ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৫, ০৯:৪০ এএম
অনলাইন সংস্করণ

শেষ হলো রূপায়ণ আর্মড ফোর্সেস ডে কাপ গলফ টুর্নামেন্ট

রূপায়ণ আর্মড ফোর্সেস ডে কাপ গলফ টুর্নামেন্ট এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত । ছবি : সংগৃহীত
রূপায়ণ আর্মড ফোর্সেস ডে কাপ গলফ টুর্নামেন্ট এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত । ছবি : সংগৃহীত

রূপায়ণ গ্রুপের পৃষ্ঠপোষকতায় রাজধানীর জলসিঁড়ি গলফ ক্লাবে চার দিনব্যাপী প্রথম রূপায়ণ আর্মড ফোর্সেস ডে কাপ গলফ টুর্নামেন্ট এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২২ নভেম্বর) এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জলসিঁড়ি গলফ ক্লাবের প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট মেজর জেনারেল এ কে এম রেজাউল মজিদ এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপায়ণ গ্রুপের কো-চেয়ারম্যান মাহির আলী খাঁন রাতুল।

এই অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রূপায়ণ গ্রুপের ভাইস চেয়ারম্যান সাইফ আলী খাঁন অতুল ও নওরীন জাহান মিতুল, পরিচালক ওয়ালিদ মুখাই আলী, উপদেষ্টা ক্যাপ্টেন পি জে উল্লাহ (অব.), সাবেক ফুটবলার এবং রূপায়ণ গ্রুপের উপদেষ্টা আব্দুল গাফফার, ব্রিগেডিয়ার জেনারেল আহসান হাবিব (অব.), রূপায়ণ গ্রুপের সিইও ব্রিগেডিয়ার জেনারেল এবিএম সালাউদ্দিন (অব.) এবং রূপায়ণ গ্রুপের ডিরেক্টর লেফটেনেন্ট কর্নেল কবির উদ্দিন আহমেদ (অব.), দেশ রূপান্তর সম্পাদক কামাল উদ্দিন সবুজ ।

টুর্নামেন্টে প্রায় ৬০০ গলফার অংশ নেন। মোট ১৯টি ক্যাটাগরিতে পুরস্কার দেওয়া হয়। এছাড়া বিশেষ একটি পুরস্কারও দেওয়া হয়।

সমাপনী অনুষ্ঠানের বক্তব্যে মাহির আলী খাঁন রাতুল বলেন, ‘জলসিঁড়ির দারুণ অবকাঠামো আছে। এই গলফ ক্লাব সবুজতায় ভরপুর। আমি বিশ্বাস করি ভবিষ্যতে জলসিঁড়ি গলফ ক্লাব আরো ভালো করবে। রুপায়ন সব সময় স্পোর্টসের সঙ্গে, ফুটবল, হকি, ক্রিকেটের পর গলফে বিশেষ করে জলসিঁড়ির সঙ্গে একতাবদ্ধ হতে পেরে আমরা খুশি। ভবিষ্যতেও আমরা এমন কমর্কান্ডে যুক্ত থাকবো। সবার উপস্থিতি এই টুর্নামেন্টকে সার্থক করেছে।’

মিহির আলী খাঁন রাতুল আরও বলেন, ‘রূপায়ণ নারায়ণগঞ্জে গড়ে তোলে দেশের প্রথম স্যাটেলাইট টাউন এবং ঢাকায় রূপায়ণ সিটি উত্তরা। আপনাদের এই সব প্রজেক্টে স্বাগতম। আপনারা ঘুরে আসলে খুশি হব।’

প্রধান অতিথি মেজর জেনারেল এ কে এম রেজাউল মজিদ বলেন, ‘এই গলফ ক্লাবের শুরু থেকে আমি জড়িত। এটি সুন্দর একটি গলফ কোর্স। আগে এটা শুধু কাগজে ছিল। পরে আমার দল বালু ফেললো ও গাছ লাগালো। মাঠ সবুজ করে তুললো। এখন এই জলসিঁড়ি গলফ ক্লাব বন্ধুত্ব গড়ে তোলে খেলার মাধ্যমে। এটি দিন দিন ভালো করছে তাই বর্তমান কমিটিকে ধন্যবাদ। মানুষ দিন দিন আরো বেশি করে এখানে আসছে যা আমাকে আবেগ আপ্লুত করে। এই টুর্নামেন্ট দারুণসফর হয়েছে। জয়ীদের শুভ কামনা। যারা হেরে গেছেন মনে রাখতে হবে এটাও শিক্ষা দেয়। রূপায়ণ গ্রুপকে ধন্যবাদ। আপনাদের সহায়তা ছাড়া এমন প্রাণবন্ত ইভেন্ট হতো না। এমন গলফ মাঠে নামলেই ছেলে মেয়েরা মোবাইল থেকে বের হবে।'

তার আগে শনিবার সকালেই উদ্বোধনী অনুষ্ঠান হয়। সকালে বেলুন উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন জলসিঁড়ি গলফ ক্লাবের বর্তমান প্রসিডেন্ট মেজর জেনারেল মো. হাসানুজ্জামান এবং রূপায়ণ গ্রুপের কো-চেয়ারম্যান মাহির আলী খাঁন রাতুল।

উদ্বোধনের পর জলসিঁড়ি গলফ ক্লাবের বর্তমান প্রেসিডেন্ট বলেন, ‘রূপায়ণ আর্মড ফোর্সেস ডে কাপ গলফ টুর্নামেন্ট পৃষ্ঠপোষকতা করার জন্য রূপায়ণ গ্রুপকে ধন্যবাদ। প্রথম থেকেই এই গলফ ক্লাবের উন্নতির সঙ্গে রূপায়ণ জড়িত ছিল। তাই সাধুবাদ। জলসিঁড়ির অন্যান্য প্রকল্পের সঙ্গেও জড়িত আছে তারা। আশা করি, রূপায়ণের নির্মাণ মানদণ্ডের ওপর নির্ভর করে জলসিঁড়ির বাকি পকল্পও আরও সুন্দরভাবে গড়ে উঠবে। আশা করি ভবিষ্যতেও রূপায়ণ গ্রুপ আমাদের সঙ্গে থাকবে।’

প্রতিযোগীদের উদ্দেশ করে মেজর জেনারেল মো. হাসানুজ্জামান বলেন, ‘জলসিঁড়ি গলফ ক্লাবের প্রাকৃতিক সৌন্দর্য অন্য গলফ ক্লাবের চেয়ে ব্যতিক্রম ও আকর্ষনীয়। তাই এখানে অনেক গলফার খেলতে আসেন। তারা জলসিঁড়ি গলফ ক্লাবকে পছন্দ করেন।’

রূপায়ণ গ্রুপের কো চেয়ারম্যান মাহির আলী খাঁন রাতুল বলেন, ‘আমরা প্রথম রূপায়ণ আর্মড ফোর্সেস ডে কাপ গলফ টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠান করলাম। গলফারদের মধ্যে এই টুর্নামেন্ট ঘিরে অনেক সারা পাচ্ছি। গলফারদের মধ্যে বিশেষ আগ্রহ দেখতে পাচ্ছি, এর কারণ জলসিঁড়ি গলফ ক্লাব। এটা তারা একটু ব্যতিক্রমভাবে তৈরি করেছেন। পূর্বাচলের এই দিকে গলফের যে সুন্দর পরিবেশ তৈরি করা হয়েছে তাতে অংশ নিতে গলফার এবং গলফারদের বাইরেও অনেকে আসছেন। রূপায়ণ গ্রুপ সব সময় আবাসন খাত এবং সোসাইটি ডেভেলপমেন্টে অবদান রেখেছে বাংলাদেশে। পাশাপাশি ক্রীড়াঙ্গনেও বেশ অবদান রেখেছে রূপায়ণ। আমরা চাইছিলাম জলসিঁড়ির এমন সুন্দর প্রকল্পে স্পনসর করার মাধ্যমে দেশের এই বিষয়গুলো মানুষের কাছে পৌছাক। একটি সোসাইটিকে যে গলফের মাধ্যমেও ডেভেলপ করা যায় সেটি তুলে ধরতে চেয়েছি। আশা করি সামনেও আমাদের এমন উদ্যোগ অব্যাহত থাকবে।'

ভবিষ্যতেও এই টুর্নামেন্টের সঙ্গে যুক্ত থাকার কথা জানিয়ে মাহির আলী খাঁন রাতুল আরও বলেন, 'পূর্বাচল এবং জলসিঁড়ির অবকাঠামো উন্নয়নে এবং তাদের পরিকল্পনার সঙ্গে ভবিষ্যতেও আমরা রূপায়ণ গ্রুপ যুক্ত থাকব। দেশের ভালোর জন্য যতটুকু সম্ভব আমরা রূপায়ণ গ্রুপ অবদান রাখার চেষ্টা করব।'

উদ্বোধনের সময় আরও উপস্থিত ছিলেন জলসিঁড়ি গলফ ক্লাবের ভাইস প্রেসিডেন্ট ব্রিগেডিয়ার জেনারেল জামিলুর রহমান, জলসিরি গলফ ক্লাবের সিইও লে. কর্নেল আরিফ আহমেদ বেলাল (অব.), রূপায়ণ গ্রুপের হেড অব মিডিয়া হাবিবুর রহমান পলাশ, এবং রূপায়ণ হাউজিং এস্টেট লিমিটেডের হেড অব ব্র্যান্ড অ্যান্ড মার্কেটিং শরিফুল ইসলাম তারেক।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কড়া নিরাপত্তায় ১৩ সেনা কর্মকর্তাকে ট্রাইব্যুনালে হাজির 

গুমের মামলায় সশরীরে নয়, ভার্চুয়াল হাজিরা চান গ্রেপ্তার সেনা কর্মকর্তারা

পেরুর সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

ত্রিদেশীয় সিরিজে মাঠে নামছে বাংলাদেশ, টিকিটের মূল্য প্রকাশ

‘শ্রমিক শোষণের বিরুদ্ধে আমরা কঠোর অবস্থানে রয়েছি’

ইতিহাস গড়া তাইজুলকে নিয়ে যা বললেন সাকিব

ট্রাম্পের হবু পুত্রবধূর সঙ্গে নাচলেন রণবীর

উপাচার্য-ভিপির মন গলাতে ঢাবি শিক্ষার্থীদের ব্যতিক্রমী মোনাজাত 

শেষ হলো রূপায়ণ আর্মড ফোর্সেস ডে কাপ গলফ টুর্নামেন্ট

‘আঁচলে ফল বা পাতা পড়লেই মিলবে সন্তান’

১০

বায়ুদূষণের শীর্ষে দিল্লি, ঢাকার অবস্থান কত

১১

রাজধানীতে আজ কোথায় কী

১২

তেঁতুলিয়ায় তাপমাত্রা নামল ১২ ডিগ্রিতে

১৩

 বিশ্বের বৃহত্তম ইসলামিক সংগঠনের নেতার পদত্যাগ দাবি

১৪

২৩ নভেম্বর : ইতিহাসের এই দিনে যা ঘটেছিল

১৫

রোববার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

১৬

শুটিংয়ের প্রলোভনে মডেলকে সংঘবদ্ধ ধর্ষণ, অতঃপর...

১৭

কেয়ামতের দিন যে ৩ ব্যক্তির বিরুদ্ধে স্বয়ং মহান আল্লাহ বাদী হবেন

১৮

বাম চোখ লাফালে কী হয়? যা বলছেন বিশেষজ্ঞ আলেম

১৯

২৩ নভেম্বর : আজকের নামাজের সময়সূচি

২০
X