ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী দুর্বৃত্তের ছুরিকাঘাতে আহত হয়েছেন। গত শনিবার দিবাগত রাত ৩টার দিকে রাজধানীর রমনা কালীমন্দির এলাকায় মোটরসাইকেলে ঘুরতে গেলে এ ঘটনা ঘটে। এ সময় তাদের মারধরও করা হয়।
এ ঘটনায় আহত দুই শিক্ষার্থী হলেন বিশ্ববিদ্যালয়ের কারুশিল্প বিভাগের সৌরভ সরকার ও ভাস্কর্য বিভাগের সুমিত। তারা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের আবাসিক শিক্ষার্থী।
জানা যায়, রাতে মোটরসাইকেল নিয়ে সৌরভ, সুমিতসহ বেশ কয়েকজন ঘুরতে বের হয়েছিলেন। তখন রমনা কালীমন্দির ও লেকপাড়ের মাঝামাঝি এলাকায় কয়েকজনের সঙ্গে তাদের বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে সৌরভ ও সুমিতকে মারধর করে তারা। সৌরভের পেটে ছুরিকাঘাতও করা হয়। পরে তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) নিয়ে যাওয়া হয়।
বিষয়টি নিশ্চিত করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া কালবেলাকে বলেন, ভোর রাতে এ ঘটনা ঘটেছে। কোন কারণে ঘটেছে সেটা বলতে পারব না। সৌরভ নামের শিক্ষার্থীকে হাসপাতালের ১০১ নম্বর ওয়ার্ডে ভর্তি রাখা হয়েছে।
জগন্নাথ হলের বর্তমান প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মিহির লাল সাহা কালবেলাকে বলেন, আহতদের আমরা ঢাকা মেডিকেলে দেখতে গিয়েছি। একজন গুরুত্বর আহত হয়েছে। ওদের খোঁজখবর নিচ্ছি।
মন্তব্য করুন