‘বাধা ডিঙিয়ে বুয়েটে আল আমিন’ শিরোনামে ‘দৈনিক কালবেলার’ অনলাইন সংস্করণে সংবাদ প্রকাশের পর আর্থিক সহায়তা পেয়েছেন বুয়েটে চান্স পাওয়া সেই মেধাবী শিক্ষার্থী আল আমিন।
বুধবার (২১ জুন) দৈনিক কালবেলার অনলাইন সংষ্করণে ওই সংবাদ প্রকাশের পর টাঙ্গাইলের জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার এবং সখীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার দৃষ্টিগোচর হলে তারা স্থানীয়দের মাধ্যমে দৈনিক কালবেলা প্রতিনিধির সঙ্গে যোগাযোগ করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা তার ব্যক্তিগত তহবিল থেকে ২০ হাজার টাকা এবং জেলা প্রশাসক তার ব্যক্তিগত তহবিল থেকে আরও ২০ হাজার টাকাসহ মোট ৪০ হাজার টাকা আর্থিক অনুদান আল আমিনের হাতে তুলে দেন। এদিকে অসহায় মেধাবী শিক্ষার্থীকে নিয়ে প্রকাশিত সংবাদটি সর্বস্তরের পাঠকের মনে ঠায় করে নেয় এবং সাহায্যের হাত বাড়িয়ে দেয়।
জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার বলেন, আল আমিন আমাদের দেশের সম্পদ। টাঙ্গাইল জেলা প্রশাসন সব সময়ই তার পাশে থাকবে একইসঙ্গে তিনি গণমাধ্যমের প্রশংসা করে বলেন, গণমাধ্যম মানুষের পাশে দাঁড়ায় বলে, আমরা আল আমিনদের পাশে দাড়াতে পারি। এ সময় তিনি কালবেলা প্রতিনিধিসহ পত্রিকার সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।
অনুদান পাওয়া আল আমিন বলেন, আমার মতো অসহায় ব্যক্তির পাশে যারা দাঁড়িয়েছেন তাদের প্রতি আমি কৃতজ্ঞ। পরে তিনি দৈনিক কালবেলাসহ পত্রিকার সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
মন্তব্য করুন