কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের ‘স্বাস্থ্য বাতায়ন’ নিয়ে ক্যাম্পেইন করেছে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীরা। শুক্রবার (২২ সেপ্টেম্বর) থেকে বৃহস্পতিবার (২৮ সেপ্টম্বর) পর্যন্ত সালমানপুর, বিজয়পুর, কোটবাড়িসহ বিশ্ববিদ্যালয়ের আশপাশের স্কুল, দোকান, বাড়ি ও মসজিদে এ ক্যাম্পইন করা হয়।
শিক্ষার্থীরা জানান, ঘরে বসে চিকিৎসাসেবা নেওয়ার বিষয়টি অনেকে জানেন না। স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য বাতায়নে এ সেবা বিনা খরচে পাওয়া যায়। এ নিয়ে জনসাধারণের মধ্যে সচেতনতা সৃষ্টি করতে ক্যাম্পেইন পরিচালনা করা হয়। স্বাস্থ্য বাতায়নের ১৬২৬৩ নম্বরে কল দিয়ে যে কেউ স্বাস্থ্যসেবা নিতে পারেন। সেখানে বিশেষজ্ঞ চিকিৎসকরা পরামর্শসহ বিভিন্ন তথ্য মোবাইল ফোনে খুদে বার্তার মাধ্যমে সেবাগ্রহীতাকে পাঠান।
ক্যাম্পেইনে অংশ নেওয়া শাহেনা আক্তার (৪৫) নামের এক বাসিন্দা বলেন, ‘এত সহজে ডাক্তারের পরামর্শ নেওয়া যায় তা আগে জানতাম না। আমি নানা অসুখে ভুগি। আমার প্রতি মাসে ১২-১৫ হাজার টাকা ওষুধের পেছনে ব্যয় হয়। ডাক্তারকেও ফি দিতে হয়। স্বাস্থ্য বাতায়নের তথ্য জেনে এ থেকে সেবা নিতে পারব। বিষয়টি গ্রামের সবাইকে জানাব।’
গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক অর্ণব বিশ্বাস বলেন, ‘পাবলিক রিলেশনস কোর্সর অংশ হিসেবে শিক্ষার্থীরা এ ক্যাম্পেইন পরিচালনা করেন।’
মন্তব্য করুন