রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশ : ১৮ অক্টোবর ২০২৩, ১২:৫০ পিএম
অনলাইন সংস্করণ

রাবিতে দুই দিনব্যাপী ক্যারিয়ার ফেস্ট শুরু

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ক্যারিয়ার ফেস্ট শুরু। ছবি : কালবেলা
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ক্যারিয়ার ফেস্ট শুরু। ছবি : কালবেলা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ক্যারিয়ার ক্লাবের (আরইউসিসি) উদ্যোগে দুই দিনব্যাপী ৭ম ক্যারিয়ার ফেস্ট শুরু আগামীকাল। বুধবার (১৮ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্রনাথ ঠাকুর অ্যাকাডেমিক ভবনের সামনে শুরু হয়। উৎসবটি শেষ হবে ১৯ অক্টোবর।

এর আগে মঙ্গলবার (১৭ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্রনাথ ঠাকুর একাডেমিক ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে সংগঠনটির সভাপতি খন্দকার অভিষেক ইবনে শামস জানান, দুই দিনব্যাপী এ উৎসবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের জীবনবৃত্তান্ত জমা দিতে পারবেন। এতে দেশের স্বনামধন্য প্রতিষ্ঠানগুলো সরাসরি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের চাকরির সুযোগ দিবে। ফলে ক্যাম্পাসব্যাপী চাকরির নিয়োগ, ইন্টার্নশিপের সুযোগ, ক্যারিয়ার মূলক সেমিনার, ট্রেনিং এবং ওয়ার্কশপ, কুইজ প্রতিযোগিতা এবং করপোরেট নাইটের সুবিধা পাবে শিক্ষার্থীর।

এসময় তিনি আরও বলেন, অনুষ্ঠানে অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার উপস্থিত থাকার কথা রয়েছে। এ ছাড়া উপউপাচার্য অধ্যাপক মো. সুলতান-উল-ইসলাম এবং অধ্যাপক মো. হুমায়ুন কবির উপস্থিত থাকবেন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ক্যারিয়ার ক্লাবের এই আয়োজনে কর্মসংস্থানের সুযোগ নিয়ে আসছে মেরিকো বাংলাদেশ লিমিটেড, মেন্টর, বিকাশ , লোটো, প্রাণ, ব্র্যাক, পাঞ্জেরী, এডুএক্সপার্ট, ব্ল্যাক এবং আরো অন্যান্য কোম্পানি।এছাড়া উৎসবে পৃষ্ঠপোষক হিসেবে থাকছে এডুহাব, কীরণ, প্রাণ, ডেইলি স্টার, লোটো, র‍্যাম আইটি ও ব্ল্যাক বোর্ড।

এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাবের উপদেষ্টামন্ডলীর সদস্য অধ্যাপক মনিমুল হক, অধ্যাপক ড. রুকসানা বেগম, ড. মো. জহিরুল আনিস ও অধ্যাপক সাদিকুল ইসলাম সাগর, সংগঠনটির সভাপতি খন্দকার অভিষেক ইবনে শামস, সহসভাপতি আয়েশা আক্তার আশা এবং সাধারণ সম্পাদক জান্নাতুল ফেরদৌস সজল।

উল্লেখ্য ২০১৩ সালে প্রতিষ্ঠিত হয় রাজশাহী ইউনিভার্সিটি ক্যারিয়ার ক্লাব। প্রতিষ্ঠার পর ক্লাবটি ৭টি সফল জব ফেয়ার ও ৬টি সফল ক্যারিয়ার ফেস্টের আয়োজন করেছে। দেশের বিভিন্ন মাল্টিন্যাশনাল কোম্পানি যেমন বাংলালিংক, স্যামসাং, ম্যারিকো, ইউনিলিভার এবং আরও অনেকের সঙ্গে অনেক সহযোগিতামূলক অনুষ্ঠান করেছে। এ ছাড়াও বিভিন্ন সময় সেমিনার, ওয়ার্কশপ ও প্রতিযোগিতা, পাবলিক স্পিকিংয়ের আয়োজন করে থাকছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৯ গরু ও ২ লাখ টাকা লুট

গাজার অসহায় মানুষের পাশে বাংলাদেশি ৪ তরুণ

আসামে ‘দেখামাত্র গুলির নির্দেশ’ দুর্গাপূজা পর্যন্ত বহাল

বরিশাল নার্সিং কলেজে চোখে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের বিক্ষোভ

বরেন্দ্র বিশ্ববিদ্যালয় / এআই ক্যারিয়ার ও উচ্চশিক্ষা বিষয়ে সেমিনার অনুষ্ঠিত

‘র’-এর এজেন্ডা বাস্তবায়নের জন্য কাউকে উপদেষ্টা করা হয়নি : জুলাই ঐক্য

চবিতে ছাত্রদল ও ছাত্রশিবিরের পাল্টাপাল্টি কর্মসূচি, উত্তপ্ত ক্যাম্পাস

রাকসু নির্বাচনে প্রার্থীদের ডোপ টেস্ট শুরু বৃহস্পতিবার 

শিক্ষার্থীদের ধাওয়া খেয়ে পালালেন প্রধান শিক্ষক, ভিডিও ভাইরাল

ফ্যাসিবাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণাকারী থালাপতি বিজয়ের বিরুদ্ধে মামলা

১০

যুক্তরাজ্যে সর্বোচ্চ যৌন অপরাধ করে ভারতীয়রা

১১

স্ত্রীর জন্য দোয়া চাইলেন প্রযোজক ইকবাল

১২

ইকসু গঠন ও নির্বাচনের গঠনতন্ত্র প্রণয়নে ১১ সদস্যের কমিটি

১৩

বনজ কুমারের মামলায় খালাস পেলেন ইলিয়াস

১৪

নদীতে চর ধসে আতঙ্কে শতাধিক পরিবার

১৫

ওয়াই-ফাইয়ের রেডিয়েশন থেকেও হতে পারে ভয়াবহ রোগ!

১৬

আসনসীমা নিয়ে শুনানি শেষ, চূড়ান্ত তালিকা প্রকাশ শিগগিরই 

১৭

বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ, ঝোড়ো হাওয়ার শঙ্কা

১৮

মুহূর্তের ব্যবধানেই ভেস্তে গেল বন্দরে ডাকাতির পরিকল্পনা

১৯

মেসিকে না পারলেও রোনালদোকে ছাড়িয়ে গেছেন টেইলর সুইফট

২০
X