কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২৫, ১০:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

অমর্ত্যের ভিপি প্রার্থিতা ফেরত চাইলেন মেঘমল্লার বসু

মেঘমল্লার বসু। ছবি : সংগৃহীত
মেঘমল্লার বসু। ছবি : সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনের সহসভাপতি (ভিপি) প্রার্থী অমর্ত্য রায়ের প্রার্থিতা বাতিলের প্রতিবাদ জানিয়েছেন ডাকসুর জিএস প্রার্থী মেঘমল্লার বসু।

শনিবার (৬ সেপ্টেম্বর) এক ফেসবুক পোস্টে তিনি এ প্রতিবাদ জানান।

ওই পোস্টে মেঘ বলেন, ‘জাকসুতে সম্প্রীতি ঐক্য প্যানেলের সহসভাপতি প্রার্থী কমরেড অমর্ত্য রায়ের প্রার্থিতা ফেরত দিতে হবে। ছাত্রসমাজ অভ্যুত্থান করে এসেছে, নীলনকশা আমরা চিনি।’

এর আগে নিয়মিত ছাত্রত্ব না থাকায় জাকসু নির্বাচনে ‘সম্প্রীতির ঐক্য’ প্যানেলের সহসভাপতি (ভিপি) পদপ্রার্থী বাংলাদেশ ছাত্র ইউনিয়ন জাবি সংসদের সাবেক সভাপতি ও ৪৭ ব্যাচের প্রত্নতত্ত্ব বিভাগের শিক্ষার্থী অমর্ত্য রায় জনের প্রার্থিতা বাতিল করেছে জাকসু নির্বাচন কমিশন।

শনিবার প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মনিরুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যথাযথ কর্তৃপক্ষের সিদ্ধান্তের প্রেক্ষিতে ২০১৭-১৮ শিক্ষাবর্ষে প্রত্নতত্ত্ব বিভাগে ভর্তিকৃত শিক্ষার্থী অমর্ত্য রায় জন, আ ফ ম কামালউদ্দিন হল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জাকসু) গঠনতন্ত্রের ৪ ও ৮ ধারা মোতাবেক ভোটার ও প্রার্থী হওয়ার অযোগ্য বিবেচিত হওয়ায় ভোটার ও প্রার্থী তালিকা হতে তার নাম প্রত্যাহার করা হলো।

বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী সভার ‍সিদ্ধান্তের বিষয়ে রেজিস্ট্রার এবিএম আজিজুর রহমান বলেন, একাডেমিক কাউন্সিলের সুপারিশক্রমে গত ৪ সেপ্টেম্বর অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় অমর্ত্য রায় জনকে বিশেষ বিবেচনায় স্নাতকের ৪০৮নং কোর্সে পরীক্ষার অনুমোদন দেওয়া হয়। মিটিংয়ের সিদ্ধান্ত প্রকাশিত হওয়ায় অমর্ত্য রায়ের নিয়মিত ছাত্রত্ব না থাকার বিষয়টি নির্বাচন কমিশনের বিবেচনায় এসেছে।

ছাত্রত্ব না থাকার বিষয়ে পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ছালেহ আহাম্মদ বলেন, অমর্ত্য ২০১৭-১৮ বর্ষের শিক্ষার্থী হিসেবে ২০২১ সালে স্নাতকোত্তর পরীক্ষায় অংশগ্রহণ করে ৪০৭ ও ৪০৮নং কোর্সে অকৃতকার্য হন। আগের অর্ডিন্যান্স অনুযায়ী (বর্তমান অর্ডিন্যান্স ২০১৯-২০) অমর্ত্য শুধু একবার মানোন্নয়ন পরীক্ষা দেওয়ার সুযোগ পাবেন। কিন্তু পরীক্ষা নিয়ন্ত্রক অফিসের অসতর্কতায় একবারের পরিবর্তে দুইবার মানোন্নয়ন পরীক্ষার সুযোগ পেয়েও একটি কোর্সে পাস করতে পারেননি। কিছুদিন আগে তিনি স্নাতকোত্তর পর্বে ভর্তির আবেদন করলে আমরা খোঁজ নিয়ে জানতে পারি যে, তিনি এখনো স্নাতক পরীক্ষায় একটি কোর্সে অকৃতকার্য আছেন। ফলস্বরূপ আমরা তাকে স্নাতকোত্তর ভর্তির সুযোগ না দিয়ে স্নাতকের ওই কোর্সটি পুনরায় পরীক্ষা নেওয়ার সুপারিশ করি, যা একাডেমিক কাউন্সিল ও সিন্ডিকেট সভায় অনুমোদিত হয়।

এ বিষয়ে জানতে চাইলে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মো. মনিরুজ্জামান বলেন, নির্বাচন কমিশনের বক্তব্য বিজ্ঞপ্তি আকারে প্রকাশিত হয়েছে। এ বিষয়ে আলাদা করে বক্তব্য দেওয়ার প্রয়োজন নেই।

বিজ্ঞপ্তিতে একজন নির্বাচন কমিশনের স্বাক্ষর না থাকার বিষয়ে তিনি বলেন, নির্বাচন কমিশনার রেজওয়ান করিম স্নিগ্ধা অসুস্থ থাকায় বিশ্ববিদ্যালয়ে অনুপস্থিত রয়েছেন।

প্রার্থিতা বাতিলের প্রতিক্রিয়ায় অমর্ত্য রায় জন বলেন, আমরা প্যানেলের সবার সঙ্গে আলোচনা করে সংবাদ সম্মেলনের মাধ্যমে নিজেদের অবস্থান তুলে ধরব।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ময়মনসিংহের ১১টি আসনের ৯টিতে বিএনপির প্রার্থী ঘোষণা

মধ্যরাতে বিএনপির চার নেতাকে বহিষ্কার

খালেদা জিয়াকে প্রার্থী ঘোষণা করায় ফেনীতে উচ্ছ্বাস

মেসিকে সেরা মানতে নারাজ রোনালদো!

বগুড়ায় বিএনপির প্রার্থী হলেন যারা

ফিফপ্রোর বর্ষসেরা একাদশ ঘোষণা, জায়গা পেলেন কারা?

দাবি আদায়ে নতুন কর্মসূচি মুক্তিযোদ্ধা পরিবার ও বস্তিবাসীদের

তুরাগে মোস্তফা জামানের উঠান বৈঠকে জনতার ঢল

বিএনপি শুধু পরিবর্তনের কথা বলে না, বাস্তবায়নও করে : মিল্লাত

বগুড়ায় খালেদা জিয়া ও তারেক রহমান প্রার্থী হওয়ায় আনন্দ মিছিল

১০

বিএনপি-জামায়াতের প্রার্থী হয়ে ভোটযুদ্ধে আপন দুই ভাই

১১

বাবার আসন পুনরুদ্ধারে লড়বেন নায়াব ইউসুফ

১২

সহকর্মীকে আপত্তিকর মন্তব্যের দায়ে নিউরোসার্জনকে অব্যাহতি

১৩

সম্মিলিত খতমে নবুওয়ত পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

১৪

শাহরাস্তি-হাজীগঞ্জে বিএনপির ভরসা মমিনুল হক

১৫

৪৫ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বহালসহ ৮ দাবিতে আলটিমেটাম

১৬

বিএনপির মনোনয়ন বঞ্চিতদের ‘সুখবর’ দিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

১৭

এনসিপির প্রার্থী ঘোষণা শিগগিরই, যেসব আসনে লড়তে পারেন শীর্ষ নেতারা

১৮

যে জেলার কোনো আসনেই প্রার্থী দেয়নি বিএনপি

১৯

সেই প্রিয়াঙ্কাতেই আস্থা বিএনপির

২০
X