বেরোবি প্রতিনিধি
প্রকাশ : ৩০ আগস্ট ২০২৩, ০৭:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

ছাত্রলীগ নেতার হুমকিতে বন্ধ ক্যাফেটেরিয়া, ভোগান্তিতে শিক্ষার্থীরা

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়া। ছবি : কালবেলা
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়া। ছবি : কালবেলা

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) শাখা ছাত্রলীগের সহসভাপতি ফজলে রাব্বি ও তার বেশ কয়েকজন সহযোগীর বিরুদ্ধে ক্যাফেটেরিয়ার স্টাফদের সঙ্গে দুর্ব্যবহার ও মারধরের হুমকির অভিযোগ উঠেছে।

গতকাল মঙ্গলবার (২৯ আগস্ট) রাত ৯টা ৪৫ মিনিটে ক্যাফেটেরিয়ায় এ ঘটনা ঘটে। এরই প্রতিবাদে আজ বুধবার (৩০ আগস্ট) ক্যাফেটেরিয়া বন্ধ রেখেছে স্বস্তাধিকারী সেইফ অ্যান্ড সেভ রেস্টুরেন্ট। এতে ভোগান্তিতে পড়েছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

জানা যায়, গতকাল মঙ্গলবার রাত ৯টা ৪৫ মিনিটের দিকে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহসভাপতি ফজলে রাব্বি বেশ কয়েকজন সহযোগীসহ ক্যাফেটেরিয়ার কিচেনে জোরপূর্বক প্রবেশ করে ডিপ ফ্রিজে সংগৃহীত খাবারের ছবি ও ভিডিও ধারণ করেন। কিচেনে নিয়োজিত স্টাফরা তার পরিচয় জানতে চাইলে অভিযুক্ত ছাত্রলীগ নেতা রাব্বি স্টাফদের সঙ্গে দুর্ব্যবহার করেন। এ সময় ক্যাফেটেরিয়ার স্বত্বাধিকারী তাদের সঙ্গে কথা বলতে গেলে তার সঙ্গেও খারাপ আচরণ করেন এবং রাব্বি তাকে থাপড়ানোর হুমকি প্রদান করেন। সেই সঙ্গে ক্যাফেটেরিয়া বন্ধেরও হুমকি দেন রাব্বি।

এদিকে বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়া বন্ধে বিপাকে পড়েছে হাজারো শিক্ষার্থী। বাইরের তুলনায় খাবারের দাম কিছুটা কম এবং মানে ভালো হওয়ায় ক্যাফেতে বেড়েছিল শিক্ষার্থীদের আনাগোনা। আজ হঠাৎ বন্ধ থাকায় অনেকে ফিরে যাচ্ছে। কেউ আবার বাধ্য হয়ে বাইরে চড়া মূল্যে খাবার খেতে যাচ্ছেন।

ক্যাফেটেরিয়ার স্বত্বাধিকারী মুরাদ মাহমুদ জানান, গত রাতে ক্যাফেটেরিয়ায় অপ্রীতিকর ঘটনা ঘটেছে। আমরা কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করেছি। কর্তৃপক্ষ আমাদের উপযুক্ত পরিবেশ নিশ্চিত করলে আমরা ক্যাফেটেরিয়া চালু করব।

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহসভাপতি অভিযুক্ত ফজলে রাব্বি বলেন, সাধারণ শিক্ষার্থীরা আমাকে অভিযোগ করেছে নিম্নমানের পচা-বাসি খাবার বিক্রি করছে। তারপর সে সেখানে যায়, গিয়ে দেখে পচা সিদ্ধ ডিম বিক্রি করছে। বিষয়টি নিয়ে স্যারদের সঙ্গে রাতে বসছিলাম। এ ব্যাপারে কথা বলেছি। মারধর এবং ক্যাফেটেরিয়া বন্ধের হুমকির ব্যাপারটি অস্বীকার করেন এই ছাত্রলীগ নেতা।

ক্যাফেটেরিয়া বন্ধের ব্যাপারে ক্যাফেটেরিয়ার পরিচালক ও অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের সহযোগী অধ্যাপক উমর ফারুকের কাছে জানতে চাইলে তিনি বলেন, ক্যাফেটেরিয়ার স্বত্বাধিকারী একটি লিখিত অভিযোগ দিয়েছে। অভিযোগের বিষয়টি আমরা খতিয়ে দেখছি। আশা করছি, খুব শিগগিরই সমস্যার সমাধান হয়ে ক্যাফেটেরিয়া চালু হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেলিমুজ্জামান সেলিমের মনোনয়নপত্র বৈধ ঘোষণা

ফেসবুকে খুঁজে পাওয়া যাচ্ছে না কেয়া পায়েলকে

জামায়াত আমির ডা. শফিকুর রহমানের মনোনয়ন বৈধ

মানসিক স্বাস্থ্য ভালো রাখার কিছু দৈনন্দিন অভ্যাস

নারায়ণগঞ্জ-২ আসনে স্বতন্ত্র প্রার্থী আতাউর রহমান আঙ্গুরের মনোনয়নপত্র স্থগিত ‎

সেই ব্যবসায়ীর মৃত্যুতে নুরুদ্দিন অপুর শোক

তাসনিম জারার মনোনয়ন বাতিল

ইশরাক হোসেনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা

এক্স ও গ্রোককে ৭২ ঘণ্টার আলটিমেটাম ভারতের

মুস্তাফিজকে কলকাতার দল থেকে বাদ দেওয়ার নির্দেশ

১০

কাবাডির ফাইনালে বিজিবি-সেনাবাহিনী, আনসার-পুলিশ

১১

ছুরিকাঘাত ও আগুনে দগ্ধ সেই ব্যবসায়ীর মৃত্যু

১২

১০ ঘণ্টা পর শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক

১৩

বাংলাদেশে সবচেয়ে বেশি শীত কবে পড়েছিল

১৪

সমীকরণ মিললে এই বছর পাঁচবার মুখোমুখি হবে ভারত-পাকিস্তান!

১৫

সিনেমায় আবারও জুটি হচ্ছেন রানি-অক্ষয়

১৬

৮৪ জনের প্রার্থিতা বাতিল, কে কোন দলের

১৭

লেবাননে স্থল অভিযান চালাতে পারে ইসরায়েল

১৮

রমজানে লোডশেডিংয়ের শঙ্কা

১৯

এক দিনেই ২ ডিগ্রি কমলো নওগাঁর তাপমাত্রা

২০
X