নোবিপ্রবি প্রতিনিধি
প্রকাশ : ২৩ জুন ২০২৫, ০৭:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

রাজনীতি করতে চাইলে শিক্ষকতা ছেড়ে দিন : শিক্ষা উপদেষ্টা

রিসার্চ ফেয়ার ও অ্যাকাডেমিক এক্সিলেন্স অ্যাওয়ার্ড-২০২৫ প্রদান অনুষ্ঠানে শিক্ষা উপদেষ্টাসহ অন্যরা। ছবি : কালবেলা
রিসার্চ ফেয়ার ও অ্যাকাডেমিক এক্সিলেন্স অ্যাওয়ার্ড-২০২৫ প্রদান অনুষ্ঠানে শিক্ষা উপদেষ্টাসহ অন্যরা। ছবি : কালবেলা

শিক্ষকদের দায়িত্বের প্রতি উদাসীনতার কথা তুলে ধরে শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার বলেছেন, আমি অনুরোধ করব, বিশ্ববিদ্যালয়ের চৌহদ্দির মধ্যে রাজনীতি করবেন না। যদি রাজনীতি করতে চান, তবে শিক্ষকতা ছেড়ে রাজনীতি করুন। রাজনীতিতে আপনাদের মতো শিক্ষিত মানুষের প্রয়োজন আছে।

সোমবার (২৩ জুন) নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ১৯তম বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে আয়োজিত রিসার্চ ফেয়ার ও অ্যাকাডেমিক এক্সিলেন্স অ্যাওয়ার্ড-২০২৫ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

ড. চৌধুরী রফিকুল আবরার বলেন, গত ১৭ বছরের ফ্যাসিস্ট শাসনে দেশের শিক্ষাব্যবস্থা দুমড়েমুচড়ে গেছে। আমাদের নাগরিক থেকে অধিকারহীন জাতিতে পরিণত করতে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলোকে টার্গেট করা হয়েছিল। শিক্ষকরা ক্লাসের চেয়ে রাজনৈতিক আড্ডায় বেশি সময় দিতেন। গবেষণার চেয়ে দলীয় রাজনীতি তাদের কাছে বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল।

তিনি আরও বলেন, গুম-খুনের রাজনীতির মাধ্যমে শিক্ষাব্যবস্থা ধ্বংস করা হয়েছে। বিশ্ববিদ্যালয়গুলোতে অপরাজনীতির ফলে শিক্ষার পরিবেশ নষ্ট হয়েছে। নবীন শিক্ষার্থীদের গেস্টরুম ও গণরুমের নামে নির্যাতন চালানো হতো। প্রটোকলের নামে তাদের রাজনৈতিক হয়রানির শিকার হতে হতো শিক্ষার্থীদের।

শিক্ষা উপদেষ্টা বলেন, শিক্ষা বৈষম্য দূর করার সবচেয়ে বড় মাধ্যম। আমাদের সম্পদের সীমাবদ্ধতা থাকলেও ইচ্ছাশক্তির কোনো অভাব নেই। তাই শিক্ষাব্যবস্থাকে নতুন করে ঢেলে সাজাতে হবে। গবেষণায় জোর দিতে হবে এবং চিন্তার বিপ্লব ঘটাতে হবে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপউপাচার্য অধ্যাপক ড. মো. রেজুয়ানুল হক, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ হানিফ (মুরাদ), নোয়াখালী পুলিশ ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট ডিআইজি মো. হায়দার আলী খান, জেলা প্রশাসক খন্দকার ইসতিয়াক আহমেদ, জেলা পুলিশ সুপার মো. আব্দুল্লাহ আল ফারুকসহ নোবিপ্রবি ও অন্যান্য প্রতিষ্ঠানের কর্মকর্তারা।

অনুষ্ঠানে শিক্ষা ও গবেষণায় বিশেষ অবদানের জন্য ১০১ জন শিক্ষক ও শিক্ষার্থীকে অ্যাওয়ার্ড প্রদান করা হয়। এ ছাড়াও দিনব্যাপী রিসার্চ ফেয়ারের আয়োজন করে নোবিপ্রবি প্রশাসন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

ইভ্যালির রাসেলের কারাদণ্ডসহ অর্থদণ্ড

সাবেক মহিলা ভাইস চেয়ারম্যানসহ আটক ৪

ঝুঁকি নিয়ে খেয়া পারাপার

আ.লীগ নেতার ব্যবসা প্রতিষ্ঠানে পড়ে ছিল ৯ রাউন্ড গুলির খোসা

উত্তরায় যুব-স্বেচ্ছাসেবক ও ছাত্রদলের অবস্থান

জবি ছাত্রী হলে ছাত্রদলের উপহার সামগ্রী বিতরণ

চাঁদাবাজ-সন্ত্রাসমুক্ত সমাজ গড়ার অঙ্গীকার কফিল উদ্দিনের

বরগুনায় জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের অভিযোগ

কক্সবাজারে মার্কেটে আগুন

১০

৮ দলের কর্মসূচি নিয়ে নাসীরুদ্দীন পাটওয়ারীর পোস্ট

১১

চট্টগ্রামে বিজিবি মোতায়েন, সর্বোচ্চ সতর্কতায় পুলিশ

১২

বিএনপি ক্ষমতায় গেলে নদীগুলোর নাব্যতা পুনরুদ্ধারে উদ্যোগ নেবে : বাচ্চু

১৩

নিক্সনের গানম্যানের নেতৃত্বে তৈরি হচ্ছিল পেট্রোল বোমা ও ককটেল : পুলিশ

১৪

দাঁড়িয়ে থাকা বাসে আগুন

১৫

অস্বচ্ছল শিক্ষার্থীর পাশে ছাত্রদল নেতা দয়াল

১৬

একজন উপদেষ্টা ধানমন্ডিতে ভোটার হতে মিথ্যার আশ্রয় নিয়েছেন : ব্যারিস্টার অসীম

১৭

‘গণভোটের চেয়ে আলুচাষিদের ন্যায্যমূল্য পাওয়া বেশি প্রয়োজন’

১৮

খতমে নবুওয়তের মহাসম্মেলন সফলে ঢাকায় গণমিছিল

১৯

চলন্ত পিকআপ থেকে ককটেল বিস্ফোরণ

২০
X