

ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটির (আইএসইউ) মহাখালী ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ফল-২০২৫ সেমিস্টারের নবীনবরণ অনুষ্ঠান। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকালে আয়োজিত এ অনুষ্ঠানে নবাগত শিক্ষার্থীদের বরণ করে নেয় বিশ্ববিদ্যালয় পরিবার।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইএসইউ উপাচার্য প্রফেসর ড. আব্দুল আউয়াল খান। সভাপতিত্বও করেন তিনি। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের সদস্য ইঞ্জিনিয়ার তাসমিয়া রহমান।
উপাচার্য প্রফেসর ড. আব্দুল আউয়াল খান নবীন শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘শিক্ষাজীবনে মনোযোগী হতে হবে, কিন্তু শুধু ভালো ছাত্র হলেই চলবে না, ভালো মানুষ হিসেবেও গড়ে উঠতে হবে। জ্ঞান অর্জনের মাধ্যমে পরিবার, সমাজ, দেশ ও বিশ্বে অবদান রাখার যোগ্যতা অর্জন করতে হবে।’
তিনি আরও বলেন, ‘শিক্ষার্থীদের দক্ষতা ও সম্ভাবনা বিকাশে আইএসইউ সর্বদা কাজ করে যাচ্ছে। আধুনিক শ্রেণিকক্ষ, ল্যাব, অভিজ্ঞ শিক্ষক, তাত্ত্বিক ও ব্যবহারিক পাঠদান এবং সহশিক্ষা কার্যক্রমের মাধ্যমে একটি শিক্ষার্থী-বান্ধব পরিবেশ তৈরি ও বজায় রাখতে বিশ্ববিদ্যালয় বদ্ধপরিকর।’
বিশেষ অতিথির বক্তব্যে ইঞ্জিনিয়ার তাসমিয়া রহমান নবীনদের আইএসইউ পরিবারে স্বাগত জানিয়ে বলেন,‘বিশ্ববিদ্যালয় জীবনে নতুন যাত্রার সঙ্গে শুরু হবে নতুন শেখা ও নতুন উদ্ভাবনের অধ্যায়। পড়াশোনার পাশাপাশি নিজের চারপাশ ও সমাজ সম্পর্কে সচেতন হতে হবে। নিজের উন্নতির সঙ্গে সঙ্গে পরিবার ও দেশকেও এগিয়ে নিতে হবে।’
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, আইএসইউ ট্রেজারার প্রফেসর এইচ. টি. এম. কাদের নেওয়াজ, প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডীন প্রফেসর মোহাম্মদ আবুল কাসেম, আইকিউএসি পরিচালক প্রফেসর ড. মো. একরামুল হক, রেজিস্ট্রার মো. ফাইজুল্লাহ কৌশিক, ব্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষক প্রফেসর মোহাম্মদ আলী এবং বিভিন্ন বিভাগের চেয়ারপার্সন, শিক্ষক-শিক্ষিকা ও প্রশাসনিক কর্মকর্তা।
মন্তব্য করুন