ইবি প্রতিনিধি
প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৩, ০৫:০৬ পিএম
অনলাইন সংস্করণ

ইবিতে সিজেডএমের ক্যাপাসিটি বিল্ডিং সেশন

গ্রাফিক্স : কালবেলা।
গ্রাফিক্স : কালবেলা।

সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্টের (সিজেডএম) উদ্যোগে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ক্যাপাসিটি বিল্ডিং সেশন অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৫ অক্টোবর) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে এটি অনুষ্ঠিত হয়।

স্নাতকে অধ্যয়নরত শিক্ষার্থীদের জন্য জিনিয়াস বৃত্তি কর্মসূচির আওতায় এ অনুষ্ঠানের আয়োজন করে সংস্থাটি।

সংস্থাটির হেড অব অপারেশনস কাজী আহমাদ ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম। বিশেষ অতিথি ছিলেন উপউপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আলমগীর হোসেন ভূঁইয়া। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিজেডএম কুষ্টিয়া জোনের সহকারী ব্যবস্থাপক রাকিবুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. শেখ আবদুস সালাম বলেন, সমাজে ভারসাম্য প্রতিষ্ঠায় জাকাত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ইসলাম ধর্মমতে, ধনীদের জন্য গরিবদের জাকাত প্রদান করা ফরজ।

এ সময় তিনি বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, আজ তোমরা যারা জাকাত ফান্ড থেকে অর্থ নিচ্ছ, কোনো ধরনের হীনম্মন্যতায় না ভুগে তোমাদের প্রতিজ্ঞা করা উচিত, এক সময় তোমরা জাকাত ফান্ডে টাকা দিবে।

এদিকে আলোচনা সভা শেষে ‘ক্যাপাসিটি বিল্ডিং’ সেশন পরিচালনা করেন সিজেডএমের জিনিয়াস বৃত্তি কর্মসূচি ও আইসিটি বিভাগের সহকারী মহাব্যবস্থাপক আনোয়ার হোসেন।

জানা যায়, সংস্থাটির কুষ্টিয়া জোনের অন্তর্ভুক্ত ইসলামী বিশ্ববিদ্যালয়ের ১৭৩ শিক্ষার্থীসহ তিনটি মেডিকেল কলেজ ও ১টি বিশ্ববিদ্যালয়ে মোট ২০৩ জনকে নতুন বৃত্তির আওতায় নিয়েছে সিজেডএম। বৃত্তিপ্রাপ্ত প্রত্যেক শিক্ষার্থী মাসিক ৪ হাজার টাকা পাবেন।

উল্লেখ্য, সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্ট (সিজেডএম) একটি দরিদ্রবান্ধব অলাভজনক সংস্থা। সোসাইটি অ্যাক্টের আওতায় ২০০৮ সালে সংস্থাটি নিবন্ধিত হয়। এ সংস্থার কাজ হচ্ছে জাকাত সম্পর্কে সংশ্লিষ্ট সবাইকে সচেতন করা এবং তাদের সুষ্ঠুভাবে জাকাত বণ্টনে ব্যবস্থাপনা সহায়তা প্রদান করা। এ পর্যন্ত সারা বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজের ১৫ হাজার ৭ জন শিক্ষার্থীকে বৃত্তি দিয়েছে সিজেডএম। এ ছাড়া কুষ্টিয়া জোনের অন্তর্ভুক্ত ইসলামী বিশ্ববিদ্যালয়ে সংস্থাটির বৃত্তি পেয়েছেন ৮৯৮ শিক্ষার্থী।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২০২৬ সালে রোজা শুরু হতে পারে যেদিন থেকে

তত্ত্বাবধায়ক সরকার ফেরাতে রিভিউ আবেদনের শুনানি ফের আজ

সকালে উঠে ভুলেও করবেন না এই ৫ কাজ

উন্নত ও গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠার মূল প্রেরণা কাজী নজরুল : রিজভী

কাজী নজরুল ইসলামের ৪৯তম মৃত্যুবার্ষিকী আজ

সহপাঠীদের সঙ্গে খেলতে গিয়ে নিখোঁজ, কচুরিপানার নিচে মিলল লাশ

সপ্তাহের ব্যবধানে সাড়ে ৪ হাজার সেনা হারাল ইউক্রেন

অ্যাসিস্ট্যান্ট অফিসার পদে নিয়োগ দিচ্ছে আড়ং

রাজধানীতে আজ কোথায় কোন কর্মসূচি

এসিআই-এ নিয়োগ, আবেদন করুন অনলাইনে

১০

ঢাকায় বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের বার্তা

১১

বসতভিটা ছিনিয়ে নেওয়ার হুমকি, সন্তানের বিরুদ্ধে বাবার মামলা

১২

ব্রাজিলের মন্ত্রীর মার্কিন ভিসা বাতিল, দায়িত্বজ্ঞানহীন বললেন লুলা

১৩

ভিপি প্রার্থীর বিরুদ্ধে রুমমেটকে ছুরিকাঘাতের অভিযোগ, কী বললেন প্রক্টর

১৪

শিশুকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ আটক

১৫

২৭ আগস্ট : কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৬

২৭ আগস্ট : টিভিতে আজকের খেলা 

১৭

আজ থেকে নতুন দামে বিক্রি হবে স্বর্ণ

১৮

২৭ আগস্ট : আজকের নামাজের সময়সূচি

১৯

বুধবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

২০
X