ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান ছুটিতে থাকায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্ব পালন করছেন প্রো-ভিসি (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রবীর কুমার সরকার স্বাক্ষরিত এক এক চিঠিতে এ তথ্য জানানো হয়।
রোববার (৮ অক্টোবর) থেকে তিনি এই দায়িত্ব পালন করছেন। বর্তমান উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান চীনের ইউনান বিশ্ববিদ্যালয়ের কনফুসিয়াস ইনস্টিটিউটের বার্ষিক গার্ড মিটিংয়ে অংশগ্রহণ করায় আগামী ১২ অক্টোবর পর্যন্ত তিনি এই দায়িত্ব পালন করবেন।
বিশ্ববিদ্যালয়ের এক চিঠিতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানকে চীনের Yunnan University-তে কনফুসিয়াস ইনস্টিটিউটের বার্ষিক বোর্ড মিটিং-এ অংশগ্রহণের জন্য ৮ অক্টোবর হতে ১২ অক্টোবর পর্যন্ত কর্তব্যরত ছুটি মঞ্জুরসহ চীন গমন ও অবস্থানের জন্য সরকার সদয় সম্মতি জ্ঞাপন করেছেন। উপাচার্যের উক্ত ছুটিকালীন সময়ে প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল তার নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে উপাচার্যের রুটিন দায়িত্ব পালন করবেন।
মন্তব্য করুন