বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) বহিরাগতদের মোটরসাইকেলের ধাক্কায় এক রিকশাচালকের (৫০) মৃত্যুর ঘটনা ঘটেছে। তবে নিহত রিকশা ও মোটরসাইকেলচালকের পরিচয় এখনো জানা যায়নি।
রোববার (১৭ সেপ্টেম্বর) রাতে বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউ (বিনা)- বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট (বিএফআরআই) রোডে ওই ঘটনা ঘটে। রিকশাচালকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. আজহারুল ইসলাম।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, একটি বাইক পেছন থেকে রিকশাকে ধাক্কা দেয়। এতে রিকশাচালক মারাত্মক আহত হন। পরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আহত বৃদ্ধকে উদ্ধার করে হেলথ কেয়ারে যায়।
নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থী জানান, ওনাকে মেডিকেলে নেওয়ার মতো কেউ ছিল না, তাই আমরাই নিয়ে যাই। তিনি অ্যাম্বুলেন্সেই বমি করেন, হেলথ কেয়ার থেকে ব্যান্ডেজ করার পরও মাথা থেকে ব্লেডিং হচ্ছিল। দ্রুত চিকিৎসার ব্যবস্থা করা হয়। কিন্তু শেষ রক্ষা হলো না। ওনার কাছে কোনো মোবাইল, ঠিকানা কিছু ছিল না। অবশেষে চেক করে পকেটে কয়েকটা নাম্বার পেয়ে কল করে বাসায় জানানো হয়।
বিশ্ববিদ্যালয়ের প্রধান নিরাপত্তা কর্মকর্তা মো. মহিউদ্দীন হাওলাদার বলেন, বিশ্ববিদ্যালয়ের বিনা রোডে জেনেটিক্সের গবেষণা খামারের সামনে মোটরসাইকেল ও রিকশার মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। পরে তাদের মেডিকেলে নিয়ে যাওয়া হয়। তাৎক্ষণিকভাবে নিহতর পরিচয় জানা যায়নি।
অধ্যাপক ড. আজারুল ইসলাম বলেন, দুর্ঘটনার সঙ্গে সঙ্গে বিশ্ববিদ্যালয় হেলথ কেয়ার থেকে একটি অ্যাম্বুলেন্স পাঠানোর ব্যবস্থা করি। পরে অটোরিকশাচালক ও মোটরসাইকেলচালককে মেডিকেলে নিয়ে যাওয়া হয়। ময়মনসিংহ মেডিকেলে যাওয়ার পর অটোরিকশাচালকের মৃত্যু ঘটে।
মন্তব্য করুন