সিলেট প্রতিনিধি
প্রকাশ : ২৩ জুন ২০২৩, ১১:৩৮ পিএম
আপডেট : ২৩ জুন ২০২৩, ১১:৫০ পিএম
অনলাইন সংস্করণ
এমসি কলেজ ছাত্রাবাস

বহিরাগত ছাত্রলীগ নেতার হামলায় শিক্ষার্থী আহত  

এমসি কলেজ ছত্রাবাস। ছবি : সংগৃহীত
এমসি কলেজ ছত্রাবাস। ছবি : সংগৃহীত

সিলেট মুরারিচাঁদ কলেজে (এমসি) এবার ছাত্রলীগ পরিচয়ধারী বহিরাগতদের হামলায় একিউএম শামসুল হুদা ইমরান নামের এক শিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২২ জুন) দিবাগত রাত ১১টার দিকে এমসি কলেজের পঞ্চম ছাত্রাবাসের সামনের রাস্তায় এ ঘটনা ঘটে। আহত ইমরান ওই কলেজের মাস্টার্স ইতিহাস বিভাগের শিক্ষার্থী।

আহত শিক্ষার্থী ইমরান জানান, রাত ১১টার দিকে তিনি ঘটনাস্থলের পাশেই নিজের রুমে ছিলেন। এ সময় উচ্চস্বরে কথাবার্তা শুনে তিনি এগিয়ে এসে দেখেন সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সহসভাপতি (বহিরাগত) মাহিন তালুকদার কলেজের পদার্থ বিভাগের মাস্টার্সের ছাত্র রাফসানের উপর চড়াও হয়েছেন। এ সময় তিনি বিষয়টি মীমাংসা করে দেওয়ার চেষ্টা করলে মাহিন তার উপর লোহার রড দিয়ে হামলা চালান। এতে তার মাথা ফেটে যায়। ঠোঁটেও আঘাত প্রাপ্ত হন। পরে তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে মাথায় পাঁচটি সেলাই দেওয়া হয়। এ ঘটনায় মামলার প্রস্তুতি নিচ্ছেন বলে জানান তিনি।

এমসি কলেজের অধ্যক্ষ আবু এনাম রিয়াজ জানান, এটা তেমন বড় কোনো ঘটনা নয়। গায়ে সাইকেল লাগা নিয়ে হাতাহাতি হয়েছে। ইমরান কিছুটা আহত হয়েছেন। আমরা বিষয়টি দেখছি।

বহিরাগতরা কিভাবে এখানে থাকে জানতে চাইলে তিনি বলেন, তারা সবসময় থাকে না, সিলেট আসলে মাঝে-মধ্যে থাকে। পুলিশকে বলেছি, কিন্তু তারাও ব্যবস্থা নিচ্ছে না।

বহিরাগতদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেবেন জানতে চাইলে অধ্যক্ষ বলেন, ‘আমি তাদের (বহিরাগত) সঙ্গে কথা বলব। কথা না শুনলে আইনানুগ ব্যবস্থা নেব’।

জানা গেছে, এমসি কলেজের পঞ্চম ছাত্রাবাসে দীর্ঘদিন থেকে ছাত্রলীগ পরিচয়ে বিপুলসংখ্যক বহিরাগত নিয়মিত বসবাস করছে। ছাত্রাবাসের ৫০৩, ৫০৪ ও ৫০৫ নম্বর কক্ষে বসবাস করছেন সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সহসভাপতি (বহিরাগত) মাহিন তালুকদার। তিনি এমসি কলেজ ছাত্রলীগ নেতা ও সভাপতি প্রার্থী দেলোয়ার হোসেন রাহীর বন্ধু। অভিযোগ রয়েছে, ছাত্রলীগ নেতা রাহী বঙ্গবন্ধু হল তত্ত্বাবধায়কের কক্ষ দখল করে বসবাস করছেন। তিনি আবার, সিলেট জেলা ছাত্রলীগ সভাপতি নাজমুল হোসেনের অনুসারী।

নাজমুল হোসেন বলেন, নেতৃত্বে থাকায় কেউ অনুসারী হতেই পারে। তবে এমসি কলেজ ছাত্রলীগ এখন অনেক সুশৃঙ্খল। গত রাতে যে ঘটনাটি ঘটেছে সেটা অনাকাঙ্ক্ষিত। ছাত্রলীগ এ রকম ঘটনা সমর্থন করে না।

এ ব্যাপারে এসএমপির শাহপরাণ থানার ওসি আবুল খায়ের জানান, হামলার কোনো অভিযোগ তিনি পাননি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেবেন। বহিরাগত আছে কি না সেটা কলেজ কর্তৃপক্ষ দেখবে। বহিরাগতদের তাড়াতে কলেজ কর্তৃপক্ষ সহায়তা চাইলে পুলিশ সহায়তা করবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফিল্ম স্টাইলে ব্যবসায়ীর বসতঘরে গুলি

জানা গেল দিল্লির মুখ্যমন্ত্রীকে চুলের মুঠি ধরে চড় মারার কারণ

ঘরের ভেতর জামাকাপড় শুকাচ্ছেন? হতে পারে যেসব বিপদ

ডিএমপির সাবেক এডিসি নাজমুল বরখাস্ত

বৈদেশিক কর্মসংস্থানের নতুন প্ল্যাটফর্ম উদ্বোধন

পাথরকাণ্ডে দুদকের তালিকায় সেই মোকাররিম

একাদশ শ্রেণিতে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ, দেখবেন যেভাবে

‘সমন্বিত শিক্ষার্থী সংসদ’ প্যানেলে সেই মাহিন সরকারসহ প্রার্থী হলেন যারা

জানা গেল আইসিসি র‍্যাঙ্কিং থেকে রোহিত-কোহলির নাম মুছে যাওয়ার কারণ

অনুমতি ছাড়া ছবি-ভিডিও ব্যবহার নিয়ে ক্ষুব্ধ প্রভা

১০

অভিজ্ঞতা ছাড়াই অর্ধলাখের বেশি বেতনে চাকরির সুযোগ

১১

ডিএমপির বোম ডিসপোজাল ইউনিটের উচ্চতর প্রশিক্ষণ সম্পন্ন

১২

হাসপাতাল পরিচ্ছন্নতা অভিযানে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা

১৩

চ্যাটজিপিটির ভুল তথ্যে বিপাকে পড়লেন তরুণী

১৪

ইসলামী আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা

১৫

ইউরোপ জাপান কোরিয়ায় শ্রমিক পাঠানো নিয়ে ‘সুখবর’ দিলেন আসিফ নজরুল

১৬

জুলাই সনদের মতামত জমাদানের সময় বাড়ল

১৭

অসুস্থ মেয়ের জন্য ত্রাণ নিতে গিয়ে প্রাণ হারালেন গাজার সাবেক খেলোয়াড়

১৮

দিল্লিতে মাথায় চুল গজানোর চেষ্টায় ঢাকার সাবেক পলাতক এমপি

১৯

কালিগঞ্জে হিন্দু পরিবারের জমি দখলের অভিযোগ, পুলিশের ভূমিকা প্রশ্নবিদ্ধ

২০
X