ববি প্রতিনিধি
প্রকাশ : ০৯ অক্টোবর ২০২৩, ১০:১০ পিএম
অনলাইন সংস্করণ

ববিতে জলাবদ্ধতা, চাইলেই ‘ধান চাষ’ করা যাবে খেলার মাঠে

বরিশাল বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠ। ছবি : কালবেলা
বরিশাল বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠ। ছবি : কালবেলা

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) প্রায় ১০ হাজার শিক্ষার্থীর জন্য রয়েছে একটি মাত্র খেলার মাঠ। সেখানে অল্প বৃষ্টি হলেই খেলার মাঠ ও ক্যাম্পাসে রাস্তার বিভিন্ন অংশে জলাবদ্ধতা সৃষ্টি হয়। মনে হয় ‘ধান চাষ’ করার জন্য খেলার মাঠ উপযোগী করে তোলা হয়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, কোনো ড্রেনেজ ব্যবস্থা না থাকায় মাঠের এমন করুণ দশা। একযুগ পার হলেও মাঠের দিকে নজর নেই প্রশাসনের।

শিক্ষার্থীরা জানান, ‘মাঠে এখন খেলাধুলা না করে ধান চাষের উপযুক্ত পরিবেশ সৃষ্টি হয়েছে।’

সরেজমিনে গিয়ে দেখা যায়, খেলার মাঠের অধিকাংশ জায়গা উঁচু-নিচু। অতিরিক্ত ঘাস হওয়ায় ও পানি নিষ্কাশনের যথাযথ ব্যবস্থা না থাকায় অল্প বৃষ্টিতেই পানি জমে গেছে। বর্ষাকালের পুরো সময়েই মাঠটিতে পানি জমে থাকায় খেলার অনুপোযোগী হয়ে পড়ে মাঠটি।

এদিকে বিশ্ববিদ্যালয়ের প্রায় ১০ হাজার শিক্ষার্থীর জন্য একটাই খেলার মাঠ হওয়ায় বিষয়টি দ্রুতই সমস্যা সমাধানের দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা।

প্রায় সারা বছরই মাঠটিতে ক্রিকেট, ফুটবল ও ভলিবল টুনামেন্টের আয়োজন করা হয়। তা ছাড়া এ মাঠেই আয়োজন করা হয় আন্তঃবিভাগসহ বিভিন্ন টুর্নামেন্টের। কিন্তু মাঠের পরিবেশ খেলার উপযোগী না হওয়ায় নিয়মিত খেলাধুলায় অংশগ্রহণ করতে পারছে না শিক্ষার্থীরা।

বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের শিক্ষার্থী মো. ফাহিম বলেন, ‘আমাদের কেন্দ্রীয় মাঠে পানি নিষ্কাশনের অভাব। ফলশ্রুতিতে, কাদা হয়ে যায় পুরো মাঠ। একটিমাত্র খেলার মাঠ হওয়ায় সকল বিভাগের শিক্ষার্থীরাদের খেলাধুলা এই মাঠেই করতে হয়। মাঠে প্রচুর গর্ত থাকার কারণে শিক্ষার্থীরা যে কোনো সময় ইনজুরিতে পরতে পারে। ইতোমধ্যে অনেকেই ছোট বড় বিভিন্ন ধরনের ইনজুরিতে পড়েছে। মাঠে কোনো পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টিতেই মাঠ কর্দমাক্ত হয়। খেলাধুলার জন্য একদমই অনুপযুক্ত হয়ে পড়ে। শুধু আন্তঃবিভাগ টুর্নামেন্টের সময় ছাড়া বছরের আর কোনো সময়েই মাঠের সংস্কারের জন্য কোনো উদ্যোগ নেওয়া হয় না।’

মাঠ সংস্কারের বিষয়ে শারীরিক শিক্ষা দপ্তরে পরিচালক মোহাম্মদ রাকিবুল হাসানের কাছে জানতে চাওয়া হলে তিনি জানান, ‘এই বৃষ্টির মৌসুম শেষ হলেই আমরা মাঠ সংস্কারের কাজ শুরু করা হবে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপপ্রধান প্রকৌশলী মো. মুরশীদ আবেদীন বলেন, ‘মাঠ সংস্কারের কাজ শারীরিক শিক্ষা দপ্তরের। তবে তারা মাঠ সংস্কারের জন্য কোনো উদ্যোগ নিলে আমরা আমাদের সর্বোচ্চ দিয়ে সহায়তা করব।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৫০তম বিসিএস পরীক্ষা শুরু

আজ থেকে নতুন দামে স্বর্ণ বিক্রি শুরু, ভরি কত

গণভোটের পর সরকারের মেয়াদ বৃদ্ধির প্রসঙ্গে প্রেস উইংয়ের বিবৃতি

সোহরাওয়ার্দীর পরীক্ষাকেন্দ্রে কবি নজরুল কলেজ শিক্ষার্থীদের নকলের ছড়াছড়ি

ইরানের পারমাণবিক কেন্দ্র থেকে কর্মীদের সরিয়ে নিতে প্রস্তুত রাশিয়া

জামিন ছাড়াই কারামুক্তি পাওয়া সেই ৩ আসামি গ্রেপ্তার

সন্ত্রাসীদের পক্ষে দাঁড়ালে ১৭ বছরের নিপীড়নের গল্পকে ভুয়া ধরব : আসিফ মাহমুদ

রাজধানীতে আজ কোথায় কী

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

চাকরি দিচ্ছে আবুল খায়ের গ্রুপ, লাগবে না অভিজ্ঞতা 

১০

৫০তম বিসিএসের প্রিলি আজ

১১

বন্দি বিনিময়ের শেষ ধাপে ১৫ ফিলিস্তিনির মরদেহ হস্তান্তর করল ইসরায়েল

১২

টিভিতে আজকের যত খেলা

১৩

আজ যেমন থাকবে ঢাকার আবহাওয়া

১৪

আজ টানা ৫ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১৫

আজ যেসব এলাকায় ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না

১৬

৩০ জানুয়ারি : আজকের নামাজের সময়সূচি

১৭

শুক্রবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

১৮

সম্প্রীতির চট্টগ্রাম গড়তে রাজনীতি করছি : সাঈদ আল নোমান

১৯

শুধু বগুড়া নয়, পুরো দেশের কথা চিন্তা করতে হবে : তারেক রহমান

২০
X