কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৫, ১২:১১ এএম
আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২৫, ১০:১২ এএম
অনলাইন সংস্করণ
ডাকসু নির্বাচন

ব্যালটে ‘ক্রস চিহ্ন’ এঁকে ভোট, ভাঁজ করতে মানা

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

রাত পোহালেই অনুষ্ঠিত হবে বহুল কাঙ্ক্ষিত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোট গ্রহণ। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ক্যাম্পাস নির্ধারিত আটটি কেন্দ্রে এই ভোট গ্রহণ চলবে।

দেশজুড়ে আলোচিত এই নির্বাচনে শিক্ষার্থীরা কীভাবে সঠিক নিয়মে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন, তা ছবি ও ভিডিওচিত্রের মাধ্যমে জানানো হয়েছে ডাকসুর নির্বাচন কমিশনের পক্ষ থেকে। এ নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ফেসবুক পেজে ভিডিও ডকুমেন্টারি প্রকাশ করা হয়েছে। এতে দেখা যায়, পছন্দের প্রার্থীর নামের পাশের ঘরে স্পষ্টভাবে ‘ক্রস চিহ্ন’ এঁকে ভোট দেবেন ভোটার।

জানা যায়, এবার বিগত যে কোনো নির্বাচনের চেয়ে ডাকসুতে ব্যালটের আকার বড়। থাকছে পাঁচ পৃষ্ঠার ব্যালট। আর হল সংসদের থাকছে এক পৃষ্ঠার ব্যালট। নির্বাচনে ভোট দিতে হবে অপটিক্যাল মার্ক রিকগনিশন (ওএমআর) শিটে।

ভোট দেওয়ার সঠিক নিয়ম

ভোটার তার সুবিধাজনক সময়ে নির্ধারিত ভোটকেন্দ্রে যাবেন। ভোটকেন্দ্রে থাকা পোলিং কর্মকর্তাকে ভোটার তার পরিচয় নিশ্চিত করবেন।

ভোটার প্রথম বর্ষের শিক্ষার্থী হলে তার লাইব্রেরি কার্ড অথবা পে-ইন স্লিপ দেখিয়ে পরিচয় নিশ্চিত করবেন। অন্য বর্ষের শিক্ষার্থীরা হল আইডি কার্ড, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইডি কার্ড অথবা ঢাকা বিশ্ববিদ্যালয় লাইব্রেরি কার্ড দেখিয়ে পরিচয় নিশ্চিত করবেন।

পরিচয় নিশ্চিতের পর ভোটারের আঙুলে অমোচনীয় কালির দাগ দেবেন ভোট গ্রহণ কর্মকর্তা। ভোটার তালিকায় নিজের নামের পাশে সই করবেন ভোটার। এরপর পোলিং কর্মকর্তাকে ভোটার নম্বর জানাতে হবে।

ব্যালট নিয়ে ভোটার প্রবেশ করবেন গোপন ভোটকক্ষে। মোবাইল ফোন বা কোনো ইলেকট্রনিকস ডিভাইস নিয়ে ভোটকক্ষে প্রবেশ করা যাবে না।

ভোটকক্ষে গিয়ে ব্যালট পেপার থেকে পছন্দের প্রার্থীর নাম ও ব্যালট নম্বর খুঁজে বের করবেন ভোটার। এরপর পছন্দের প্রার্থীর নামের পাশের ঘরে স্পষ্টভাবে ‘ক্রস চিহ্ন’ দেবেন ভোটার।

খেয়াল রাখতে হবে, ক্রস চিহ্ন যেন ঘরের বাইরে না যায়। ঘরের বাইরে গেলে সেই ভোট বাতিল হতে পারে। পছন্দের প্রার্থীকে ভোটদান শেষে ব্যালট বাক্সে ব্যালট পেপার জমা দেবেন ভোটার।

কেন্দ্রীয় সংসদ ও হল সংসদের জন্য দুটি আলাদা ব্যালট বক্স থাকবে। ব্যালট পেপার ‘ভাঁজ’ না করে সেগুলো নির্ধারিত বাক্সে ফেলে ভোটার তার ভোটদানের প্রক্রিয়া সম্পন্ন করবেন।

নির্বাচন কমিশনের তথ্যানুযায়ী, যেসব শিক্ষার্থীর দৃষ্টিপ্রতিবন্ধকতা রয়েছে এবং ব্রেইল পড়তে পারেন, তাদের জন্য প্রথমবারের মতো ব্রেইল পদ্ধতিতে ভোটদানের ব্যবস্থা করা হয়েছে। তবে যারা ব্রেইল পড়তে পারেন না, তারা আরেকজনের সহযোগিতা নিয়ে অন্য সবার মতোই ভোট দিতে পারবেন।

ব্রেইল পদ্ধতিতে ভোট গ্রহণের দায়িত্বে রয়েছেন রিটার্নিং কর্মকর্তা এবং শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক শারমীন কবীর।

আলোচিত প্রার্থীরা কে কোথায় ভোট দেবেন?

জানা গেছে, আলোচিত প্রার্থীদের মধ্যে উদয়ন স্কুল অ্যান্ড কলেজে ভোট দেবেন শিবির সমর্থিত সহসভাপতি (ভিপি) পদপ্রার্থী আবু সাদিক কায়েম, সাধারণ সম্পাদক (জিএস) পদপ্রার্থী এস এম ফরহাদ ও সহসাধারণ সম্পাদক (এজিএস) পদপ্রার্থী মুহা. মহিউদ্দিন খান ।

একই কেন্দ্রে ভোট দেবেন ছাত্রদল সমর্থিত প্যানেলের সহসভাপতি (ভিপি) পদপ্রার্থী মো. আবিদুল ইসলাম খান ও সাধারণ সম্পাদক (জিএস) পদপ্রার্থী শেখ তানভীর বারী হামিম। এ ছাড়া স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্যের জিএস পদপ্রার্থী আল সাদী ভুঁইয়াও এই কেন্দ্র ভোট দেবেন।

সিনেট ভবন কেন্দ্রে ভোট দেবেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক ভিপি পদপ্রার্থী আব্দুল কাদের ও ছাত্রদলের প্যানেলের এজিএস পদপ্রার্থী তানভীর আল হাদি মায়েদ।

ইউল্যাব স্কুল অ্যান্ড কলেজে কেন্দ্রে ভোট দেবেন বামপন্থি ছাত্র সংগঠন সমর্থিত প্রতিরোধ পর্ষদের ভিপি পদপ্রার্থী শেখ তাসনিম আফরোজ ইমি।

এ ছাড়া শারীরিক শিক্ষা কেন্দ্রে ভোট দেবেন বাম জোটের জিএস পদপ্রার্থী মেঘমল্লার বসুসহ এ প্যানেলের এজিএস জাবির আহমেদ জুবেল। আর ভূতত্ত্ব বিভাগ কেন্দ্র ভোট দেবেন স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্যের ভিপি পদপ্রার্থী উমামা ফাতেমা।

উল্লেখ্য, ডাকসুতে এবার মোট ভোটার ৩৯ হাজার ৮৭৪। এর মধ্যে ছাত্রী ভোট ১৮ হাজার ৯৫৯ ও ছাত্র ২০ হাজার ৯১৫। নির্বাচনে ২৮ পদের বিপরীতে লড়ছেন ৪৭১ জন প্রার্থী। এর মধ্যে পুরুষ প্রার্থী ৪০৯ ও নারী প্রার্থী ৬২ জন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইয়েমেনে জাতিসংঘের ৭ কর্মী আটক

১৩ দিনেও নিখোঁজ জেলের সন্ধান মেলেনি, বাবার আহাজারি

আমাদের ভাইয়েরা দেশটাকে গড়ার স্বপ্ন দেখছেন : জিএস ফরহাদ

ভক্তদের নজর কেড়েছেন অজিত কুমার

সন্তান কি অবাধ্য, রাগে হাত না তুলে করুন এই ৪ কাজ

নিয়ন্ত্রণ হারিয়ে ধানক্ষেতে উল্টে গেল অটোরিকশা, নিহত ২

আর্জেন্টিনা সমর্থকদের জন্য বড় দুঃসংবাদ

বাবাকে গ্রেপ্তারের সময় কান্নারত শিশুকে চড়, তদন্তে পুলিশ

সুতা শিল্পকে বাঁচাতে প্রয়োজন সরকারি হস্তক্ষেপ: জরুরি নীতি সহায়তার দাবি

নির্বাচনে সব দলকেই অংশ নেওয়ার আহ্বান মির্জা ফখরুলের

১০

হাতিরঝিলে ‘ফানটাস্টিক হেব্বি এনার্জি হাফ ম্যারাথন’ অনুষ্ঠিত

১১

সহজেই তৈরি করে নিন হোয়াইট সস

১২

ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ, ছাত্রদল নেতা নিহত

১৩

আয় কমছে আয়ুষ্মান-রাশমিকার ঠাম্মার

১৪

চিকিৎসকের আত্মহত্যা, হাতে লেখা দুই নামের একজনকে ধরল পুলিশ

১৫

লোহাগড়ায় মহানাম যজ্ঞানুষ্ঠান পরিদর্শনে এনপিপির চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান

১৬

স্বরাষ্ট্র উপদেষ্টা / বিমানবন্দরে আগুনের ঘটনা খতিয়ে দেখবে ৪ দেশের বিশেষজ্ঞ দল

১৭

কলম্বিয়ার প্রেসিডেন্ট পেত্রোর ওপর মার্কিন নিষেধাজ্ঞা

১৮

হোয়াটসঅ্যাপে বন্ধ হচ্ছে এআই চ্যাটবট, তালিকায় আরও থাকবে না...

১৯

সাগরে নিম্নচাপ, বিশেষ বিজ্ঞপ্তিতে যা জানাল আবহাওয়া অফিস

২০
X