১

আরেক হলের ফল ঘোষণা, তিন পদেই এগিয়ে ছাত্রদল

১২

হাসপাতালে খালেদা জিয়া

১৩

ইসরায়েলি কারাগারে নির্যাতনের বর্ণনা দিলেন গ্রেটা থুনবার্গ

১৪

চবিতে মুখোমুখি অবস্থানে ছাত্রদল-ছাত্রশিবির

১৫

চাকসুর ফল কারচুপির চেষ্টার অভিযোগে শাহবাগে ছাত্রদলের অবস্থান

১৬

৩১ দফা বাস্তবায়নে / বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী সোহাগের গণসংযোগ ও লিফলেট বিতরণ

১৭

চবিতে ২ প্লাটুন বিজিবি মোতায়েন

১৮

সেনা হেফাজতে থাকা কর্মকর্তাদের বিচার নিয়ে ভলকার তুর্কের আহ্বান

১৯

বিএনপিকে ধন্যবাদ জানাল জামায়াত

২০
X