মতিঝিল শাপলা চত্বরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের তিন শিক্ষার্থীর কাছে ডিবি পরিচয়ে মোবাইল, টাকাসহ অন্যান্য জিনিসপত্র ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার (২৪ অক্টোবর) ভোরে রিকশা করে কমলাপুর রেলস্টেশনে যাওয়ার পথে মতিঝিল শাপলা চত্বরে এ ঘটনাটি ঘটে।
ভুক্তভোগী হাবিবুর রহমান, আব্দুল্লাহ আল আসিফ ও হাফিজুর রহমান। তারা সবাই বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ১ম বর্ষের শিক্ষার্থী।
ভুক্তভোগী হাবিবুর রহমান জানান, ‘আমরা নাটোরের এক বন্ধুর বাসায় ঘুরতে বাবু বাজার থেকে কমলাপুর রেলস্টেশনের দিকে রিকশা নিয়ে যাচ্ছিলাম। মতিঝিল শাপলা চত্বরের পাশে পৌঁছলে পেছন থেকে একটি সাদা মাইক্রোবাস এসে আমাদের পথ আটকে দেয়। তারা ডিবি পুলিশ পরিচয়ে আমাদের রিকশা থামায়। কোনো কথা না বলেই গাড়ি থেকে তিনজন নেমে এসে আমাদের মোবাইল, টাকা, ব্যাগ নিয়ে যায়। আমাকে চাপাতির উল্টো পাশ দিয়ে মাথায় আঘাত করে।’
আহত আসিফ জানান, ‘প্রথমে আমি মোবাইল দিতে চাইনি। তখন আমার মাথায় চাপাতি দিয়ে কোপ দিয়ে সব নিয়ে যায়। তারপর হাবিব ৯৯৯ কল দিয়ে গাড়ির নম্বরটি বলে। গাড়ির নম্বরটি ছিল ঢাকা মেট্রো-গ-২১-০৩১৪।’
পরবর্তীতে থানায় যোগাযোগ করলে মতিঝিল থানার কর্মরত পুলিশ অফিসার আলমগীর হোসেন বলেন, ‘একই নম্বরের গাড়িটি রাজধানীর আরও চার জায়গায় ছিনতাই করেছে। ইতোমধ্যে আমাদের কাছে অভিযোগ করেছে ভুক্তভোগীরা।’
পরে আসিফের রক্তক্ষরণ বেড়ে যাওয়ায় জিডি না করে সে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসা নেয়।
মন্তব্য করুন