বুটেক্স প্রতিনিধি
প্রকাশ : ০৯ অক্টোবর ২০২৩, ০৮:১০ পিএম
অনলাইন সংস্করণ

বুটেক্সের নিয়োগ বিজ্ঞপ্তিতে ভুলের ছড়াছড়ি

গ্রাফিক্স : কালবেলা।
গ্রাফিক্স : কালবেলা।

বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে (বুটেক্স) শূন্য আসন পূরণে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তিতে ভুলের ছড়াছড়ি। বিশ্ববিদ্যালয় নিয়োগ বিধিমালা অনুসরণ না করে প্রকাশিত বিজ্ঞপ্তিতে ভুলগুলো ইচ্ছাকৃত নাকি অনিচ্ছায় হয়েছে এমন প্রশ্নও উঠেছে।

গত ১৭ সেপ্টেম্বর ২০টি শূন্যপদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার কাবেরি মজুমদারের স্বাক্ষরিত নিয়োগ বিজ্ঞপ্তি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হয়।

গত ১৯ সেপ্টেম্বর দৈনিক ইত্তেফাক পত্রিকায় নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়।

টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ে সহযোগী অধ্যাপক পদে ১টি, বাজেট অ্যান্ড অ্যাকাউন্টস অফিসার পদে ১টি, ডেভেলপমেন্ট অফিসার পদে ১টি, মেডিকেল অফিসার পদে ১টিসহ আরও ১৬টি পদের নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

নিয়োগ বিজ্ঞপ্তিতে দেখা যায়, অফিসার পদের জন্য ন্যূনতম ২ বছরের অভিজ্ঞতার কথা উল্লেখ করা হয়। বিশ্ববিদ্যালয়ে নিয়োগ বিধিমালা অনুযায়ী সংশ্লিষ্ট কাজে সরকারি, আধা-সরকারি, স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান হতে অভিজ্ঞতার কথা উল্লেখ থাকার কথা থাকলেও অফিসার পদের নিয়োগের ক্ষেত্রে কোনো প্রতিষ্ঠান হতে অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে তা উল্লেখ নেই।

তা ছাড়া শিক্ষক পদে নিয়োগের ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কর্তৃক অভিন্ন শিক্ষক নিয়োগ নীতিমালা বিশ্ববিদ্যালয়ের ৭৭তম সিন্ডিকেটে পাস হয়। কিন্তু প্রকাশিত বিজ্ঞপ্তিতে সহযোগী অধ্যাপক পদে নিয়োগের ক্ষেত্রে অভিন্ন শিক্ষক নিয়োগ নীতিমালা না মেনে পুরোনো নীতিমালা অনুসরণ করা হয়।

বিজ্ঞপ্তিতে ভুলের বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার কাবেরি মজুমদারের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, ‘আমরা ভুলগুলো লক্ষ্য করেছি। গত ৩ অক্টোবর আবেদন জমা দেওয়ার শেষ তারিখ থাকায় সংশোধনী দেওয়া সম্ভব হয়নি।’

ইচ্ছাকৃত ভুল কিনা এবং এ নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পরবর্তী নির্দেশনা সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ‘এটা আমাদের ইচ্ছাকৃত ভুল নয়। বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বিজ্ঞপ্তি নিয়ে পরবর্তী সিদ্ধান্ত জানাবেন।’

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ড. মো. সাইদুজ্জামান বলেন, ‘বিষয়টি নিয়ে আমরা অবগত আছি। এ নিয়ে ইতোমধ্যে উপাচার্যের সঙ্গে কথা হয়েছে আমাদের। যেসব আবেদন বিশ্ববিদ্যালয়ের নিয়মের সঙ্গে সঙ্গতিপূর্ণ হবে তাদের অগ্রাধিকার দেওয়া হবে। স্যার আমাদের আশ্বস্ত করেছেন বিশ্ববিদ্যালয়ের নিয়োগের যথাযথ নিয়ম মেনে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রামে সেপটিক ট্যাঙ্কে নেমে ২ শ্রমিকের মৃত্যু

রাতে খাওয়ার পরও ক্ষুধা লাগার কারণ জেনে নিন

টানা ৫ দিন বজ্রবৃষ্টি ঝরতে পারে যেসব অঞ্চলে

প্রেমের স্মৃতি টেনে কিমের সঙ্গে দেখা করতে চাইলেন ট্রাম্প

কমলাপুর রেলস্টেশনে নারীকে কুপিয়ে হত্যা, প্রেমিক আটক

নদীভাঙনের কবলে শতবর্ষী স্কুল, হুমকিতে মাঠ ও শহীদ মিনার

আবারও সেরা ব্রাজিল, কলম্বিয়াকে হারিয়ে জিতল টানা তৃতীয় শিরোপা

দুদিন বন্ধ থাকবে ঢাবি মেট্রো স্টেশন

‘দৈনিক আজকের কণ্ঠ’ নামের পেজটি গুজব তৈরির প্ল্যাটফর্ম : বাংলাফ্যাক্ট

সরকারি ইজারাবিহীন বালুমহালে মোবাইল কোর্টের হানা

১০

পর্দায় শুভশ্রীর সঙ্গে নিজেকে দেখে অশ্রুসিক্ত দেব

১১

মার্কিন শুল্কে কঠোর অবস্থানে মোদি

১২

‎নামাজ শেষে বেরিয়ে সড়কে গেল জামায়াত নেতার প্রাণ

১৩

মারা গেছেন কেজিএফের জনপ্রিয় অভিনেতা

১৪

ডাকসু নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের সিদ্ধান্ত

১৫

এনসিপির ৮ নেতা চীন সফরে যাচ্ছেন আজ

১৬

নেদারল্যান্ডসের চমক, বাংলাদেশ সফরের আগে বদলে ফেলল স্কোয়াড

১৭

ঢাকার ব্যস্ততম দুই সড়ক অবরোধ

১৮

রিজার্ভ চুরি মামলা  / ৮৮ বার পেছাল তদন্ত প্রতিবেদন

১৯

সেই টাইসনকে খুঁজে পাওয়া যাচ্ছে না  

২০
X