বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫, ১২ অগ্রহায়ণ ১৪৩২
কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৮ অক্টোবর ২০২৩, ১১:৪৩ পিএম
আপডেট : ২৮ অক্টোবর ২০২৩, ১১:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

সমাবেশে যেতে না চাওয়ায় গালাগাল ছাত্রলীগ নেত্রীর, হলছাড়া করার হুমকি

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন সমাবেশে যেতে না চাওয়ায় এক ছাত্রীকে গালাগাল এবং হলছাড়া করার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে রাজধানীর বদরুন্নেসা কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাবিবা আক্তার সাইমুনের বিরুদ্ধে।

শনিবার (২৮ অক্টোবর) কলেজের নতুন হলের ৩০১২ নম্বর রুমে এ ঘটনা ঘটে। এ সংক্রান্ত একটি ভিডিও এবং অডিও কালবেলার প্রতিবেদকের হাতে এসেছে।

ভিডিও এবং অডিও বিশ্লেষণ করে দেখা যায়, রুমের দরজায় এসে ছাত্রলীগ নেত্রী সাইমুন জাকিয়া সুলতানা নামের এক ছাত্রীকে সমাবেশে যাওয়ার কথা বলেন। তবে অসুস্থতাজনিত কারণে ওই ছাত্রী যেতে না চাইলে সাইমুন বলেন, ‘তুমি হলে থাকবা না। আমি হল অফিসে আসব, যাতে তোমাকে হল থেকে বের করে দেয়।’

তখন ওই ছাত্রী এর কারণ জানতে চাইলে রেগে যান ওই নেত্রী। তিনি বলেন, ‘তোরে থাপড়াইয়া কান ফাটায় দেব, বেয়াদবের বাচ্চা। হলে থেকে নোংরামি করিস, প্রোগ্রাম করিস না। আর ফেসবুকে সরকার বিরোধী পোস্ট দিস। আমার কাছে সব আছে। তুই কীভাবে সিটে থাকিস, সেটা আমি দেখতেছি। দুই দিনের মধ্যে তোকে হল থেকে বের করব আমি।’ এরপর সাইমুন ওই ছাত্রীকে অকথ্য ভাষায় গালাগাল করতে করতে হল থেকে বের হয়ে যান।

নাম প্রকাশ না করার শর্তে প্রত্যক্ষদর্শী একাধিক ছাত্রী জানান, সাইমুন প্রায়ই এভাবে মেয়েদের গালাগাল করেন এবং জোর করে প্রোগ্রামে নিয়ে যায়। কেউ যেতে না চাইলে তাকে হল থেকে বের করে দেওয়ারও হুমকি দেন তিনি। আজ দুপুরে সাইমুন রুমে এসে ওই মেয়েকে প্রোগ্রামে যেতে বললে সে অসুস্থতার কথা বলে যেতে না চাইলে ক্ষিপ্ত হয়ে তাকে অকথ্য ভাষায় গালাগাল করেন এবং হল থেকে বের করে দেওয়ার হুমকি দেন।

ভুক্তভোগী শিক্ষার্থী জাকিয়া সুলতানা কালবেলাকে বলেন, ‘আমার পরীক্ষার জন্য এবং শারীরিকভাবে অসুস্থ থাকায় আপুকে বলেছি, আমি অসুস্থ আছি, আজ যেতে পারব না। আমি তাকে ভালোভাবেই বলেছি। এরপরেও সে আমাকে অকথ্য ভাষায় গালাগাল করেছে। হল থেকে বের করে দেওয়ার হুমকি দিয়েছে, জুতাপেটা করবে বলছে। এমনকী সে অনেক নোংরা ভাষায় কথা বলেছে। আমাকে সরকারবিরোধী বলে। তার সঙ্গে আমি অনেক প্রোগ্রাম করেছি। পরীক্ষার জন্য একটা দিন সে আমাকে ছাড় দিতে পারল না? এভাবে আমাকে গালাগাল, হল থেকে বের করে দেওয়ার হুমকি, এই ধরনের ব্যবহার সে আমার সঙ্গে করছে।’

নিজেকে ছাত্রলীগের কর্মী দাবি করে ওই শিক্ষার্থী আরও বলেন, আমি আগে থেকেই লেখক দাদা, জয় ভাই উনাদের সঙ্গে অনেক প্রোগ্রাম করেছি।

নিরাপত্তা শঙ্কায় আছেন জানিয়ে ওই শিক্ষার্থী বলেন, ‘আমি চিন্তাভাবনা করছি। এখনও কারও কাছে অভিযোগ করিনি। তবে হল সুপারসহ সংশ্লিষ্ট অনেকেই বিষয়টি শুনেছেন। সে আমাকে দুই দিনের মধ্যে হল থেকে বের করে দেবে, জুতাপেটা করবে, আমাকে চড়াবে বলেছে, এটা তো এক ধরনের হুমকি। সে যেহেতু আমাকে হুমকি দিয়েছে, আমি নিজেকে অনিরাপদ বোধ করছি। আমার নিরাপত্তা প্রয়োজন। আমি কি সাধারণভাবে চলাফেরা করতে পারব না, উনি আমাকে হুমকি দেবেন কেন।’

এদিকে সব অভিযোগ অস্বীকার করে কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাবিবা আক্তার সাইমুন কালবেলাকে বলেন, এ ধরনের কোনো ঘটনা ঘটেনি।

জাকিয়া সুলতানা নামের ওই শিক্ষার্থীকে চেনেন কিনা- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সে (জাকিয়া) আমার হলে থাকে।’ তার সঙ্গে আজ কোনো কথা হয়েছে কিনা এমন প্রশ্নে তিনি বলেন, ‘না, না। আমি বাইরে ছিলাম, বাইরে থেকে এসে রুমে বসে আছি।’

বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের হোস্টেল সুপার প্রফেসর নাজমুন নাহার কালবেলাকে বলেন, এ বিষয়টি তিনি জানেন না। এমনকি তার কাছে এখনও কেউ কোনো অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত কড়াইল বস্তিবাসীর পাশে যুবদল নেতা

বড়পুকুরিয়ায় কয়লা স্তূপে ধস

চবিতে ভুয়া শিক্ষার্থী আটক

ব্যাডমিন্টন ফেডারেশনের নতুন সভাপতি হাবিব উল্লাহ ডন

জনগণের ভোটের আঘাতে সব ষড়যন্ত্র ধসে পড়বে : গয়েশ্বর

স্বচ্ছ ও গ্রহণযোগ্য নির্বাচনের নির্ভরতায় সশস্ত্র বাহিনী

সিরামিক এক্সপো ২০২৫ প্রারম্ভে - ডিবিএল সিরামিকস সৌজন্যে প্রীতি ফুটবল ম্যাচ

জেলে বসেই অনার্সে ফার্স্ট, ১২ বছর পর মাস্টার্সেও প্রথম স্থান—কে এই শিবির নেতা?

ভাতিজার লাথিতে প্রাণ গেল চাচার

বহিষ্কৃত ৭৪ নেতাকে ‍নিয়ে বিএনপির সিদ্ধান্ত

১০

কর্মবিরতির ঘোষণা শিক্ষকদের / প্রাথমিকের বার্ষিক পরীক্ষা ঘিরে অনিশ্চয়তা

১১

মা ও দুই শিশুর মরদেহ পৃথক স্থানে দাফন, মামলা হয়নি এখনো

১২

গণতন্ত্র পুনরুদ্ধারে ধানের শীষের প্রার্থীদের বিজয়ী করতে হবে : সেলিমা রহমান

১৩

বিশ্বকাপ ড্র ফরম্যাটে বড় পরিবর্তন আনল ফিফা

১৪

গোলাম রাব্বানীর ছাত্রত্ব ও এক পদ বাতিল করল ঢাবি

১৫

সাভারে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল

১৬

দীর্ঘ লাইনে দাঁড়িয়েও মিলছে না সার

১৭

দাঁড়িয়ে থাকা মোটরসাইকেলে অটোর ধাক্কা, স্কুলশিক্ষক নিহত

১৮

প্রতিটি ইউনিয়নে মিনি স্টেডিয়াম নির্মাণের ঘোষণা 

১৯

ইসলামেই আসবে সত্যিকারের মুক্তি : চরমোনাই পীর

২০
X