কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৩, ০৯:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

গণিত ভীতি দূর করতে ঢাবি শিক্ষার্থীদের ‘গল্পে গল্পে গণিত শিখি’

‘গল্পে গল্পে গণিত শিখি’ বইয়ের প্রকাশনা উৎসব শিক্ষার্থীরা। ছবি : কালবেলা
‘গল্পে গল্পে গণিত শিখি’ বইয়ের প্রকাশনা উৎসব শিক্ষার্থীরা। ছবি : কালবেলা

গণিত ভীতি দূর করতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীদের প্রচেষ্টায় বের হয়েছে ‘গল্পে গল্পে গণিত শিখি’ বই। শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক শারমীন কবীর ও ইনস্টিটিউটের একদল শিক্ষার্থী এ বইটি তৈরি করেন।

মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) ইনস্টিটিউট প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় বইয়ের প্রকাশনা উৎসব। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ আবদুল হালিম এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ড. এম. অহিদুজ্জামান।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, শিক্ষা ও গবেষণা ইনস্টিউটের শিক্ষকবৃন্দ এবং বিভিন্ন ব্যাচের শিক্ষার্থী। বইটি কিভাবে ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের গণিত শিখনে সহায়তা করবে সে বিষয়ে শিক্ষকবৃন্দ ও রাইটার্স প্যানেলের শিক্ষার্থীরা কথা বলেন।

শিক্ষার্থীরা বলেন, বইটির মূল লক্ষ্য হবে শিক্ষার্থীদের মধ্যে গণিত ভীতি দূর করা এবং আনন্দদায়ক গণিত শিখনে সহায়তা করা। বইটিতে গল্পের মাধ্যমে বিভিন্ন গাণিতিক বিষয়বস্তুর সাথে আছে আকর্ষণীয় চরিত্র যেগুলো শিক্ষার্থীদের মন জয় করবে বলে তারা আশা করছেন।

এরপর বইটির মোড়ক উন্মোচন করেন প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং শিক্ষকবৃন্দ।

প্রধান অতিথি প্রফেসর ড. মোহাম্মদ আবদুল হালিম শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট থেকে এমন উদ্যোগকে সাধুবাদ জানান এবং ভবিষ্যতেও এমন বই প্রকাশের জন্য উদ্যোগী হওয়ার তাগিদ দেন। সেই সাথে ইন্সটিটিউট সবসময় এধরনের উদ্যোগে শিক্ষকদের পাশে থাকবে বলে আশ্বাস প্রদান করেন।

‘গল্পে গল্পে গণিত শিখি’ বইটি আমাদের জন্য গৌরব বয়ে আনবে এবং শিক্ষার্থীদের গণিতের মৌলিক জ্ঞান ও দক্ষতাসমূহ অর্জনে সহায়তা করবে বলে আশাবাদ ব্যক্ত করেন বিশেষ অতিথি ড. এম অহিদুজ্জামান।

বইটির সম্পাদক ও স্বত্বাধিকারী শারমীন কবীর তার বক্তব্যে বলেন, ‘প্রত্যেক মানুষ-ই অন্তরে ভালো কিছু করার তাড়না অনুভব করে। সে তাড়না থেকেই শিক্ষা ও গবেষণা ইন্সটিটিউটের শিক্ষার্থীরা এই বইটি রচনা করেছে।’

ভবিষ্যতে এই ধরণের কাজকে আরও এগিয়ে নেবার প্রত্যয় ব্যক্ত করে তিনি তরুণ প্রজন্মকে সম্মিলিতভাবে সমাজ গঠনে এগিয়ে আসার আহ্বান জানান।

তিনি আরও বলেন, ‘শিক্ষার্থীদের উদ্যোগেই এমন বই রচনার স্বপ্ন আজ সত্যি হয়েছে।’

পরবর্তীতে অন্যান্য শ্রেণির জন্যও এ ধরনের আকর্ষণীয় বই রচনা করা হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টাইপকাস্ট হতে চান না তৃপ্তি

আয়ারল্যান্ড সিরিজ মিস করবেন তারকা ক্রিকেটার!

ফাতিমাকে নিয়ে উদ্বিগ্ন বিজয়

পদ্মার চরে কৃষিতে নতুন সম্ভাবনা

জেনে নিন আজকের স্বর্ণের বাজারদর

ভেনেজুয়েলাকে কেন্দ্র করে নতুন অভিযানে যাচ্ছে যুক্তরাষ্ট্র

কড়া নিরাপত্তায় ১৩ সেনা কর্মকর্তাকে ট্রাইব্যুনালে হাজির 

গুমের মামলায় সশরীরে নয়, ভার্চুয়াল হাজিরা চান গ্রেপ্তার সেনা কর্মকর্তারা

পেরুর সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

ত্রিদেশীয় সিরিজে মাঠে নামছে বাংলাদেশ, টিকিটের মূল্য প্রকাশ

১০

‘শ্রমিক শোষণের বিরুদ্ধে আমরা কঠোর অবস্থানে রয়েছি’

১১

ইতিহাস গড়া তাইজুলকে নিয়ে যা বললেন সাকিব

১২

ট্রাম্পের হবু পুত্রবধূর সঙ্গে নাচলেন রণবীর

১৩

উপাচার্য-ভিপির মন গলাতে ঢাবি শিক্ষার্থীদের ব্যতিক্রমী মোনাজাত 

১৪

শেষ হলো রূপায়ণ আর্মড ফোর্সেস ডে কাপ গলফ টুর্নামেন্ট

১৫

‘আঁচলে ফল বা পাতা পড়লেই মিলবে সন্তান’

১৬

বায়ুদূষণের শীর্ষে দিল্লি, ঢাকার অবস্থান কত

১৭

রাজধানীতে আজ কোথায় কী

১৮

তেঁতুলিয়ায় তাপমাত্রা নামল ১২ ডিগ্রিতে

১৯

 বিশ্বের বৃহত্তম ইসলামিক সংগঠনের নেতার পদত্যাগ দাবি

২০
X