সোমবার, ১৩ অক্টোবর ২০২৫, ২৮ আশ্বিন ১৪৩২
ববি প্রতিনিধি
প্রকাশ : ০৯ অক্টোবর ২০২৩, ১০:১০ পিএম
অনলাইন সংস্করণ

ববিতে জলাবদ্ধতা, চাইলেই ‘ধান চাষ’ করা যাবে খেলার মাঠে

বরিশাল বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠ। ছবি : কালবেলা
বরিশাল বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠ। ছবি : কালবেলা

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) প্রায় ১০ হাজার শিক্ষার্থীর জন্য রয়েছে একটি মাত্র খেলার মাঠ। সেখানে অল্প বৃষ্টি হলেই খেলার মাঠ ও ক্যাম্পাসে রাস্তার বিভিন্ন অংশে জলাবদ্ধতা সৃষ্টি হয়। মনে হয় ‘ধান চাষ’ করার জন্য খেলার মাঠ উপযোগী করে তোলা হয়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, কোনো ড্রেনেজ ব্যবস্থা না থাকায় মাঠের এমন করুণ দশা। একযুগ পার হলেও মাঠের দিকে নজর নেই প্রশাসনের।

শিক্ষার্থীরা জানান, ‘মাঠে এখন খেলাধুলা না করে ধান চাষের উপযুক্ত পরিবেশ সৃষ্টি হয়েছে।’

সরেজমিনে গিয়ে দেখা যায়, খেলার মাঠের অধিকাংশ জায়গা উঁচু-নিচু। অতিরিক্ত ঘাস হওয়ায় ও পানি নিষ্কাশনের যথাযথ ব্যবস্থা না থাকায় অল্প বৃষ্টিতেই পানি জমে গেছে। বর্ষাকালের পুরো সময়েই মাঠটিতে পানি জমে থাকায় খেলার অনুপোযোগী হয়ে পড়ে মাঠটি।

এদিকে বিশ্ববিদ্যালয়ের প্রায় ১০ হাজার শিক্ষার্থীর জন্য একটাই খেলার মাঠ হওয়ায় বিষয়টি দ্রুতই সমস্যা সমাধানের দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা।

প্রায় সারা বছরই মাঠটিতে ক্রিকেট, ফুটবল ও ভলিবল টুনামেন্টের আয়োজন করা হয়। তা ছাড়া এ মাঠেই আয়োজন করা হয় আন্তঃবিভাগসহ বিভিন্ন টুর্নামেন্টের। কিন্তু মাঠের পরিবেশ খেলার উপযোগী না হওয়ায় নিয়মিত খেলাধুলায় অংশগ্রহণ করতে পারছে না শিক্ষার্থীরা।

বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের শিক্ষার্থী মো. ফাহিম বলেন, ‘আমাদের কেন্দ্রীয় মাঠে পানি নিষ্কাশনের অভাব। ফলশ্রুতিতে, কাদা হয়ে যায় পুরো মাঠ। একটিমাত্র খেলার মাঠ হওয়ায় সকল বিভাগের শিক্ষার্থীরাদের খেলাধুলা এই মাঠেই করতে হয়। মাঠে প্রচুর গর্ত থাকার কারণে শিক্ষার্থীরা যে কোনো সময় ইনজুরিতে পরতে পারে। ইতোমধ্যে অনেকেই ছোট বড় বিভিন্ন ধরনের ইনজুরিতে পড়েছে। মাঠে কোনো পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টিতেই মাঠ কর্দমাক্ত হয়। খেলাধুলার জন্য একদমই অনুপযুক্ত হয়ে পড়ে। শুধু আন্তঃবিভাগ টুর্নামেন্টের সময় ছাড়া বছরের আর কোনো সময়েই মাঠের সংস্কারের জন্য কোনো উদ্যোগ নেওয়া হয় না।’

মাঠ সংস্কারের বিষয়ে শারীরিক শিক্ষা দপ্তরে পরিচালক মোহাম্মদ রাকিবুল হাসানের কাছে জানতে চাওয়া হলে তিনি জানান, ‘এই বৃষ্টির মৌসুম শেষ হলেই আমরা মাঠ সংস্কারের কাজ শুরু করা হবে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপপ্রধান প্রকৌশলী মো. মুরশীদ আবেদীন বলেন, ‘মাঠ সংস্কারের কাজ শারীরিক শিক্ষা দপ্তরের। তবে তারা মাঠ সংস্কারের জন্য কোনো উদ্যোগ নিলে আমরা আমাদের সর্বোচ্চ দিয়ে সহায়তা করব।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সোনারগাঁয়ে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন

মা ইলিশ রক্ষায় বিমান বাহিনীর হেলিকপ্টার টহল

ন্যাশনাল পিপলস যুব পার্টির মাদকবিরোধী আলোচনা সভা

নিউমার্কেটে চুরির কাজে ব্যবহৃত সরঞ্জাম, নগদ টাকাসহ গ্রেপ্তার ১

আন্দোলনরত শিক্ষকদের ছত্রভঙ্গ করায় ছাত্রশিবিরের নিন্দা

শিক্ষকদের আন্দোলন নিয়ে ইউনিভার্সিটি টিচার্স লিংকের বিবৃতি

কক্সবাজার আদালতে বিচারকের মোবাইল-মানিব্যাগ চুরি

পাঠ্যপুস্তক ছাপার দায়িত্ব হস্তান্তর ‘মাথাব্যথায় মাথা কাটার মতো সিদ্ধান্ত’ : টিআইবি

বিশ্বকাপে ইতিহাস গড়ে ভারতকে হারাল অস্ট্রেলিয়া

মৌসুমি বায়ুসহ আগামী ৪ দিনের আবহাওয়ার পূর্বাভাস

১০

চাঁদাবাজ-সন্ত্রাসীদের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা

১১

এবার উপদেষ্টাদের নিয়ে মুখ খুললেন সামান্তা শারমিন

১২

ঢাকায় আসছেন জাকির নায়েক

১৩

ছক্কা মেরে ইতিহাস গড়লেন স্মৃতি মান্ধানা!

১৪

উপদেষ্টা রিজওয়ানাকে এনসিপি নেতার হুঁশিয়ারি

১৫

একটি দল ঘোলা পানিতে মাছ শিকার করতে চায় : কফিল উদ্দিন 

১৬

চাকসু নির্বাচনে নতুন প্রত্যয়ে ছাত্রদল

১৭

বন্দর ব্যবসায়ী নেতারা / মাশুল বৃদ্ধির সিদ্ধান্ত চট্টগ্রাম বন্দর বন্ধের ষড়যন্ত্রের অংশ

১৮

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি নিয়ে ৬ হাজারের বেশি মতামত পেয়েছে শিক্ষা মন্ত্রণালয়

১৯

জুলাইয়ের গাদ্দারদের সব রেকর্ড প্রকাশ করা হবে : মুনতাসির

২০
X