রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সাইন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের ফরহাদ হোসেন রনি নামের এক শিক্ষার্থীর অস্বাভাবিক মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৩ অক্টোবর) সকালে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেনন সিএসই বিভাগের সভাপতি সহযোগী অধ্যাপক সুব্রত প্রামাণিক।
মৃত বিশ্ববিদ্যালয়ের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তার বাড়ি কুমিল্লা জেলায়।
গত আগস্ট মাসে তার স্নাতক শেষ হওয়ার পর থেকে ঢাকায় মিরপুর-১ এ একটি মেসে থেকে চাকরির প্রস্তুতি নিচ্ছিলেন তিনি।
রনির সহপাঠী মামুন বলেন, আগের রাতে ঘুমিয়ে ছিলেন। কিন্তু সকাল হলেও তার কোনো সাড়া পাওয়া যায়নি। তার রুমমেট কয়েক বার ডাকলেও কোনো সাড়াশব্দ পাওয়া যায়নি। পরে সন্ধ্যায় মেসের কয়েকজন তাকে নিয়ে হাসপাতালে যায়। হসপিটালে নিয়ে যাওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করে।
মন্তব্য করুন