শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) সয়ংক্রিয় আবহাওয়া স্টেশন স্থাপন করা হয়েছে। মঙ্গলবার (১৭ই অক্টোবর) দুপুর ১২টায় জিওগ্রাফি অ্যান্ড এনভায়রনমেন্ট বিভাগের আয়োজনে ইনস্টিটিউশনাল কোয়ালিটি এসিউরেন্স সেলের সম্মেলন কক্ষে জাপান ও বাংলাদেশের যৌথ উদ্যোগে সয়ংক্রিয় আবহাওয়া স্টেশনের শুভ উদ্বোধন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপউপাচার্য অধ্যাপক ড. মো. কবির হোসেন।
তিনি বলেন, আবহাওয়া ও জলবায়ু বর্তমান বিশ্বে খুবই গুরুত্বপূর্ণ বিষয়। প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় আবহাওয়া ও জলবায়ুর পরিমাপক ব্যবস্থা জরুরি। আজকে শাবিপ্রবির জন্য এক নতুন ঐতিহাসিক দিন। কারণ আজকে সয়ংক্রিয় আবহাওয়া স্টেশন এ বিশ্ববিদ্যালয়ের স্থাপিত হয়েছে। ক্লাইমেটবিষয়ক গবেষণায় এটি অপরিসীম ভূমিকা রাখবে।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাস্ট রিসার্চ সেন্টারের পরিচালক প্রফেসর ড. এ এস এম সাইফুল ইসলাম। অনুষ্ঠানে রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন জাপানের কাগাওয়া বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. তারু তেরা এবং জাইকা এক্সপার্ট ড. মরিমাসা টিসুডা। এতে সভাপতিত্ব করেন জিইবি বিভাগের বিভাগীয় প্রধান ড. মো. আনোয়ারুল ইসলাম এবং সঞ্চালনা করেন সহকারী অধ্যাপক শাহনাজ শিমুল।
মন্তব্য করুন