রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশ : ১৮ অক্টোবর ২০২৩, ১২:৫০ পিএম
অনলাইন সংস্করণ

রাবিতে দুই দিনব্যাপী ক্যারিয়ার ফেস্ট শুরু

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ক্যারিয়ার ফেস্ট শুরু। ছবি : কালবেলা
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ক্যারিয়ার ফেস্ট শুরু। ছবি : কালবেলা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ক্যারিয়ার ক্লাবের (আরইউসিসি) উদ্যোগে দুই দিনব্যাপী ৭ম ক্যারিয়ার ফেস্ট শুরু আগামীকাল। বুধবার (১৮ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্রনাথ ঠাকুর অ্যাকাডেমিক ভবনের সামনে শুরু হয়। উৎসবটি শেষ হবে ১৯ অক্টোবর।

এর আগে মঙ্গলবার (১৭ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্রনাথ ঠাকুর একাডেমিক ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে সংগঠনটির সভাপতি খন্দকার অভিষেক ইবনে শামস জানান, দুই দিনব্যাপী এ উৎসবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের জীবনবৃত্তান্ত জমা দিতে পারবেন। এতে দেশের স্বনামধন্য প্রতিষ্ঠানগুলো সরাসরি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের চাকরির সুযোগ দিবে। ফলে ক্যাম্পাসব্যাপী চাকরির নিয়োগ, ইন্টার্নশিপের সুযোগ, ক্যারিয়ার মূলক সেমিনার, ট্রেনিং এবং ওয়ার্কশপ, কুইজ প্রতিযোগিতা এবং করপোরেট নাইটের সুবিধা পাবে শিক্ষার্থীর।

এসময় তিনি আরও বলেন, অনুষ্ঠানে অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার উপস্থিত থাকার কথা রয়েছে। এ ছাড়া উপউপাচার্য অধ্যাপক মো. সুলতান-উল-ইসলাম এবং অধ্যাপক মো. হুমায়ুন কবির উপস্থিত থাকবেন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ক্যারিয়ার ক্লাবের এই আয়োজনে কর্মসংস্থানের সুযোগ নিয়ে আসছে মেরিকো বাংলাদেশ লিমিটেড, মেন্টর, বিকাশ , লোটো, প্রাণ, ব্র্যাক, পাঞ্জেরী, এডুএক্সপার্ট, ব্ল্যাক এবং আরো অন্যান্য কোম্পানি।এছাড়া উৎসবে পৃষ্ঠপোষক হিসেবে থাকছে এডুহাব, কীরণ, প্রাণ, ডেইলি স্টার, লোটো, র‍্যাম আইটি ও ব্ল্যাক বোর্ড।

এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাবের উপদেষ্টামন্ডলীর সদস্য অধ্যাপক মনিমুল হক, অধ্যাপক ড. রুকসানা বেগম, ড. মো. জহিরুল আনিস ও অধ্যাপক সাদিকুল ইসলাম সাগর, সংগঠনটির সভাপতি খন্দকার অভিষেক ইবনে শামস, সহসভাপতি আয়েশা আক্তার আশা এবং সাধারণ সম্পাদক জান্নাতুল ফেরদৌস সজল।

উল্লেখ্য ২০১৩ সালে প্রতিষ্ঠিত হয় রাজশাহী ইউনিভার্সিটি ক্যারিয়ার ক্লাব। প্রতিষ্ঠার পর ক্লাবটি ৭টি সফল জব ফেয়ার ও ৬টি সফল ক্যারিয়ার ফেস্টের আয়োজন করেছে। দেশের বিভিন্ন মাল্টিন্যাশনাল কোম্পানি যেমন বাংলালিংক, স্যামসাং, ম্যারিকো, ইউনিলিভার এবং আরও অনেকের সঙ্গে অনেক সহযোগিতামূলক অনুষ্ঠান করেছে। এ ছাড়াও বিভিন্ন সময় সেমিনার, ওয়ার্কশপ ও প্রতিযোগিতা, পাবলিক স্পিকিংয়ের আয়োজন করে থাকছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আরও ১১ নেতাকে দুঃসংবাদ দিল বিএনপি

সুখবর পেলেন মোস্তাফিজুর রহমান

স্থায়ী পুনর্বাসন ও সম্প্রীতির সমাজ গড়ার প্রতিশ্রুতি আমিনুল হকের

রবিনের ধানের শীষেই আস্থা সাধারণ ভোটারদের 

হাদি হত্যা / ফয়সালের ঘনিষ্ঠ সহযোগী রুবেল ফের রিমান্ডে 

বেকার সমস্যা সমাধানে বৃহৎ পরিকল্পনা নিয়ে মাঠে বিএনপি : মিন্টু

ভোটাধিকার রক্ষায় সর্বোচ্চ ভোটার উপস্থিতির আহ্বান হাবিবের

পারমাণবিক অস্ত্রভাণ্ডার বাড়াতে নতুন পরিকল্পনা উত্তর কোরিয়ার

‘ঈশ্বরের আশীর্বাদ পাওয়া এক জাদুকর মেসি’

সোহেল হত্যায় একজনের মৃত্যুদণ্ড, ২ জনের যাবজ্জীবন

১০

আন্তর্জাতিক মুট কোর্ট প্রতিযোগিতায় সেরা ৮-এ কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ

১১

নিজ দলের প্রার্থীকেই অবাঞ্ছিত ঘোষণা গণঅধিকারের নেতাকর্মীদের

১২

লক্ষ্মীপুরে যাচ্ছেন জামায়াত আমির

১৩

বিয়ের আগে যে ৭ প্রস্তুতি নেওয়া জরুরি

১৪

প্রতিটি মুসলিম যেন এই অনুভূতি পায় : মারিয়া মিম

১৫

রমজানে বিনামূল্যে ইফতার পাবেন ১২ লাখ মানুষ

১৬

মুক্তিযোদ্ধা চাচাকে বাবা বানিয়ে চাকরি, কারাগারে জেষ্ঠ্য সহকারী সচিব

১৭

বিএনপি ও জামায়াতের নেতাকে শোকজ

১৮

ইরানে মোসাদের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে একজনের মৃত্যদণ্ড কার্যকর

১৯

সাত সাগর আর তেরো নদী পাড়ি দিয়ে মুখোমুখি জায়েদ-তানিয়া

২০
X