চবি প্রতিনিধি
প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৩, ০৬:৪০ পিএম
অনলাইন সংস্করণ

চবি ক্যাম্পাসে তাণ্ডব, সেদিন নীরবে ঘটনাস্থল থেকে সরে যান প্রক্টর

চবি ক্যাম্পাসে তাণ্ডব। ছবি : কালবেলা
চবি ক্যাম্পাসে তাণ্ডব। ছবি : কালবেলা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শাটল ট্রেনের ছাদ থেকে পড়ে ১৫ শিক্ষার্থী আহতের ঘটনায় পরিবহন দপ্তর, নিরাপত্তা দপ্তর এবং চবি ক্লাব ও অতিথি ভবনে হামলা ভাঙচুর করেছে সাধারণ শিক্ষার্থীরা। গত ৭ সেপ্টেম্বর রাত সাড়ে ১০টা থেকে প্রায় দেড়টা পর্যন্ত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ইতিহাসে সবচেয়ে ভয়াবহ এ ঘটনা ঘটে। যেখানে মাত্র তিন ঘণ্টার ব্যবধানে লণ্ডভণ্ড হয়ে যায় উপচার্যের বাসভবন, পরিবহন দপ্তরে থাকা ৬০-এর অধিক গাড়ি, বিশ্ববিদ্যালয় পুলিশ ফাঁড়ি, চবি ক্লাব ও অতিথি ভবন। সরেজমিনে দেখা যায়, ঘটনার শুরুর দিকে রাত সাড়ে ১০টার দিকে শাটল বিশ্ববিদ্যালয়ে পৌঁছালে আহত হওয়ার ঘটনার প্রতিবাদে শিক্ষার্থীরা ফুঁসে উঠতে থাকে শিক্ষার্থীরা। এ সময় প্রক্টর ড. মোহাম্মদ নুরুল আজিম সিকদারসহ দুজন সহকারী প্রক্টরকে বিশ্ববিদ্যালয় রেলস্টেশনে দাঁড়ানো ছিলেন। কিন্তু ফুঁসে ওঠা শিক্ষার্থীদের কোনোরকম আস্বস্ত না করে তাদের তিনজনকে একটি সিএনজি করে ঘটনাস্থল থেকে সরে যেতে দেখা যায়। ঘটনাস্থলের একটি ভিডিও ফুটেজে এ দৃশ্য দেখা গেছে। যা ইতোমধ্যে কালবেলার হাতে এসে পৌঁছেছে।

পরে প্রশাসনের অনুপস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের মূল ফটক আটকে চেয়ার-টায়ার জ্বালিয়ে বিক্ষোভ মিছিল করতে থাকেন শিক্ষার্থীরা। তাছাড়া ওই সময় সামাজিক যোগাযোগমাধ্যমে আহতদের মধ্যে একজন মারা গেছে বলে গুজব রটানো হয়। আর এতেই ফুঁসে ওঠা শিক্ষার্থীদের আন্দোলন আরও তীব্র আকার ধারণ করে।

এই সুযোগে রাত ১১টার দিকে একটি দল উপাচার্যের বাসভবনের দিকে এগিয়ে যায় এবং তিনতলা বিশিষ্ট পুরো বাসভবন তছনছ করে দেয়। এরপর রাত দেড়টা পর্যন্ত একে একে পরিবহন দপ্তর, নিরাপত্তা দপ্তরে হামলা করে বিক্ষুব্ধ শিক্ষার্থীর। তখনও বিশ্ববিদ্যালয় প্রশাসন বা পুলিশ প্রশাসনের কাউকে ঘটনাস্থলে দেখা যায়নি।

শিক্ষার্থীরা বলছেন, এই পুরোটা সময়জুড়ে বিশ্ববিদ্যালয় প্রক্টরিয়াল বডি গোপনে শিক্ষক ক্লাবে অবস্থান করছিল। রাত সাড়ে ১২টার দিকে সেখানেও হামলা করে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। এসময় প্রক্টরিয়াল বডিকে শিক্ষক ক্লাবের দুতলার একটি কক্ষে ভেতর থেকে দরজা আটকে অবস্থান নিতে দেখা যায়।

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহসভাপতি প্রদীপ চক্রবর্তী দুর্জয় কালবেলাকে বলেন, প্রশাসনের দুর্বলতা সুস্পষ্ট। এ ধরনের ঘটনা চবি ক্যাম্পাসে কখনোই ঘটেনি। তারা ঘটনাস্থলে উপস্থিত থাকলে এরকম ভয়াবহ ঘটনা ঘটতো না। আর যদিও বা তারা বলছে, তারা ঘটনাস্থলে উপস্থিত ছিল। তাহলে উপস্থিত থেকেও কেন এত বড় দুর্ঘটনা থামাতে পারেনি?

বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন টিপু কালবেলাকে বলেন, বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এ ধরনের ঘটনা ঘটেনি। তবে ঘটনাস্থলে যদি প্রক্টরিয়াল বডিসহ শিক্ষকরা উপস্থিত থাকত তাহলে ইতিবাচক কোনো রেজাল্ট পেতাম আমরা। তারা উপস্থিত না থাকাতে শিক্ষার্থীরা ফুঁসে ওঠে। এটার কারণে আমরা সবাই খুবই মর্মাহত। প্রক্টরিয়াল বডি যদি সচেতন হতেন তাহলে আমার মনে হয় ঘটনাটা এতদূর পর্যন্ত গড়াত না।

শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুল হক বলেন, এ ঘটনা প্রক্টরিয়াল বডির ব্যর্থতা নয় শুধু, তাদের অবহেলা, অসতর্ক অসতর্কতা ও উদাসীনতা। এটা তাদের চরম ব্যর্থতার বহিঃপ্রকাশ। তাদের নির্লিপ্ততার সুযোগে অন্য দিকে মোড় নিয়েছে। যারা নিজেরাই নিরাপত্তাহীনতায় ভুগে, তারা বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা দিবে কীভাবে? তাদের উচিত ঘটনার দায় স্বীকার করে দায়িত্ব ছেড়ে দেওয়া।

বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য ড. নঈম উদ্দিন হাছান আওরঙ্গজেব চৌধুরী কালবেলাকে বলেন, শক্তিশালী তদন্ত কমিটি গঠন করা দরকার। এ ঘটনায় কারো ইন্ধন আছে কিনা, বিশ্ববিদ্যালয়ের দুর্বলতা আছে কিনা, এই বিষয়গুলো মূল্যায়ন করে তদন্ত কমিটি হওয়া দরকার।

এ বিষয়ে জানতে চাইলে প্রক্টর ড. মোহাম্মদ নুরুল আজিম সিকদার কালবেলা প্রতিনিধিতে মুঠোফোনে সরাসরি দেখা করার কথা বলতে বলেন। তিনি বলেন, এ সবকিছু বানোয়াট।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাহ্মণবাড়িয়া-২ ও ৩ আসনের শুনানিতে সিইসির সামনেই হাতাহাতি 

বিএসএফের হাতে আটক বাংলাদেশি পুলিশ কর্মকর্তার পরিচয় মিলেছে

সড়ে দাঁড়াল জার্সি স্পন্সর, এশিয়া কাপের আগে বিপাকে ভারত

হেড-গ্রিন-মার্শের ঝোড়ো শতকে অস্ট্রেলিয়ার সংগ্রহ ৪৩১

ডাকসু নির্বাচন: নেশামুক্ত হল গড়ার অঙ্গীকার আবু সাঈদের

সাঈদীর বিরুদ্ধে হাসিনা মিথ্যা সাক্ষী বানিয়েছিল: রিজভী

নিজেই বানিয়ে ফেলুন সানব্রাস্ট মিরর

জুলাই সনদের ব্যাপারে নির্বাচিত সরকারই আইন ও সংবিধান সংশোধন করবে : রিজভী

ফেসবুকে ভুয়া প্রেস বিজ্ঞপ্তি : নেতাকর্মীদের যে অনুরোধ করলেন রিজভী

বিএনপির নেতৃত্বে দেশ পরিচালনার পরিকল্পনা করছেন তারেক রহমান : এ্যানি

১০

নির্বাচন নিয়ে নানামুখী ষড়যন্ত্র চলছে : ব্যারিস্টার অসীম

১১

আন্তর্জাতিক অঙ্গনে ইতিহাস গড়ল সাইফের ‘গো বিয়ন্ড’

১২

জুলাই সনদে মতামত দিল আরও ৩ দল 

১৩

গাজার পক্ষে থাকতে মেলানিয়া ট্রাম্পকে এরদোয়ানের স্ত্রীর চিঠি

১৪

পেটের মেদ কমাতে এই ৬টি খাবার বাদ দিন

১৫

কী কী চুক্তি-সমঝোতা স্মারক সই হলো বাংলাদেশ-পাকিস্তানের মধ্যে

১৬

শিশুকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন

১৭

আফগানিস্তান-বাংলাদেশ সিরিজ চূড়ান্ত, জেনে নিন কবে কখন ম্যাচ

১৮

মুখ খুললেন নেতানিয়াহুর রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী

১৯

ইরানে অভিযান, ইসরায়েলসংশ্লিষ্ট ছয়জন নিহত

২০
X