নোবিপ্রবি প্রতিনিধি
প্রকাশ : ২৩ জুন ২০২৫, ০৭:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

রাজনীতি করতে চাইলে শিক্ষকতা ছেড়ে দিন : শিক্ষা উপদেষ্টা

রিসার্চ ফেয়ার ও অ্যাকাডেমিক এক্সিলেন্স অ্যাওয়ার্ড-২০২৫ প্রদান অনুষ্ঠানে শিক্ষা উপদেষ্টাসহ অন্যরা। ছবি : কালবেলা
রিসার্চ ফেয়ার ও অ্যাকাডেমিক এক্সিলেন্স অ্যাওয়ার্ড-২০২৫ প্রদান অনুষ্ঠানে শিক্ষা উপদেষ্টাসহ অন্যরা। ছবি : কালবেলা

শিক্ষকদের দায়িত্বের প্রতি উদাসীনতার কথা তুলে ধরে শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার বলেছেন, আমি অনুরোধ করব, বিশ্ববিদ্যালয়ের চৌহদ্দির মধ্যে রাজনীতি করবেন না। যদি রাজনীতি করতে চান, তবে শিক্ষকতা ছেড়ে রাজনীতি করুন। রাজনীতিতে আপনাদের মতো শিক্ষিত মানুষের প্রয়োজন আছে।

সোমবার (২৩ জুন) নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ১৯তম বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে আয়োজিত রিসার্চ ফেয়ার ও অ্যাকাডেমিক এক্সিলেন্স অ্যাওয়ার্ড-২০২৫ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

ড. চৌধুরী রফিকুল আবরার বলেন, গত ১৭ বছরের ফ্যাসিস্ট শাসনে দেশের শিক্ষাব্যবস্থা দুমড়েমুচড়ে গেছে। আমাদের নাগরিক থেকে অধিকারহীন জাতিতে পরিণত করতে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলোকে টার্গেট করা হয়েছিল। শিক্ষকরা ক্লাসের চেয়ে রাজনৈতিক আড্ডায় বেশি সময় দিতেন। গবেষণার চেয়ে দলীয় রাজনীতি তাদের কাছে বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল।

তিনি আরও বলেন, গুম-খুনের রাজনীতির মাধ্যমে শিক্ষাব্যবস্থা ধ্বংস করা হয়েছে। বিশ্ববিদ্যালয়গুলোতে অপরাজনীতির ফলে শিক্ষার পরিবেশ নষ্ট হয়েছে। নবীন শিক্ষার্থীদের গেস্টরুম ও গণরুমের নামে নির্যাতন চালানো হতো। প্রটোকলের নামে তাদের রাজনৈতিক হয়রানির শিকার হতে হতো শিক্ষার্থীদের।

শিক্ষা উপদেষ্টা বলেন, শিক্ষা বৈষম্য দূর করার সবচেয়ে বড় মাধ্যম। আমাদের সম্পদের সীমাবদ্ধতা থাকলেও ইচ্ছাশক্তির কোনো অভাব নেই। তাই শিক্ষাব্যবস্থাকে নতুন করে ঢেলে সাজাতে হবে। গবেষণায় জোর দিতে হবে এবং চিন্তার বিপ্লব ঘটাতে হবে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপউপাচার্য অধ্যাপক ড. মো. রেজুয়ানুল হক, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ হানিফ (মুরাদ), নোয়াখালী পুলিশ ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট ডিআইজি মো. হায়দার আলী খান, জেলা প্রশাসক খন্দকার ইসতিয়াক আহমেদ, জেলা পুলিশ সুপার মো. আব্দুল্লাহ আল ফারুকসহ নোবিপ্রবি ও অন্যান্য প্রতিষ্ঠানের কর্মকর্তারা।

অনুষ্ঠানে শিক্ষা ও গবেষণায় বিশেষ অবদানের জন্য ১০১ জন শিক্ষক ও শিক্ষার্থীকে অ্যাওয়ার্ড প্রদান করা হয়। এ ছাড়াও দিনব্যাপী রিসার্চ ফেয়ারের আয়োজন করে নোবিপ্রবি প্রশাসন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রাম শিক্ষা বোর্ডে দুদকের অভিযান

দুই দাবিতে ইউজিসিতে জবি ছাত্রদলের স্মারকলিপি প্রদান

ঢাকার ৮৯টি পূজামণ্ডপ অধিক ঝুঁকিপূর্ণ হওয়ায় বাড়তি নিরাপত্তা দিবে পুলিশ : ডিএমপি

যুবলীগের কেন্দ্রীয় অর্থ সম্পাদক গ্রেপ্তার

১ অক্টোবর খুলছে না কেওক্রাডং পর্যটন কেন্দ্র

আফগানদের বিপক্ষে চমক রেখে বাংলাদেশ স্কোয়াড ঘোষণা

এশিয়া কাপের ফাইনাল, মোবাইলে যেভাবে দেখবেন

অভিবাসন কেন্দ্র রক্ষায় পূূর্ণ শক্তি প্রয়োগের তাগিদ ট্রাম্পের

দুই মাস ধরে পদ নিয়ে অনিশ্চয়তার মধ্যে আছি : তথ্য উপদেষ্টা

মাঝে মাঝেই ঝাপসা দেখছেন? চোখ ক্যানসারের লক্ষণ কি না জেনে নিন

১০

হঠাৎ কবরস্থানে বিস্ফোরিত হলো ককটেল, আতঙ্ক

১১

ষষ্ঠীপূজা সম্পন্ন / মন্দিরে মন্দিরে দেবী ত্রিনয়নী

১২

হাসিনের সুর ও সংগীতে কনার ‘নীরবে’

১৩

লালমনিরহাট বিদ্যুৎস্পর্শে ২ ভাইয়ের মৃত্যু

১৪

দুর্গাপূজার ছুটি ৪ দিন, এ বছর আর ছুটি বাকি কয়দিন

১৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু, হাসপাতালে ৮৪৫

১৬

পূজামণ্ডপের নিরাপত্তায় ৭১ হাজার পুলিশ মোতায়েন

১৭

এমপিও নিয়ে মাউশির নতুন নির্দেশনা

১৮

পাহাড়ি-বাঙালি সবাইকে ঐক্যবদ্ধ হয়ে শান্তি প্রতিষ্ঠার আহ্বান পার্বত্য উপদেষ্টার

১৯

ভিয়েতনাম / টাইফুন আতঙ্কে আড়াই লাখের বেশি মানুষকে সরানো হচ্ছে

২০
X